আমার দেশ আমার অহংকার

আমার দেশ আমার অহংকার আল্লাহ সর্বশক্তিমান

31/05/2025

বিগত ১৬ বছর যাবত রোজা রেখেছি
অনেক কষ্ট হচ্ছে, দ্রুত নির্বাচনের মাধ্যমে ইফতারের ব্যবস্থা করুন।
বিএনপি এবং জাতীয়তাবাদী রোজাদার দলের জন্য। 😁

24/05/2025

মীরপুর আওয়ামী লীগ নেতা বাড়ি থেকে ধরে এনে থানায় দিতে গিয়ে ৮ বিএনপি নেতা কর্মী লকাপে।

13/05/2025

নৌকায় পারাপার হলেও কি গ্রেফতার করা হবে?

27/04/2025

আওয়ামী লীগ ছিলো 💪
আওয়ামী লীগ আছে💪
আওয়ামী লীগ থাকবে💪আওয়ামীলীগ ফিরবে একমাত্র শেখ হাসিনার হাত ধরে—
কোন কথা নেই।

16/04/2025

আগামীকাল থেকে সারা বাংলাদেশে অসহযোগের ডাক দিয়েছে - পলিটেকনিক ছাত্রবৃন্দ ✊🇧🇩

09/03/2025

আগে দেখতাম কিছু হলেই হুজুররা আগে আন্দোলনে নামতো, দেশের এমন পরিস্থিতিতে ওরা এখন চুপ কেন?

26/02/2025

রাজনৈতিক মামলায় এলাকার যাদের ধরিয়ে দিচ্ছেন তাদের তো আর ফাঁ সি হবে না। এক মাস/দুই মাস/তিন মাস পর ঠিকই জামিনে বের হবে। ভবিষ্যতে সে বড় নেতাও হতে পারে। সে আপনার প্রতিবেশী হয়েই থাকবে। তবে টাইম বো'মার মতো বি'স্ফোরিত হওয়ার ক্ষণগণনা করবে।

ওসি সাহেব কদিন পর ট্রান্সফার হয়ে চলে যাবে। কিন্তু যাকে ওসি সাহেবের কোটা পূর্ণ করতে ধরিয়ে দিচ্ছেন সে কিন্তু থাকবে, আপনার পাশেই থাকবে। মনে রাখবেন প্রতিবেশীকে শত্রু বানিয়ে ভালো থাকা যায় না। সে কিন্তু আপনার জানাযাতেও থাকবে। তাই ভবিষ্যতে নিজে ভালো থাকতে চাইলে প্রতিবেশীকে ভালো রাখুন।
#প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক!
#রাজনীতি হোক সততা আর আর্দেশিক প্রসঙ্গে!

১১ বছরের এতিম মেয়েটিকে তুলে নিয়ে ধ*র্ষণ।যদি এই মেয়েটি আপনার বোন হতো কি করতেন।কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি...শুধুই এটাই ব...
26/02/2025

১১ বছরের এতিম মেয়েটিকে তুলে নিয়ে ধ*র্ষণ।যদি এই মেয়েটি আপনার বোন হতো কি করতেন।
কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি...

শুধুই এটাই বলবো জাতি আজ অন্ধত্ব উন্মাদনা পড়ে আছে
আরে জানোয়ারের বাচ্চারা তদের কথাচিলো আওয়ামী লীগ সরকার পতন করা করেছো, তাহলে এই গুলো কি করতেছো
দেশে, এই নবজাতক শিশু গুলো কেও ছাড়তেছনা, তোমারা ৭১- পাক হানাদারদের কে ও হার মানিয়ে দিলে।
এই সরকার ব্যার্থ হচ্ছে এই উপদেষ্টারা দেশ লুট কররা জন্য আসছে এদের দাড়াই সংস্থার বলতে কিছু নেই, এই সংস্থারের দোহাই দিয়ে দিয়ে এরা লুটেপুটে নিয়ে খেয়ে পালিয়ে যাবে দেশ থেকে এদের কোনো সুযোগ দেওয়া যাবেনা।

আর এদিকে ষরাষ্ট্র উপদেষ্টা ডাইলগ দিতেছে ব্রিফিং করে তার গণভবনে আইনকে স্বেচ্ছাচার হতে হবে কঠোর ভাবে এটা বলে আওয়ামী লীগের পিছে দৌড়াতে বলবে ডেবিল হান্ড কে, আর কিশোর গ্যংষ্টার দের ও চাঁদ বাজ কে বলবে চালিয়ে যাও অপেন, এগুলো আপনারা আজ দেখতেছেন নীরবে টিভি কিংবা ফেইসবুক মিডিয়াতে একটা বাসায় ডুকে লুটপাট করে পরে ধর্ষণ করা হচ্ছে চিৎকার করে মানুষ পাচ্ছে না প্রশাসন পাচ্ছে না এটা কি দেশের মানুষ দেখতেছেনা সবকিছুর হিসাব দিবা।

22/02/2025

এই ৬ মাসে
যত লাশ খালে,বিলে, নদীতে পাওয়া
গেছে
বিগত ৫৪ বছরেও মনে হয় এতো লাশ পাওয়া যায়নি।

06/11/2024
05/11/2024

কমলার বনবাস,মুরুব্বী হতাশ৷
🤭😁

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার দেশ আমার অহংকার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share