
19/06/2025
গরম গরম ভাতের সঙ্গে জাল করা মাংস থাকলে—ওফ! স্বাদে, ঘ্রাণে আর তৃপ্তিতে মন যেন নাচে!
**"গরম ভাতে ধোঁয়া উঠে,
পাশে মাংস জাল করা, ঘ্রাণে মন ফাটে।
একটুকরো লেবু , আর শসা গাজর দিয়ে ,
খেতে বসলে, তৃপ্তি নামে চুপিসারে 🍚🍖🔥