31/01/2024
নিজেকে প্রস্তুত না করে, নিজের সামর্থ সম্পর্কে সঠিক ধারণা না থাকলে তুমি এমন সব কাজ করার জন্য নেমে পড়তে পারো যা তুমি কখনোই পারবে না। যদি শুধু ইনস্পিরেশন আর মোটিভেশন দিয়ে বিশ্বজয় করা যেতো তাহলে আমাদের মধ্যে অনেকেই এভারেস্টে চূড়ায় উঠে যেতো, চাঁন্দে গিয়ে হাটাহাটি করতো।
"কমফোর্ট জোনের বাইরে যাও", "বাক্সের বাইরে চিন্তা করো" - এসব ফালতু কথা বলে লোকে তোমার সকালের ঘুমটা নষ্ট করে, দুপুরে রোয়া ওঠা গরম ভাতে ঘি দিয়ে খেতে দেয় না, বিকেলে তুমি যে আড্ডা দাও সেটা দিতে না করে। এসবই তোমার মধ্যে একটা মিথ্যা অহমিকা, মিথ্যা আত্মবিশ্বাস তৈরি করে। ওরা তোমাকে বলে "নেভার ইট এলোন"। এটা মানতে গিয়ে প্রতিমাসের অর্ধেক না পেরোতেই বাবার পাঠানো টাকা তোমার ফতুর হয়ে যায় বন্ধুদের খাওয়াতে গিয়ে।
এভাবে সাইকেল দিয়ে বাস টানা যায় না। বাস যদি না চলে তাহলে সেটা বাসের সমস্যা- হয় ইঞ্জিন গড়বড় না হয় চাকা পাংচার বা একটা কিছু। সেটাকে চালাতে হলে তোমাকে বাসটাকেই ঠিক করতে হবে। বাসের বাইরে এর কোন সমাধান নাই। বাক্সের বা বাসের বাইরে গেলে তোমার ঘোড়ার ডিমের সমাধান হবে।
এগুলো বাদ দাও।
নিজের কমফোর্ট জোনটাকে শক্তিশালী করতে শিখো। সেখানে নজর দাও। নিজেকে তৈরি করো।
-পড়ো পড়ো, পড়ো - যতো পারো পড়ো। নিজের পাঠ্য বই প্রথমে, তারপর যা পড়ছো সেটার সহায়ক বই এবং তারপর আ তোমার কাজে লাগবে সেটা। যা কাজে লাগবে না সেটাও পড়তে পারো। কারণ তাতে তোমার পড়ার অভ্যাস তৈরি হবে ও তা সচল থাকবে। ছাপা বই, ইবুক ছাড়াও বিভিন্ন ব্লগ আর ওয়েবসাইট সাবস্ক্রাইব করো, যারা যুক্তি আর ডেটা দিয়ে বিশ্লেষনী লেখা লিখে তাদের ফলো করো।
- যে কোন একটা বিষয়ে নিজেকে দক্ষ করার জন্য কমপক্ষে ১০ হাজার ঘন্টা সময় দেওয়া শুরু করো। অন্তত একটা বিষয়ে মাস্টার হও। সব বিষয়ে জ্যাক হওয়ার দরকার নাই।
- মানুষকে সময় দাও। প্রতিদিন নিজের কাছের তিনজন মানুষের খবর নাও। কাজ ছাড়া মানুষের ভালমন্দের খবর নিতে শুরু করো
- বিশ্বাস করো, পৃথিবীর সব কাজ তোমাকে দিয়ে হবে না। কিন্তু তোমাকে দিয়ে সভ্যতার একটা কিছু হবে। সেটা খুঁজে বের করো। কারও কথাতে কোন কাজে ঝাপিয়ে পড়ো না। নিজের ভাল মন্দ বুঝতে শেখো।
আর দয়া করে যারা তোমাকে কেবল গরম বাতাস দিয়ে ফোলায় তাদের থেকে দূরে থাকো।