Hasib Ibn Sayed

Hasib Ibn Sayed -ছুঁয়ে দেখার আকুলতা যদি প্রেম হয়, তবে না ছুঁয়েও না দেখেও অনুভব করে যাওয়াটাই ভালোবাসা!��


- সানবি�

26/06/2025

সব জায়গায় একটা ভালো মানুষ থাকেই,
যেমন ধরুন আপনার লিস্ট এ আমি আছি।🫶🙂

এক কাপ দুধ চা? না রঙ চা?☕একজন বলে— "ভাই, সকালে রঙ চা না হলে ঘুমই ভাঙে না!"আরেকজন— "চা মানেই তো দুধ চা, না থাকলে মনই খারা...
04/06/2025

এক কাপ দুধ চা? না রঙ চা?☕

একজন বলে— "ভাই, সকালে রঙ চা না হলে ঘুমই ভাঙে না!"
আরেকজন— "চা মানেই তো দুধ চা, না থাকলে মনই খারাপ..."

কিন্তু কথা একটাই — চা খোরের চায়ের কোনো তুলনা নাই!
এইখানে চায়ের স্বাদে আছে ঘ্রাণ, গল্পে আছে প্রাণ!

তাই দুধ চা হোক আর রঙ চা, ‘চা খোর’-এর চা একবার খাইলেই বলেন —
“এই হইলো আসল চায়ের জোনাকি আলোর ঝলক।”

30/05/2025

আসসালামু আলাইকুম 💐

ফেরাউনও এমনি ভয় পেয়েছিল। একটা শিশুর আগমন ঠেকাতে হাজার হাজার শিশু হত্যা করেছিল। কিন্তু আল্লাহ্'র ইচ্ছায় ফেরাউনের ঘরেই মূস...
30/05/2025

ফেরাউনও এমনি ভয় পেয়েছিল। একটা শিশুর আগমন ঠেকাতে হাজার হাজার শিশু হত্যা করেছিল। কিন্তু আল্লাহ্'র ইচ্ছায় ফেরাউনের ঘরেই মূসা (আ) লালিত পালিত হয়েছেন। শেষ পর্যন্ত ফেরাউন তার ধ্বংস ঠেকাতে পারেনি। ইসরাইলও পারবে না। ইসরাইল ধ্বংস হবেই ইনশাআল্লাহ্। বিশ্বনবী (সা) - এর ভবিষ্যৎবাণী কখনও মিথ্যা হবার নয়!🤲✨

এক সময় বাংলাদেশ ক্রিকেট ছিল আমার জীবনের রক্তের মতো—প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা উইকেট আমার শিরায় শিরায় অনুভব করতাম। ...
28/05/2025

এক সময় বাংলাদেশ ক্রিকেট ছিল আমার জীবনের রক্তের মতো—প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা উইকেট আমার শিরায় শিরায় অনুভব করতাম। সকালে ঘুম থেকে উঠে কোন চ্যানেলে খেলা দেখাবে, কখন টস হবে, কাকে একাদশে রাখা উচিত—সব কিছু নিয়েই নিজের মতো করে ভাবতাম, স্বপ্ন দেখতাম। এমনকি টেস্ট ম্যাচের একেকটা সেশনও মিস দিতাম না। পাঁচ দিন বসে থেকে একটা ড্র দেখেও তৃপ্তি পেতাম, কারণ ওটা ছিল বাংলাদেশের লড়াই।

জিতলে চিৎকার করে উঠতাম, হারলে রাতের ঘুম হারাম হয়ে যেত। পরিবারের বকা, বন্ধুর টিজ—সব কিছু মাথায় নিয়েও খেলা দেখা ছাড়তাম না। খেলোয়াড়দের নাম মুখস্থ ছিল, তাদের ভালো-মন্দ পারফরম্যান্সে একেকদিন মন ভালো, একেকদিন মন খারাপ।

