Islamic Ummah

Islamic Ummah উম্মাহের অপসংস্কৃতির এই ক্রান্তিলগ্নে সুস্থ সংস্কৃতির চর্চায় ইসলামিক উম্মাহ!

It’s all about connection with Allah ❤️
07/07/2025

It’s all about connection with Allah ❤️

চোখজুড়ানো দৃশ্য,নয়নাভিরাম আর্ট অব ওয়ার।সমগ্র অবৈধ এনটিটিকে এভাবেই এঁকে দাও,হে মহান রব।
14/06/2025

চোখজুড়ানো দৃশ্য,
নয়নাভিরাম আর্ট অব ওয়ার।
সমগ্র অবৈধ এনটিটিকে এভাবেই এঁকে দাও,
হে মহান রব।

হে আল্লাহ, আমাদের সেই সৌভাগ্য দান করুন,যেন একবার হলেও তাওয়াফ করতে পারি,চোখের জলে গুনাহর ভার ধুয়ে ফেলতে পারি।যারা এ বছর আ...
05/06/2025

হে আল্লাহ, আমাদের সেই সৌভাগ্য দান করুন,
যেন একবার হলেও তাওয়াফ করতে পারি,
চোখের জলে গুনাহর ভার ধুয়ে ফেলতে পারি।

যারা এ বছর আপনার ঘরে হাজিরা দিয়েছেন,
তাদের হজ কবুল করে নিন,
তাদের দোয়া আর অশ্রু আপনি গ্রহণ করুন।

হে আল্লাহ, আমরা যেন একদিন আপনার ঘরে যাওয়ার ডাক পাই…
আমিন, ইয়া রাব। 🤍🕋

04/06/2025

ঘুমানোর আগে ১০০ বার
“ইয়া ওয়াহহাবু” – হে দানকারী আল্লাহ!
• হঠাৎ রিজিকের দরজা খুলে যাবে
অজানা অফার, সাহায্য আসবে,হারানো সম্মান ফিরে আসবে❤️ (পরীক্ষিত)

04/06/2025

প্রতিরাতে ঘুমানোর আগে ১০০ বার “সুবহানাল্লাহ” – রিজিক এমন আসবে, গুণে শেষ করতে পারবেন না!
পরীক্ষিত

30/05/2025
2013-2025🔥আপনি সত্যের পথে থাকুন ইতিহাস আপনাকে মুছে ফেলতে পারবে না।
28/05/2025

2013-2025🔥
আপনি সত্যের পথে থাকুন ইতিহাস আপনাকে মুছে ফেলতে পারবে না।

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথেযখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট...
22/05/2025

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথে

যখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট বোনকে নিজের সন্তানের মতো বড় করেছি—তাই এবার আমি শুধু একজন ছেলেকে বড় করার আনন্দ অনুভব করতে চেয়েছিলাম।

কিন্তু আমার শাশুড়ির ছিল অন্য পরিকল্পনা। তিনি সব সময় একটি কন্যা সন্তানের স্বপ্ন দেখতেন, কিন্তু কখনও তা পাননি।

তিনি হাসলেন এবং বললেন, “চলো, তাহাজ্জুদের প্রতিযোগিতা করি। তুমি একটি ছেলের জন্য দোয়া করো, আমি একটি মেয়ের জন্য দোয়া করবো। দেখি কে জেতে।”
আর সেই থেকেই আমরা দুজনেই রাতে শেষ অংশে আমাদের দোয়া ফিসফিস করে বলতে শুরু করলাম।

প্রথম আল্ট্রাসাউন্ড… যমজ!
আমরা দুজনেই হাসলাম এবং কেঁদে ফেললাম। যেন আল্লাহ মৃদুস্বরে বললেন: প্রতিযোগিতার দরকার নেই। তোমরা দুজনেই জিতেছো।

একটি কন্যা শিশু। একটি পুত্র সন্তান।
আমার ছেলে দুর্বল ছিল এবং এনআইসিইউ-তে থাকতে হয়েছিল।
কিন্তু আলহামদুলিল্লাহ, আজ তারা দুজনেই সুস্থ এবং তিন বছর বয়সে পদার্পণ করছে—আমাদের দ্বিগুণ আনন্দ, আমাদের দ্বিগুণ দোয়ার ফল।

তাহাজ্জুদ সত্যিই এক অসাধারণ কিছু।❤️

~ ঘটনাটি সংগ্রহ করে অনুবাদ করা হয়েছে

18/05/2025

ইয়া রাব্বুল আলামিন
আপনি গাজা বাসিকে জান্নাতের সর্বোত্তম নেয়ামত গুলো দিয়েন, রহমত দিতেন।
আল্লাহ, আপনি তাদের উপর জুলুমকারীদের সর্বনিকৃষ্ট জীবন দিয়েন, তাদেরকে গজব দিয়েন, তাদেরকে আপনি জাহান্নামের সর্বোচ্চ স্থান দিয়েন।

দুনিয়ার সমস্ত ফিতনা, জঞ্জাল আর অন্ধকার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারগুলোকে যেন রক্ষা করেন। আ-মীন।
10/05/2025

দুনিয়ার সমস্ত ফিতনা, জঞ্জাল আর অন্ধকার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারগুলোকে যেন রক্ষা করেন। আ-মীন।

06/05/2025

কখনো কখনো হৃদয়ও নিঃশব্দে ভেঙে পড়ে!
তখন কুরআন তিলাওয়াত বেশি ভালো লাগে।

03/05/2025

নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। 🕊️

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share