08/04/2025
ভালোবাসা মানেই শুধু প্রেম নয়।
ভালোবাসা সেই মানুষটাকেও যায়,
যে দীর্ঘ সময় ধরে বন্ধু হয়ে পাশে থাকে।
সব সময়ের সঙ্গী হয়ে-
চুপচাপ, অথচ গভীরভাবে জড়িয়ে থাকে জীবনের প্রতিটি বাঁকে।
জীবনের পথে চলতে প্রেমিক কিংবা প্রেমিকা না থাকলেও চলে,
যদি একজন প্রকৃত বন্ধু থাকে-
হোক সে ছেলে কিংবা মেয়ে,
যে হৃদয় দিয়ে বোঝে,
যে পাশে থাকে নিরব আশ্রয় হয়ে।
বন্ধুত্বের ভালোবাসা মানে-
শেষ হয়ে যাওয়া কথার পরেও কিছু না বলে পাশে বসে থাকা।
হাত ধরে না বলে বলা-
“তুই আছিস, তাতেই আমি ভালো আছি।”
বন্ধুত্ব মানে-
তাকে ভালোবাসার মত করে বিশ্বাস করা,
আর সেই বিশ্বাসেই তার হাত ধরে দুষ্টামিতে মেতে ওঠা।
হাসতে হাসতে কাঁদা, কাঁদতে কাঁদতে হাসা।
বন্ধুত্ব মানে-
তাকে নিয়ে শুধু স্বপ্ন দেখা নয়,
তার স্বপ্নগুলোকে নিজের স্বপ্ন করে নেওয়া।
তার পাগলামি গুলোতে হাত বাড়িয়ে বলা—
“তুই পারবি, আমি তো আছি।”
বন্ধুত্ব মানে-
বেঁচে থাকার অনুপ্রেরণা,
কখনো মুখ গোমড়া থাকলে পাশে চুপচাপ বসে থাকা।
তার হাসির পেছনে দাঁড়িয়ে থাকা অদৃশ্য সাহস হয়ে।
ভালোবাসো তাকে,
যে তোমার ভেতরের ভালো মানুষটাকে টেনে তোলে।
যার পাশে নিজেকে নির্ভার লাগে,
আর সেই মানুষটাই হয়-
তোমার একমাত্র, প্রকৃত বন্ধু।
বন্ধুত্ব মানে-
ঝগড়া হওয়া, রাগ করা, মুখ ফিরিয়ে নেওয়া,
তারপর ঠিক কিছুক্ষণ পরেই-
মনটা কেঁদে ওঠে,
আর ভেতর থেকে গলায় আসে সেই কথা-
“ওকে ছাড়া এক মুহূর্তও পারি না।”
বন্ধুত্ব মানে-
সকাল হোক কিংবা গভীর রাত,
হঠাৎ তাকে কিছু বলা,
তাকে জড়িয়ে থাকা প্রতিটি মুহূর্তে।
❐ বন্ধুত্বের ভালোবাসা
লেখক: মাহবুব সরদার সবুজ