Evori Bites

Evori Bites এক সময় ঢাকার মানুষেরা বলবেন "কুমিল্লার Evori Bites এর ব্রাঞ্চ ঢাকায় আসছে।" এই স্বপ্ন নিয়ে......

কুমিল্লার রিকশাওয়ালা / মিশুকওয়ালাদের দৌরাত্ম একটু কমানো দরকার। কুমিলায় ইদানিং অন্যান্য জেলার রিকশাওয়ালা দিয়ে ভরে গেছে। এ...
22/07/2025

কুমিল্লার রিকশাওয়ালা / মিশুকওয়ালাদের দৌরাত্ম একটু কমানো দরকার। কুমিলায় ইদানিং অন্যান্য জেলার রিকশাওয়ালা দিয়ে ভরে গেছে। এরা জায়গা চিনুক বা না চিনুক ভাড়া ধাম করে ৫০-৬০ টাকা বলে ফেলে। এই টাকায় কুমিল্লা শহর পুরাটা চক্কর দেয়া যায়। এমনও না যে শারিরীক পরিশ্রম প্রচুর হয় আগের ম্যানুয়াল রিকশার মতো। টেসলা চালক রা একবার চার্জ দিয়ে প্লেনের মতো রিকশা চালায়। এতো স্পিডে যে যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। ঢাকায় এদের দৌরাত্ম কমিয়ে দিচ্ছে। কুমিল্লায় ও এদের দৌরাত্ব কমানো দরকার। ন্যায্য ভাড়া না চাইলে প্রয়োজনে হাঁটবো তবু দশটাকা বেশি দিয়ে আর রিকশায় উঠবো না। গতকাল বৃষ্টির মধ্যে আধাঘন্টা দাঁড়ায়ে ছিলাম দোকান বন্ধের পর। শুধু মেয়ে মানুষ আর হাতে বড় ব্যাগ দেখে এরা ৬০ টাকা ভাড়া চাইছিলো। অথচ প্লানেট এস আর আর আমার বাসার দূরত্ব অনুযায়ী রমজানের আগেও ৩০ টাকা ভাড়া ছিলো। গতকাল ৬০ টাকার নিচে কেউ রাজিই হচ্ছিলো না। এরা যদি সিন্ডিকেট তৈরী করতে পারে বাইরে থেকে এসে আমাদের ও একজোট হতে হবে। কুমিল্লার স্থানীয় রিকশাচালক রা বেশিরভাগই ন্যায্য ভাড়া চায় সমস্যা হচ্ছে বাইরের এরা না জায়গা চিনে না কিছু। কিন্তু ভাড়া চায় ঢাকা শহরের মতো।।

আল্লাহ রহমত করুন
21/07/2025

আল্লাহ রহমত করুন

21/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থী এবং অভিভাবক পরিবারের জন্য পরম করুনাময়ের দয়া ভিক্ষা করছি। আমরা শোকাহত 🤲

18/07/2025

Friday offer!!!!
আজ শুক্রবার বিকাল ৫ টা থেকে Evori Bites এর মিটবক্স পাবেন মাত্র ১০০/- টাকায়।রেগুলার প্রাইস ২০০/- অফার শুধুমাত্র স্পট পারচেজে। সাথে আর ১০০ টাকা যোগ করলেই ১৪০/- মূল্যের বোবা চকলেট শেইক পেয়ে যাবেন। ফুল কম্বো অফার ২০০/- মাত্র!!!
লাস্ট অফারের মতো ভীড় জমিয়ে আমাদের উড়িয়ে দিন প্লিজ 🙆‍♀️🙆‍♀️
লোকেশান: ক্যাফে প্লানেট, প্লানেট এস আর,। শুক্রবার মূল গেট বন্ধ থাকে তাই বধুয়া ফুড ভিলেজের সামনের গেট দিয়ে আসতে হবে।

17/07/2025

আমাদের ১০০ টাকার অফার আবার আসছে! প্লীজ লাস্ট অফারের মতো এবারও ভীড় জমিয়ে আমাদের উড়িয়ে দিন 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

17/07/2025

১০০ টাকার অফার আসছে আবারো! লাস্ট টাইমের মতো প্লিজ আমাদের উড়িয়ে দিন ভীড় জমিয়ে 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

11/07/2025

বাড়ির সামনে মাছ ধরার জন্য টিকিট বেচা যাবে! সারারাত বৃষ্টির পর বাসার সামনে পুকুর হয়ে গেছে। আমরা আমাদের অফার আগামীকাল রাখবো ইনশাআল্লাহ।

07/07/2025

Address

Cumilla

Opening Hours

Monday 16:00 - 22:00
Tuesday 16:00 - 22:00
Wednesday 16:00 - 22:00
Thursday 16:00 - 22:00
Friday 16:00 - 22:00
Saturday 16:00 - 22:00
Sunday 16:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Evori Bites posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Evori Bites:

Share