Muradnagar - মুরাদনগর, কুমিল্লা

Muradnagar - মুরাদনগর, কুমিল্লা কুমিল্লা জেলার একটি উপজেলা

অবস্থান:
কুমিল্লা জেলা সদর থেকে সড়ক পথে ৩৫.৪২ কিলোমিটার দূরে গোমতী নদীর তীরে মুরাদনগর উপজেলাটি অবস্থিত। উত্তরে নবীনগর উপজেলা, পূর্বে দেবিদ্বার, ব্রাহ্মণপাড়া ও কসবা উপজেলা, দক্ষিণে চান্দিনা ও দেবিদ্বার উপজেলা, পশ্চিমে দাউদকান্দি, হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলা।

প্রশাসনিক এলাকা:
আয়তন ৩৪০.৯৩ বর্গ কিলোমিটার, মুরাদনগর উপজেলাতে ১টি পৌরসভা ও ২২টি ইউনিয়ন পরিষদ বিদ্যমান। পৌরসভার নাম মুরাদনগর পৌরসভা। মৌজা

র সংখ্যা ১৫৩টি, গ্রামের সংখ্যা ৩০৮টি। ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে:

শ্রীকাইল
আকুবপুর
আন্দিকোট
পূর্বধইর (পূর্ব)
পূর্বধইর (পশ্চিম)
বাংগরা (পূর্ব)
বাংগরা (পশ্চিম)
চাপিতলা
কামাল্লা
যাত্রাপুর
রামচন্দ্রপুর (দক্ষিণ)
রামচন্দ্রপুর (উত্তর)
মুরাদনগর
নবীপুর (পূর্ব)
নবীপুর (পশ্চিম)
ধামঘর
জাহাপুর
ছালিয়াকান্দি
দারোরা
পাহাড়পুর
বাবুটিপাড়া
টনকী

ইতিহাসঃ
এক সময়ের শিক্ষা, সংস্কৃতি, শিল্প ও সাহিত্যের পাদপীঠ মুরাদনগর একটি প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জনপদ হিসাবে বহুল পরিচিত। মুরাদনগর উপজেলা ১৮৫৮ সালে প্রথম থানা হিসেবে আত্মপ্রকাশ করে। সে সময়ে এ থানার নাম ছিল থোরলা। ১৮৭৮ সালে এর পুন: নাম করণ করা হয় মুরাদনগর। মুরাদনগর উপজেলার নামকরণ সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়না। তবে জনশ্রুতি আছে যে, মোগল সম্রাট শাহ্ জাহানের কনিষ্ঠ পুত্র মুরাদ কোন এক সময়ে এ এলাকায় এসেছিলেন। সে অনুসারে এ এলাকার নামকরণ মুরাদনগর করা হয়েছে। এছাড়া অনেকের মতে, মুরাদনগর মূলত: মির মুরাদ আলীর নাম অনুসারে হয়, যিনি ছিলেন তৎকালীন বৃটিশ শাসনের একজন রেভিনিউ কালেক্টর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত মুরাদনগর উপজেলার পরিচয় পাওয়া যায় কবি রচিত নিচের গানে-

উপল নুড়ি কাঁকন চুড়ি বাজে বাজ ঘুমতি নদীর জলে।

21/07/2025

এমন ভয়ানক ঘটনা যেন আর কখনো দেখতে না হয়। আল্লাহ আমাদের সমাজকে, দেশকে এবং পৃথিবীকে রক্ষা করুন। যারা কষ্টে আছেন, আল্লাহ তাদের সহায় হোন। 🤲”

21/07/2025

এই দৃশ্য দেখার মত না আল্লাহ মাফ করুক।

মাইলস্টোন এক্সক্লুসিভ ফুটেজ
21/07/2025

মাইলস্টোন এক্সক্লুসিভ ফুটেজ

21/07/2025

আজ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের কাছে একটি ফাইটার জেট বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
এই ভয়াবহ ঘটনার সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।

🤲 হে আল্লাহ, আপনি সবাইকে হেফাজতে রাখুন।

11/07/2025

বনের হিংস্র জানোয়ারও এমন নির্মম নয়!
রাজধানীর বুকে প্রকাশ্যে একজন মানুষকে উলঙ্গ করে পাথর ছুঁড়ে হত্যা,
তারপর মৃতদেহের ওপর নাচ!
এই কি আমাদের সমাজ? এই কি আমাদের বাংলাদেশ? 😭
মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী সোহাগের ওপর এ বর্বরতা –
আমরা আর কতটা নীরব থাকবো?”

✊ ন্যায়বিচার চাই – সোহাগ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

টানা বর্ষণে গোমতী নদীর ভয়ঙ্কর রূপ! 🌧️সবুজ পাড়ঘেঁষে ছুটে চলা নদী এখন রুক্ষ ও তীব্র—প্রকৃতি যেন নিজেই তার শক্তির জানান দিচ...
09/07/2025

টানা বর্ষণে গোমতী নদীর ভয়ঙ্কর রূপ! 🌧️
সবুজ পাড়ঘেঁষে ছুটে চলা নদী এখন রুক্ষ ও তীব্র—প্রকৃতি যেন নিজেই তার শক্তির জানান দিচ্ছে।

⚠️ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আশেপাশের সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা যাচ্ছে।
দয়া করে শিশু ও গবাদিপশুকে নদীর ধার থেকে দূরে রাখুন।

ব্রেকিং নিউজবাংলাদেশের বিমান বাহিনীর চট্রগ্রাম শহরে অবস্থিত রাডার থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে বৃষ...
08/07/2025

ব্রেকিং নিউজ

বাংলাদেশের বিমান বাহিনীর চট্রগ্রাম শহরে অবস্থিত রাডার থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে বৃষ্টি বাংলাদেশের বরিশাল ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপর এমন ভাবে প্রবেশ করতেছে যেমন করে ফায়ার সার্ভিসের পানির পাইপ থেকে পানি বের হয় অগ্নি নির্বাপণের সময়। গত ৩ ঘন্টার ভারি-বৃষ্টি বলয় কুমিল্লা জেলার উত্তর দিকে এবং ত্রিপুরা রাজ্যের উত্তর দিকে পৌঁছেছে। ফলে আগামীকাল সকাল থেকে কুমিল্লা জেলার গোমতী নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।

08/07/2025

⚠️ ফেনী জেলায় টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা!
বিগত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনক হারে। নিম্নাঞ্চল প্লাবিত, জনজীবন বিপর্যস্ত। সবাইকে সাবধানতা অবলম্বনের অনুরোধ জানানো হচ্ছে।

📍আপনার এলাকায় অবস্থার আপডেট জানাতে পারেন কমেন্টে।

#জলাবদ্ধতা #সতর্কতা

06/07/2025

05/07/2025

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে
চৌদ্দগ্রাম বাতিসা এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা😭😭😭
দুর্বল হৃদয়ের মানুষেরা ভিডিওটি না দেখার অনুরোধ রইলো😭😭

গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, পীরকাশীমপুর নিবাসী, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট আলেমে দ্বীন পীরজাদা জহিরুল আলম চিশতি হু...
04/07/2025

গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, পীরকাশীমপুর নিবাসী, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট আলেমে দ্বীন পীরজাদা জহিরুল আলম চিশতি হুজুর কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
জাতির এই শ্রদ্ধেয় সন্তান মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও ত্যাগের পরিচয় দিয়েছেন এবং পরবর্তীতে ধর্মীয় ও সামাজিক শিক্ষার আলো ছড়িয়ে গেছেন।
আল্লাহ তাআলা তাