
22/07/2025
কুমিল্লার রিকশাওয়ালা / মিশুকওয়ালাদের দৌরাত্ম একটু কমানো দরকার। কুমিলায় ইদানিং অন্যান্য জেলার রিকশাওয়ালা দিয়ে ভরে গেছে। এরা জায়গা চিনুক বা না চিনুক ভাড়া ধাম করে ৫০-৬০ টাকা বলে ফেলে। এই টাকায় কুমিল্লা শহর পুরাটা চক্কর দেয়া যায়। এমনও না যে শারিরীক পরিশ্রম প্রচুর হয় আগের ম্যানুয়াল রিকশার মতো। টেসলা চালক রা একবার চার্জ দিয়ে প্লেনের মতো রিকশা চালায়। এতো স্পিডে যে যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। ঢাকায় এদের দৌরাত্ম কমিয়ে দিচ্ছে। কুমিল্লায় ও এদের দৌরাত্ব কমানো দরকার। ন্যায্য ভাড়া না চাইলে প্রয়োজনে হাঁটবো তবু দশটাকা বেশি দিয়ে আর রিকশায় উঠবো না। গতকাল বৃষ্টির মধ্যে আধাঘন্টা দাঁড়ায়ে ছিলাম দোকান বন্ধের পর। শুধু মেয়ে মানুষ আর হাতে বড় ব্যাগ দেখে এরা ৬০ টাকা ভাড়া চাইছিলো। অথচ প্লানেট এস আর আর আমার বাসার দূরত্ব অনুযায়ী রমজানের আগেও ৩০ টাকা ভাড়া ছিলো। গতকাল ৬০ টাকার নিচে কেউ রাজিই হচ্ছিলো না। এরা যদি সিন্ডিকেট তৈরী করতে পারে বাইরে থেকে এসে আমাদের ও একজোট হতে হবে। কুমিল্লার স্থানীয় রিকশাচালক রা বেশিরভাগই ন্যায্য ভাড়া চায় সমস্যা হচ্ছে বাইরের এরা না জায়গা চিনে না কিছু। কিন্তু ভাড়া চায় ঢাকা শহরের মতো।।