99's

99's �Like....... �Comment �share
(1)

24/05/2025

I got over 100 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

30/04/2025

তুমি আসলে যখন তাহলে, মাঝপথ থেকে দূরে সরে গেলে কেনো. 🥹

তোকে_দিয়েছি_মন❤পর্ব - ৩Writer:   Rifat Munshi🍂ইশান ভাইয়ার কবল থেকে ছাড়া পাওয়ার আশায় আমি চাতক পাখির মতো ছটফট করছি.... কিন...
28/04/2025

তোকে_দিয়েছি_মন❤
পর্ব - ৩
Writer: Rifat Munshi

🍂
ইশান ভাইয়ার কবল থেকে ছাড়া পাওয়ার আশায় আমি চাতক পাখির মতো ছটফট করছি.... কিন্তু এই নিয়ে উনার কোনো ভ্রুক্ষেপ নেই বললেই চলে। উনি আমার মুখ আরো শক্ত করে চেপে ধরে আমার এক হাত পেছনে আমার পিঠের সাথে লাগিয়ে আমার উপর ঠেস দিয়ে দাড়ালেন। আমি দরজার সাথে একদম মিশে আছি..... আর উনি মিশে আছেন আমার সাথে। নড়তেও পারছি না.... কিছু বলতেও পারছি না। ইচ্ছে করছে উনার হাতের মধ্যে একটা কামড় বসিয়ে দিতে। দিবো নাকি কামড় বসিয়ে?? তারপর বুঝবে আমি কি জিনিস। কামড় দেওয়ার প্রয়োজন হল না। তার আগেই উনি আমার মুখ থেকে হাত সরিয়ে একটু বিরক্তি নিয়ে বলে উঠলেন--

সারাক্ষণ এতো ছুটোছুটি করো কেনো তুমি?? একটু স্থির হয়ে দাড়ানো যায় না???

আমি কাদো কাদো ভাব করে বললাম--

দেখুন আপনি আমাকে ছেড়ে দিন। আমার হাত ছাড়ুন। নাহলে কিন্তু আমি....

চুপ!! একদম সাইলেন্ট। আর একটা শব্দ করলে এক চড় দিবো।

কি?? আপনি আমাকে চড় দিবেন?? আপনার এতো বড় সাহস?? একবার দিয়েই দেখুন না। আমি আপনার হাতে কামড়ে দিবো একদম।

আমার কথায় উনি উৎসাহ নিয়ে মুচকি হেসে বললেন--

তুমি তো দেখছি আমার থেকেও কয়েক ধাপ উপরে। আমি তো শুধু কিস করার কথা ভাবছি। আর তুমি ডিরেক্ট কামড়াকামড়ি তে চলে গেলে?? আচ্ছা বলেছোই যখন তখন কর। আমার কোনো সমস্যা নেই। কোথায় কামড়াবে বলো??

উনার কথায় আমি শকড। এসব কি ধরনের কথা বলছেন উনি? অবশ্য এই ধরনের বাজে কথা একমাত্র উনার মুখেই মানায়। ছি! কি পরিমাণ নোংরা এই ছেলে। আমি দাতে দাত চেপে বলে উঠলাম--

দেখুন আপনি যদি আমাকে না ছাড়েন তাহলে আমি কিন্তু চিৎকার করব এবার।

--- এখনো তো চিৎকার করার মতো কিছুই করিনি আমি। ( আমার মুখের উপর ঝুকে)

উনার কথা শুনে ভয়ে হার্টবিট ফাস্ট হয়ে যেতে লাগল আমার। আল্লাহই জানে এখন মাথায় কি চলছে উনার। কি করে রেহাই পাবো এই শয়তানের হাত থেকে??
আমাকে অবাক করে দিয়ে হঠাৎ আমার কপালে আলতো করে চুমু দিলেন উনি। তারপর আমার চোখের নিচে আলতো করে হাত বুলিয়ে ফিসফিস করে বললেন--

চোখে কাজল পড়াটা কি খুব জরুরি তারা?? তোমার এই কাজল মাখা চোখের নেশা ধরানো দৃষ্টিতে যে আমি আসক্ত হয়ে পড়ছি। নিজেকে সামলাতে গিয়েও ব্যর্থ হচ্ছি বারববার। তাই হয়তো ছোটখাটো কিছু ভুল হয়ে যাচ্ছে । সেইজন্য সরি তারা!

কথাগুলো ফিসফিসিয়ে বলা হলেও স্পষ্ট শুনতে পেলাম আমি। আর শুনে ভীষণ লজ্জা লাগছে এবার। আমার লজ্জাকে আরো বাড়িয়ে দিয়ে উনি আরেকবার

27/04/2025

আগে ছোট বেলায় আলিফ লায়লা
দেখতাম আর এখন
বড় হয়ে মামুন লায়লা দেখি 😸

From AllahFor AllahTo Allah
27/04/2025

From Allah
For Allah
To Allah

26/04/2025
16/01/2025

No Caption🥹

Address

Cumilla
RIFAT

Alerts

Be the first to know and let us send you an email when 99's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share