MD.Asif Hossain

MD.Asif Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD.Asif Hossain, Digital creator, Islampur, cumilla, Cumilla.

ভালোবাসা মানেই শুধু প্রেম নয়।ভালোবাসা সেই মানুষটাকেও যায়,যে দীর্ঘ সময় ধরে বন্ধু হয়ে পাশে থাকে।সব সময়ের সঙ্গী হয়ে-চুপচাপ,...
08/04/2025

ভালোবাসা মানেই শুধু প্রেম নয়।
ভালোবাসা সেই মানুষটাকেও যায়,
যে দীর্ঘ সময় ধরে বন্ধু হয়ে পাশে থাকে।
সব সময়ের সঙ্গী হয়ে-
চুপচাপ, অথচ গভীরভাবে জড়িয়ে থাকে জীবনের প্রতিটি বাঁকে।

জীবনের পথে চলতে প্রেমিক কিংবা প্রেমিকা না থাকলেও চলে,
যদি একজন প্রকৃত বন্ধু থাকে-
হোক সে ছেলে কিংবা মেয়ে,
যে হৃদয় দিয়ে বোঝে,
যে পাশে থাকে নিরব আশ্রয় হয়ে।

বন্ধুত্বের ভালোবাসা মানে-
শেষ হয়ে যাওয়া কথার পরেও কিছু না বলে পাশে বসে থাকা।
হাত ধরে না বলে বলা-
“তুই আছিস, তাতেই আমি ভালো আছি।”

বন্ধুত্ব মানে-
তাকে ভালোবাসার মত করে বিশ্বাস করা,
আর সেই বিশ্বাসেই তার হাত ধরে দুষ্টামিতে মেতে ওঠা।
হাসতে হাসতে কাঁদা, কাঁদতে কাঁদতে হাসা।

বন্ধুত্ব মানে-
তাকে নিয়ে শুধু স্বপ্ন দেখা নয়,
তার স্বপ্নগুলোকে নিজের স্বপ্ন করে নেওয়া।
তার পাগলামি গুলোতে হাত বাড়িয়ে বলা—
“তুই পারবি, আমি তো আছি।”

বন্ধুত্ব মানে-
বেঁচে থাকার অনুপ্রেরণা,
কখনো মুখ গোমড়া থাকলে পাশে চুপচাপ বসে থাকা।
তার হাসির পেছনে দাঁড়িয়ে থাকা অদৃশ্য সাহস হয়ে।

ভালোবাসো তাকে,
যে তোমার ভেতরের ভালো মানুষটাকে টেনে তোলে।
যার পাশে নিজেকে নির্ভার লাগে,
আর সেই মানুষটাই হয়-
তোমার একমাত্র, প্রকৃত বন্ধু।

বন্ধুত্ব মানে-
ঝগড়া হওয়া, রাগ করা, মুখ ফিরিয়ে নেওয়া,
তারপর ঠিক কিছুক্ষণ পরেই-
মনটা কেঁদে ওঠে,
আর ভেতর থেকে গলায় আসে সেই কথা-
“ওকে ছাড়া এক মুহূর্তও পারি না।”

বন্ধুত্ব মানে-
সকাল হোক কিংবা গভীর রাত,
হঠাৎ তাকে কিছু বলা,
তাকে জড়িয়ে থাকা প্রতিটি মুহূর্তে।

❐ বন্ধুত্বের ভালোবাসা
লেখক: মাহবুব সরদার সবুজ

13/03/2025

_ মানুষে'রাই মানুষ'দের ‌শেখায় মানুষদের বিশ্বাস করতে নেই 🤍

নিজের মূল্যায়ন করতে শিখুন--১. প্রিয়জনের কাছে মূল‍্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন, ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অন...
02/03/2025

নিজের মূল্যায়ন করতে শিখুন--

১. প্রিয়জনের কাছে মূল‍্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন, ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের।

২. যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভেতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক।

৩. কাউকে অকারণে কষ্ট দেবেন না। এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন - সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে।

৪. অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালোলাগাগুলো বিসর্জন দেবেন না। যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না, তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো।

৫. যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না।

৬. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না, তাহলে আপনি ছোট হয়ে যাবেন।

৭. নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না। কারণ সময় যখন বদলায় উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায়।

