আমি সুন্নীয়াতের কবি

আমি সুন্নীয়াতের কবি সুন্নি মুস্লিম ফ্যান পেইজ।বাতেলদের জ

ইসলাম শান্তির ধর্ম কিন্তু কিছু মুসলিম নাম ধারি পশু ইসলাম কে বিশ্ববাসীর কাছে হিংস্র করে তুলে ধরছে। তাদের মুখোশ উন্মচন।

নারায়ে তাকবির আল্লাহহু আকবর
নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওা সাল্লাম

14/11/2024
মাশাআল্লাহ
14/11/2024

মাশাআল্লাহ

 #আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তা'য়ালার দরবারে লক্ষ কোটি শুকরিয়া!!! গত ২৫/১০/২০২৪ইং হযরত খাদিজাতুল কোবরা ( রাঃ) সুন্নিয়া ...
01/11/2024

#আলহামদুলিল্লাহ!
মহান আল্লাহ তা'য়ালার দরবারে লক্ষ কোটি শুকরিয়া!!! গত ২৫/১০/২০২৪ইং হযরত খাদিজাতুল কোবরা ( রাঃ) সুন্নিয়া হিফযুল কোরআন মহিলা মডেল মাদ্রাসা থেকে ০৩ জন ছাত্রী হিফজ সমাপ্ত করেছেন।
#উক্ত সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড.মোহাম্মদ সরওয়ার উদ্দিন (মাঃজিঃ)।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা
#বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হাঃ কারী মাওঃ মোহাম্মদ ওমর ফারুক (মাঃজিঃ)।
শিক্ষকঃ জামেয়া আহমদিয়া সুন্নিয়া হিফজুল কুরআন বিভাগ ।
#সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল আউয়াল।
প্রশাসনিক কর্মকর্তা জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা।

নসিহতনামা: ক. আমরা সবাই পীর ভাই। পীর ভাইরা আপন ভাই থেকেও বেশি মুহব্বত বজায় রেখে চলতে হবে। খ. ফেতনার যুগ। দাজ্জালের বড়ো ফ...
01/10/2024

নসিহতনামা:

ক. আমরা সবাই পীর ভাই। পীর ভাইরা আপন ভাই থেকেও বেশি মুহব্বত বজায় রেখে চলতে হবে।

খ. ফেতনার যুগ। দাজ্জালের বড়ো ফেতনা আসার আগে ছোটো ফেতনা আমাদের ইমান নিয়ে টানাহেঁচড়া করবে। ঠিক তখনি প্রয়োজন হবে সিলসিলার।

গ. সিলসিলাহ, জামেয়া, আনজুমান— শাহেনশাহ-এ সিরিকোটের দেয়া এই মিশনের সাথে একনিষ্ঠতার সাথে সংযুক্ত থাকতে হবে।

ঘ. পুরো পৃথিবীতে শাহেনশাহ-এ সিরিকোট রহ: এর মিশন তথা দাওয়াহর কাজ করতে হবে।

ঙ. আমাদের সীমানা ক্বলাল্লাহ ও ক্বলার রসুল পর্যন্ত। অর্থাৎ আল্লাহ ও তাঁর রসুলের পদ্ধতি এবং সালেহিন তথা আউলিয়া কেরামের পন্থাতে চলতে হবে।

— পীর-এ বাঙাল সৈয়দ সাবির শাহ মা.জি.আ.
জামেয়ার ময়দান, বিদায় নসিহত, ১৪৪৬ হিজরি।

28/06/2024
➡️ভর্তি চলছে!!! ভর্তি চলছে!!!  সীমিত সংখ্যক আসনে হযরত খাদিজাতুল কুবরা (রাঃ) সুন্নিয়া হিফজুল কুরআন মহিলা মডেল মাদ্রাসায় ছ...
18/04/2024

➡️ভর্তি চলছে!!! ভর্তি চলছে!!!
সীমিত সংখ্যক আসনে
হযরত খাদিজাতুল কুবরা (রাঃ) সুন্নিয়া হিফজুল কুরআন মহিলা মডেল মাদ্রাসায় ছাত্র ছাত্রী ভর্তি চলছে।
🚻আবাসিক/অনাবাসিক/ডে-কেয়ার
📢 আমাদের বিভাগ সমূহ!

🌹🌹স্কুলে পড়ুয়া ছাত্র ও ছাত্রীদের জন্য বিশুদ্ধ কুরআন শিক্ষার ব্যবস্থা।

🌹🌹 অত্যাধুনিক পদ্ধতিতে নূরানী, নাজেরা।
( কেজি থেকে ৩য় শ্রেণী পর্যন্ত আরবি, বাংলা,অংক,ইংরেজি)

🌹🌹 হিফজুল কোরআন।
( আগ্রহী ছাত্র ও ছাত্রীদের জন্য ২য় শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত আরবি,বাংলা, অংক, ইংরেজি )

🌹🌹দাওর বিভাগ।
এক বছরে জাতীয় হিফজ প্রতিযোগিতায় অংশ গ্রহনের যোগ্যতা অর্জন। 🎓🎓
( আগ্রহী ছাত্র ও ছাত্রীদের জন্য ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত আরবি,বাংলা, অংক, ইংরেজি )

🌹🌹 প্রত্যেক বিভাগে কিরাত, নাতে রাসুল (দঃ),শাজরা, কাসিদা ইত্যাদি প্রশিক্ষণের ব্যবস্থা।
🚻➡ ঠিকানা
রাহমাতুল্লিল আলামিন (দঃ) হিফযুল কুরআন মডেল মাদ্রাসা।
সুন্নিয়া মাদ্রাসা রোড,শ্যামলী আবাসিক এলাকা,ষোল শহর, চট্টগ্রাম।
🚻➡যোগাযোগ
01775954164
01912511936

দ্বীন ও দুনিয়া একসাথে অর্জন করতে চাইলে কুরআন ও সুন্নাহ্ ব্যতীত অন্য কোনো পথ নেই। যদিও মনে হবে দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে...
13/12/2023

দ্বীন ও দুনিয়া একসাথে অর্জন করতে চাইলে কুরআন ও সুন্নাহ্ ব্যতীত অন্য কোনো পথ নেই। যদিও মনে হবে দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে। – ড. বিলাল ফিলিপ্স।

10/12/2023

🌹মাশাআল্লাহ
হযরত খাদিজাতুল কোবরা ( রাঃ) সুন্নিয়া হিফযুল কোরআন মহিলা মডেল মাদ্রাসার নাজেরা বিভাগের ছোট মা'মনি বার্ষিক পরিক্ষা দেয়া অবস্থায়!!

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমি সুন্নীয়াতের কবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category