22/06/2025
ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে পুলিশ প্রটোকলে যিনি রাতের ভোটের সকল কিছু পরিচালনা করলেন আজ তিনিই পুলিশের সামনে জনগণের হাতে জুতা পেটা খেলেন! তবে একজন সিনিয়র নাগরিককে এভাবে জুতাপেটা করা উচিত হয়নি। আইন অনুযায়ী তাকে শাস্তির আওতায় আনা উচিত ছিল। দেশের বিচার ব্যবস্থায় মানুষের আস্থা নেই বলেই আজ মানুষ নিজ হাতে আইন তুলে নিল। এরকম নির্মম বাস্তবতা থেকে যারা শিক্ষা নেবে না, তাদের ভবিষ্যৎ অবস্থা এর চেয়ে করুন হবে।