29/08/2023
বঙ্গবন্ধু একজন সাহসী নেতা ছিলেন। কোন প্রতিবন্ধিকতাই তাঁকে দাবায়ে রাখতে পারে নাই। ১৪ বছর ক্ষমতায় থাকার পরও মন্ত্রীরা বলছে এক রাতেই সব শেষ করে ফেলবে বিএনপি। এতো ভয়কেনো নেতাদের? কুমিল্লার নামে বিভাগ নিয়ে এমপি বাহার ভাই যে সাহসী ভূমিকা রেখেছে,দল-বল নির্বিশেষে তাঁকে মানুষ পছন্দ করে। দূর্বল নেতাদের বলবো বাহার ভাইয়ের কাছ থেকে কিছু শিক্ষা নিতে। উনি এমপি হয়ে যে ভাবে কর্মিদেরকে উজ্জীবিত রেখেছে,আপনাদের বক্তব্যে কর্মিরা "দরজা টোয়াই হাইতোনো"।