
03/07/2025
কুমিল্লাবাসীর দৃষ্টি আকর্ষণ করেছি
এই বোনটি কারো মোবাইল নাম্বার বলতে পারে না। ঠিক মতো ঠিকানা বলতে পারে না। বর্তমানে সে কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজায় আছে। পোস্টটি শে*য়ার করে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সবাই সহযোগীতা করুন। জানি না কতক্ষণ রাখা যাবে হয়তো বোনটির মানসিক সমস্যা আছে।
সাথে একটি নিস্পাপ বাচ্চা রয়েছে এভাবে থাকলে আর রাস্তায় রাস্তায় ঘুরলে তাদের কষ্ট হবে আর রাত হলে তো বাংলাদেশে শি*য়া*ল কু*কু*রে*র অভাব নাই ওরা পাগলকেও ছারে না আসা করি বুছতে পারছেন দয়া করে শেয়ার করে দেন আপনার একটা শেয়ারে তার পরিবার তাকে খোঁজে পেতে সাহায্যে হবে