Evori Bites

Evori Bites এক সময় ঢাকার মানুষেরা বলবেন "কুমিল্লার Evori Bites এর ব্রাঞ্চ ঢাকায় আসছে।" এই স্বপ্ন নিয়ে......

05/10/2025

আমাদের ক্ষুদে কাস্টোমার আমাদের স্টাফকে টিস্যু খাইয়ে গিয়েছে 😅😅😅 তুহিন আমাদের ন্যানি স্টাফ।সে সব গেস্টের বাচ্চাকাচ্চা নিয়ে হেঁটে হেঁটে সময় কাটায়। আর বাচ্চারা যাওয়ার সময় তাকে টাটা দেয়। এত্তো কিউট লাগে দেখতে ❤️

সপ্তাহ জুড়ে থাকবে অফার আমাদের নতুন মেন্যু তে।  আর মাত্র ২ দিন এর অপেক্ষা....
27/09/2025

সপ্তাহ জুড়ে থাকবে অফার আমাদের নতুন মেন্যু তে। আর মাত্র ২ দিন এর অপেক্ষা....

ঝাল খেতে মন চায় শুধু? স্পাইসি একটা মিটবক্স বা একটা ঝাল টক মিষ্টি রামেন?আর আমাদের সিগনেচার ডিশ পেরি পেরি চিকেন এভেইলেবল থ...
22/09/2025

ঝাল খেতে মন চায় শুধু? স্পাইসি একটা মিটবক্স বা একটা ঝাল টক মিষ্টি রামেন?আর আমাদের সিগনেচার ডিশ পেরি পেরি চিকেন এভেইলেবল থাকলে তো কথাই নাই। সেই ঝাল সসের তুলনাই হয় না। চলে আসেন Evori Bites এ।

প্লানেট এস আর, ক্যাফে প্লানেট ফুড কোর্ট এর ১ম শপ। খোলা থাকবে ৪.৩০ থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ইনশাআল্লাহ।

শুধুমাত্র আজকের জন্য আমাদের সিগনেচার ডিশ FRYBoX  মাত্র ২৫০ টাকায়  ২-৩  জন ইজিলি শেয়ার করে খাওয়া যাবে।
18/09/2025

শুধুমাত্র আজকের জন্য আমাদের সিগনেচার ডিশ FRYBoX মাত্র ২৫০ টাকায় ২-৩ জন ইজিলি শেয়ার করে খাওয়া যাবে।

বৃষ্টি না হলে সুন্দরমতো অফার এনজয় করতে চলে আসেন 🙆‍♀️ আজকের অফার 'সিঙ্গেল আছি ভালো  আছি,  তোমার নানীর তাতে কি অফার"। চিকে...
17/09/2025

বৃষ্টি না হলে সুন্দরমতো অফার এনজয় করতে চলে আসেন 🙆‍♀️
আজকের অফার 'সিঙ্গেল আছি ভালো আছি, তোমার নানীর তাতে কি অফার"।

চিকেন চিজ বার্গার, ফ্রেঞ্চফ্রাই, কোক - ১৮০ টাকা মাত্র!

শপে এসে বলবেন সিঙ্গেল বার্গার দেন আমরা বুঝে যাবো 🥱🥱

সিঙ্গেল না হলেও সমস্যা নাই। দূর সম্পর্কের বফ গফ, বন্ধু প্রতিবেশি নিয়ে আসলেও অফার পাবেন৷ আমরা তো আর ঢাকার ভর্তা ভাজি হোটেল না যে অফার যেন কেউ শেয়ার করে খেতে না পারে তাই কাঁন্ধের উপর দিয়ে তাকায় থাকবো 🙆‍♀️🙆‍♀️😅

14/09/2025

গেমেই মজা।
লোকেশান:- প্লানেট এস আর, জিলা স্কুলের বিপরীত গেট দিয়ে ঢুকে হাতের বাঁ পাশে। ক্যাফে প্লানেট এর প্রথম শপ।

গত বছর শখের বসে যখন Evori Bites  শুরু করি তখন জাস্ট দুইটা আইটেম নিয়ে শুরু করেছিলাম।  খিচুরি আর মোমো।  অনেক ভয়,  সংকোচ আর...
11/09/2025

