Rasel Hossain

Rasel Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rasel Hossain, Social Media Agency, Cumilla.

রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)

11/04/2025

বিপদের সময় ধৈর্য ধরলে, আল্লাহ তা'আলা এর উত্তম প্রতিদান দেন।❤️

জীবনটা আরো সুন্দর হতো, যদি সময়ের আগেই মানুষ চেনা যেত!!🖤🖤
17/03/2025

জীবনটা আরো সুন্দর হতো, যদি সময়ের আগেই মানুষ চেনা যেত!!🖤🖤

25/02/2025

কোনো একদিন....

25/02/2025

রাসুলুল্লাহ (সা:) এর অপমানের ইস্যুতে, ভালবাসার দাবিতে, ঈমানের দাবিতে, কটুক্তিকারীর শাস্তির দাবিতে মাযহাব মানহাজ নির্বিশেষে, নেককার-গুনাহগার, আমলওয়ালা-আমলহীনেরা, এক তাওহীদের সাক্ষ্যদানকারী
সবাই এক ইনশাআল্লাহ৷ আলহামদুলিল্লাহ৷ #সিরাত

13/02/2025

#সিরাত

01/02/2025

আল-আদাবুল মুফরাদ - আদব এবং শিষ্টাচার শেখার শ্রেষ্ঠ বই |

আদাবুল মুফরাদ – প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দৈনন্দিন কাজ সমূহের আদব এবং শিষ্টাচার সম্মূহ শিক্ষা দিয়েছেন যে, কিভাবে পিতা- মাতা, পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়দের সাথে আচার-আচরণ করতে হয় ?অধীনস্থ এবং এতিমদের প্রতি কি কর্তব্য? দাস-দাসীদের সাথে কেমন ব্যবহার করতে হবে এক কথায় আমাদের জীবনের প্রতিটি বিষয়ের আদব এবং শিষ্টাচার সমূহ|

সেই সকল আদব এবং শিষ্টাচার সমূহ এই বইতে সহিহ হাদিসের আলোকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে এবং এই বইটি ১২ শত বছর যাবৎ পুরো মুসলিম বিশ্বে আদব এবং শিষ্টাচারের উপর লিখিত গ্রন্থ গুলোর মধ্যে সর্বাধিক নির্ভরযোগ্য একটি গ্রন্থ | আসলে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে সফলতা অর্জন করার জন্য এই হাদিসের বইয়ের কোন তুলনা হয় না |

কিন্তু যে কোনো হাদীসই ব্যাখ্যা সহ পড়লে হাদীসের শিক্ষা আরও গভীর থেকে উপলব্ধি করা যায়।
এই লক্ষ্যে আল-আদাবুল মুফরাদ এর সকল হাদিসের রচয়িতা বিশ্ব বিখ্যাত ইমাম সহীহ বুখারীর রচয়িতা ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি।

এই বইটির বৈশিষ্ট্য
*হাদীসের শিক্ষা, সূক্ষ্মদর্শন ও আহকাম বর্ণনা করা হয়েছে।
*প্রয়োজনীয় রেফারেন্স যুক্ত করা হয়েছে।
* ভাষা অত্যন্ত সহজ সাবলীল রাখা হয়েছে, এবং অত্যন্ত চমৎকার আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে ।
*দোয়ার অংশে আরবি দোয়া বহাল রাখা হয়েছে ।
*দীর্ঘ সনদ পরিহার করা হয়েছে ও হাদিসের নাম্বার বাদ দেওয়া হয়েছে
*পরিশেষে আল-আদাবুল মুফরাদ এর সারসংক্ষেপ যুক্ত করা হয়েছে ।

বই : আল-আদাবুল মুফরাদ (২খন্ড একত্রে)
লেখক :ইমাম বুখারী (রহঃ)
অনুবাদ: মুফতি নুরুজ্জামান ,মুফতি মুজাহিদুল ইসলাম
পৃষ্ঠা সংখ্যা: ৭৬৮
স্টক সীমিত সুতরাং আজই আপনি সংগ্রহ করুন। সংগ্রহ করতে WhatsApp করুন 01946572545

01/02/2025

বঙ্গদেশে মুসলিমদের আগমন!
🎙️শামসুল আরেফিন শক্তি (হাফি.)

01/02/2025

আল-জামি'আহ আস-সালাফিয়্যাহ মাদ্রাসার ছাত্রের মুখে অসাধারণ ইংরেজি বক্তব্য..!

01/02/2025
14/12/2024

পৃথিবীর প্রাচীনতম রাজধানী দামেস্কের ঐতিহাসিক বনু উমাইয়া মসজিদ কয়েক শতাব্দি পর তার যোগ্য ইমামকে খুঁজে পেয়েছে। যিনি ইমামতি করেছেন যু.দ্ধে.র পোশাক পরিহিত অবস্থায়!এবং এসেছেন সশস্ত্র অবস্থায়!
তিলাওয়াত ও করেছেন সময় উপযোগী কিছু আয়াত,,, যেখানে মাজলুমদের পক্ষে যু*দ্ধ করার জন্য আল্লাহ তা'আলা উৎসাহ্ দিয়েছেন।মেহরাবও তার পূর্ণতা পেয়েছে।
সূরা:নিছা ৭১-৭৯ পর্যন্ত
সুবহানাল্লাহ কি মধুর কণ্ঠস্বর।

Address

Cumilla

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+966561690722

Alerts

Be the first to know and let us send you an email when Rasel Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rasel Hossain:

Share