কিন্তু আজকাল আর খেলা দেখা হয় না। মাঠের খেলার থেকে বাইরের পাপরোমাঞ্চ, রাজনীতি, বিতর্ক—সব মিলিয়ে কোথায় যেন সেই ভালোবাসাটা ধীরে ধীরে মরে গেছে। মনটা আর আগের মতো করে টানেনা, কারণ এখন যেন আবেগের জায়গায় চলে এসেছে হতাশা। কিছু মানুষের কর্মকাণ্ডে দেশের ক্রিকেটটাই আজ প্রশ্নবিদ্ধ। এমনকি কারও কারও মুখ দেখলেও রাগে চোখ লাল হয়ে যায়।

তবুও… কোথাও যেন একটা ছোট্ট আশা এখনো বেঁচে আছে। মাঝে মাঝে মনে হয়—হয়তো একদিন সব ঠিক হবে। হয়তো আবার কোনো এক সকালে ঘুম ভেঙে খেলায় ডুবে যাব, আবার সেই পুরনো আবেগে ভেসে যাব।

বাংলাদেশ ক্রিকেট, ভালোবাসা তোর জন্য কখনো মরে নাই—শুধু একটু ঘুমিয়ে আছে। হয়তো একদিন আবার জেগে উঠবে।





গোধুলিতে দাঁড়িয়ে, স্বপ্ন গুলিয়ে ফেলি।💝
21/05/2025

গোধুলিতে দাঁড়িয়ে, স্বপ্ন গুলিয়ে ফেলি।💝

শুভ জন্মদিন, ছোট!আজকের এই বিশেষ দিনে তোমার জন্য রইল অগাধ ভালোবাসা আর দোয়া।তুমি যেমন মিষ্টি, তেমনই বুদ্ধিমান—সব সময় হাস...
21/05/2025

শুভ জন্মদিন, ছোট!
আজকের এই বিশেষ দিনে তোমার জন্য রইল অগাধ ভালোবাসা আর দোয়া।
তুমি যেমন মিষ্টি, তেমনই বুদ্ধিমান—সব সময় হাসিখুশি আর সুস্থ থেকো।
তোমার জীবন হোক রঙিন, স্বপ্নে ভরা আর সাফল্যময়।
তোমার এই নতুন বছরটি আনুক অসংখ্য আনন্দ আর নতুন নতুন অর্জন।

শুভ জন্মদিন, ভাইয়া! ❤️‍🩹
ভালোবাসা আর আদর নিও! 🥰

আমি থামিনি, থামবো না…কারণ আমার স্বপ্নগুলো এখনো অসম্পূর্ণ!🌸💝
20/05/2025

আমি থামিনি, থামবো না…
কারণ আমার স্বপ্নগুলো এখনো অসম্পূর্ণ!🌸💝

ভাগ্য, পরিশ্রম, অধ্যবসায়ের যেকোনো একটা মিসিং হলে ফেইলিউর আসবেই। 🫥❤️‍🔥
19/05/2025

ভাগ্য, পরিশ্রম, অধ্যবসায়ের যেকোনো একটা মিসিং হলে ফেইলিউর আসবেই। 🫥❤️‍🔥

ছোট্ট একটা জীবন। তাও কত পরেপাওয়া না পাওয়ার আ'ক্ষেপ। মাঝে মধ্যে মনে হয় জীবন বড়ই সুন্দর,বড়ই অদ্ভুত কিন্তু আবার মাঝে মধ্যে ...
19/05/2025

ছোট্ট একটা জীবন। তাও কত পরে
পাওয়া না পাওয়ার আ'ক্ষেপ। মাঝে মধ্যে মনে হয় জীবন বড়ই সুন্দর,বড়ই অদ্ভুত কিন্তু আবার মাঝে মধ্যে মনে হয় 'এমন জীবন কেনো দিলো সৃষ্টিকর্তা?

তারপরেও মানুষ আশায় বাঁ'চে আমিও মানুষ। জীবন অনেক সুন্দর অদ্ভুত সুন্দর!🖤

বৃষ্টি বিলাস 💝
17/05/2025

বৃষ্টি বিলাস 💝

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Hasib Ibn Sayed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share