গত বছর শখের বসে যখন Evori Bites শুরু করি তখন জাস্ট দুইটা আইটেম নিয়ে শুরু করেছিলাম। খিচুরি আর মোমো। অনেক ভয়, সংকোচ আর স্বপ্ন নিয়ে ছোট একটা কার্ট দাঁড় করিয়েছিলাম প্লানেট এস আর এ। প্রতিটা অর্ডারেই মনে হতো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এটা আল্লাহরই রহমত নয়তো আমি এমন কি রান্না করি যে যে মানুষ এটা টাকা দিয়ে কিনে খায়। প্রত্যেকজন গেস্টকে জিগ্যেস করি খাবার কেমন ছিলো টেস্ট কেমন ছিলো অনেকে প্রশংসা করেন অনেকে সমালোচনা করেন অনেকে পরামর্শ দিয়ে যান যে রেসিপি এভাবে ওভাবে করেন। আমিও চেষ্টা করতাম সবার টাই গ্রহন করতে। খাবার ভালো না হলে নিজের অজান্তেই চোখে পানি চলে আসতো, টাকা রিফান্ড করে দিতাম আবার নতুন করে রেসিপি সাজাতাম। আমি রেসিপি ব্যাপারটা প্রথম ক্র্যাক করি আমার চিকেন তেহারি দিয়ে। গতানুগতিক কোন রেসিপি ফলো করতাম না। খুব সামান্য মশলায় আর নাম মাত্র তেলে রান্না হতো আমাদের তেহারি বোনলেস চিকেন দিয়ে মাত্র ১০০ টাকায়। এটা আমার ১ম রেসিপি যা মানুষ খুব আগ্রহ নিয়ে অর্ডার করতো এবং রেগুলার কিছু গেস্ট তৈরী হয়ে গিয়েছিলো। কাদের মনে আছে আমাদের সেই তেহারির কথা? তারপর তো ধীরে ধীরে মেন্যু বড় হলো আমাদের রেসিপি গুলা কম কস্টিং এ সাপ্লাই দেয়ার জন্য মেকিং প্রসেস বারবার মোডিফাই করা হলো যেন দাম কম রাখা যায় এবং আমাদের ও লস না হয়। জীবনে যেমন তামঝামের দরকার আছে তেমনি দরকার আছে সিমপ্লিসিটির। মানুষের পরামর্শ নেয়ার দরকার আছে আবার মাাঝে মাঝে জেদী মনোভাব ধরে রেখে ঘাড়টা ত্যাড়া করে 'আমি সঠিক' এইটা বলতে জানার ও দরকার আছে। সামনে আমাদের মেন্যু বড় হচ্ছে, সামনে আরো অভিজ্ঞতা হবে আরো প্রশংসা,, সমালোচনা পরামর্শ আর গেস্টদের অকৃত্রিম ভালোবাসা আসবে। সবই গ্রহন করতে প্রস্তুত। কিন্তু মাঝে মাঝে ঘাড়ত্যাড়া করে যদি বলি ভাইয়া / আপু আমাদের মিটবক্সের টেস্ট শুধু সস আর মেয়োর মিশেলে গতানুগতিক স্বাদের না। এটার প্রতিটা লেয়ারিং আমার নিজস্ব যত্ন দিয়ে তৈরী তাহলে দয়া করে ক্ষমাসুন্দর চোখে দেখবেন। কারন রেসিপি ক্রিয়েশানে যত্ন আর স্বপ্ন এই দুইটাও আমি এড করি।।

প্রাক্তন ঢাবিয়ান হিসেবে ডাকসু নির্বাচনের গরম হাওয়া কুমিল্লায় থেকেও গায়ে লাগছে। এবার তো আরো টানটান অবস্থা। রাত দুইটা পর্য...
09/09/2025

প্রাক্তন ঢাবিয়ান হিসেবে ডাকসু নির্বাচনের গরম হাওয়া কুমিল্লায় থেকেও গায়ে লাগছে। এবার তো আরো টানটান অবস্থা। রাত দুইটা পর্যন্ত জেগে বসে আছি কি হয়, কি হয়! তারপর শুনি শিবির জিতসে, তারপর শুনি উমামা আবিদ বয়কট করেছে নির্বাচন ফলাফল একেবারে যমুনা৷ পর্যন্ত গেছে। এর মধ্যেই টিএসসি তে আনন্দ মিছিল। একটা শেষ হওয়ার আগে আরেকটা চমক চলছেই। এতোসবের এনজয় করার জন্য পপকর্ন নিয়ে বসতে হতো। আফসোস বাসায় পপকর্ণ নাই। তবে পিজা আছে ওইটাই নিয়ে বসছি। এই রকম নির্বাচনী হাওয়ার মধ্যে আরেকটা গরম অফার দিয়েই ফেলি নাকি? আগামীকাল আমাদের ৬" চিকেন চিজ পিজা পাওয়া যাবে মাত্র ১০০ টাকায়। এই অফার আগামী ৪৮ ঘন্টার জন্য। এরমধ্যে নিশ্চয় ফাইনাল রেজাল্ট ও চলে আসবে 😋

দ্বিতীয় ছবিটা অন্য একটা পিৎজা হাউজের। প্রথমটা আমাদের।  এখানে চিজ,  সসেজ, চিকেনের কমতি টা কোথায় সেটাই বুঝলাম না!  🙆‍♀️
04/09/2025

দ্বিতীয় ছবিটা অন্য একটা পিৎজা হাউজের। প্রথমটা আমাদের। এখানে চিজ, সসেজ, চিকেনের কমতি টা কোথায় সেটাই বুঝলাম না! 🙆‍♀️

Address

Planet SR, দক্ষিন গেট, মাতৃভান্ডারের বিপরীতে, কান্দিরপাড়, কুমিল্লা সিটি।
Cumilla

Opening Hours

Monday 16:00 - 22:00
Tuesday 16:00 - 22:00
Wednesday 16:00 - 22:00
Thursday 16:00 - 22:00
Friday 16:00 - 22:00
Saturday 16:00 - 22:00
Sunday 16:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Evori Bites posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Evori Bites:

Share