Comillar Alo - কুমিল্লার আলো

Comillar Alo - কুমিল্লার আলো Daily newspaper Daily Newspaper publish from Comilla

29/08/2023

বঙ্গবন্ধু একজন সাহসী নেতা ছিলেন। কোন প্রতিবন্ধিকতাই তাঁকে দাবায়ে রাখতে পারে নাই। ১৪ বছর ক্ষমতায় থাকার পরও মন্ত্রীরা বলছে এক রাতেই সব শেষ করে ফেলবে বিএনপি। এতো ভয়কেনো নেতাদের? কুমিল্লার নামে বিভাগ নিয়ে এমপি বাহার ভাই যে সাহসী ভূমিকা রেখেছে,দল-বল নির্বিশেষে তাঁকে মানুষ পছন্দ করে। দূর্বল নেতাদের বলবো বাহার ভাইয়ের কাছ থেকে কিছু শিক্ষা নিতে। উনি এমপি হয়ে যে ভাবে কর্মিদেরকে উজ্জীবিত রেখেছে,আপনাদের বক্তব্যে কর্মিরা "দরজা টোয়াই হাইতোনো"।

25/08/2023

৭১'সালে যুদ্ধের সময় বঙ্গবন্ধুকে এরেস্ট করে নিয়ে গেল পশ্চিম পাকিস্তানে ফিরতে পারলো ১১ মাস পরে। ৭৫'এর পর মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা দেশে ফিরতে হলো ৬ বছর পরে। পরিবারের লাশ গুলো পর্যন্ত দেখতে পারেনি। তারেক রহমান আজ ১৬'বছর দেশে নাই,কবে আসবে বলা যায় না। এই রাজনৈতি সংস্কৃতি বদলানো দরকার।

ছবির মেয়েটি আজকে তিতাস উপজেলার মৌটুপী-সিকদার রোডে পাওয়া গেছে। সে তার নাম জেরিন, বাবার নাম ইমাম হোসেন ছাড়া আর কিছু বলতে ...
23/08/2023

ছবির মেয়েটি আজকে তিতাস উপজেলার মৌটুপী-সিকদার রোডে পাওয়া গেছে। সে তার নাম জেরিন, বাবার নাম ইমাম হোসেন ছাড়া আর কিছু বলতে পারছে না। মেয়েটিকে কেউ চিনে থাকলে 01310028691 নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইলো।
পোস্টটি শেয়ার করে মেয়েটিকে তার পরিবারের কাছে পৌঁছাতে সহযোগিতা করুন।
সূত্র: তাহসীন তিহামী।

দোকান মালিকদের জন্য সমবেদনা জানাচ্ছি। "প্লান্যাট এসআর" কখনও নিলামে উঠতে পারে কল্পনা করিনি।
23/08/2023

দোকান মালিকদের জন্য সমবেদনা জানাচ্ছি। "প্লান্যাট এসআর" কখনও নিলামে উঠতে পারে কল্পনা করিনি।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Comillar Alo - কুমিল্লার আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Comillar Alo - কুমিল্লার আলো:

Share