৮. সমালোচনাকারীদের যুদ্ধে করে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না। নিজেকে উন্নত করুন, তারা এমনিতেই চুপ হয়ে যাবে।

৯. গাধার সাথে তর্ক করতে বা গাধাকে কিছু শেখাতে যাবেন না। গাধার পিঠে ঐশী কিতাব চাপালেও গাধা গাধাই থাকে।

১০. ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা।

১১. আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন।

১২. মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে।

১৩. পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না।

১৪. জীবন মানেই GPA 5 কিংবা ভালো বেতনের চাকরি নয়। আপনার জানাশুনা অনেককেই পাবেন যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ন কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছে।

১৫. সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে ফেলুন। একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ।

১৬. পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। আপনি কার কাছে কতদিন গুরুত্ব পাবেন? মূলতঃ এটা নির্ভর করে, আপনি তাদের প্রয়োজন কতদিন পর্যন্ত মেটাতে পারবেন? যতদিন তাদের প্রয়োজন মেটাতে পারবেন ঠিক ততদিনই আপনি তাদের কাছে গুরুত্ব পাবেন। অর্থাৎ যদিও অপ্রিয় তবুও সত্য, "প্রয়োজনেই প্রিয়জন"

তাই মানুষ চিনতে শিখুন,প্রয়োজনে একা বাঁচুন তবুও নিজে ভালো থাকুন।মনে রাখবেন একা থাকলে হয়তো মানুষের কষ্ট হয়,কিন্তু কেউ মরে যায় না।

অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা হল কুমিল্লায় হোন্ডার সাথে ধাক্কা লাগায় একজন অটো রিক্সা  ড্রাইভারকে দিন দুপুরে মেরে ফেলা হলো সা...
21/12/2024

অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা হল কুমিল্লায় হোন্ডার সাথে ধাক্কা লাগায় একজন অটো রিক্সা ড্রাইভারকে দিন দুপুরে মেরে ফেলা হলো সামান্য হোন্ডার সাথে লাগায় । হোন্ডার মালিকের কিল, ঘুসি,লাথি মেরে চলে যাবার কিছুক্ষণ পর অটো রিক্সাচালক আজাদ মৃত্যুবরণ করেন🥹। ঘটনাটি হয় কুমিল্লা টমসম ব্রিজ এলাকায়, নিহত অটোরিক্সা চালকের বাড়ি দৌলতপুর পশ্চিম পাড়া। মরহুম সাদেক মিয়ার বড় ছেলে মোঃ আজাদ মিয়া। বিবেকের কাছে প্রশ্ন জাগে আমরাই কি সেই আল্লাহ তাআলার সৃষ্টির সবচেয়ে বিবেকবান মানব? হোন্ডা হয়তো বা রিক্সা সাথে ধাক্কা লেগে কিছু ক্ষয়ক্ষতি হয় বা না হয়ে থাকতেও পারে। এতে একজনের প্রাণ কেড়ে নেওয়ার অধিকার কোন আইন বা আমাদের সমাজের কোনো নৈতিকতায় পড়ে না। তাই দ্রুত সময়ের মধ্যে কুমিল্লার প্রশাসনের প্রতি দৃষ্টি রাখবো যাতে করে যেই অন্যায় কাজ করে থাকে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শাস্তির আওতায় আনা হয়। যাতে করে কুমিল্লায় আর এই ধরনের ঘটনা না ঘটে। আমরা সকলেই চাই কুমিল্লা শুধু নয় তার বাইরে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য প্রশাসনিক কর্মকর্তাগণ ব্যবস্থা গ্রহণ করবেন। মানব জীবনের অত্যান্ত গুরুত্বপূর্ণ দুইটি বিষয় হচ্ছে শিক্ষা ও নৈতিকতা। আর আজকে শিক্ষা ও নৈতিকতার অভাবে এভাবে একজনের প্রাণ দিতে হলো। সমাজ পরিবর্তন করা অত্যন্ত জরুরী তাহলেই আর এইসব ঘটনা ঘটবে না।আর আমরা সকলেই চেষ্টা করব যে রিক্সাওয়ালা ভাইটি মৃত্যুবরণ করেছেন তার পরিবারের পাশে থাকার জন্য।

Address

Islampur, Cumilla
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD.Asif Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share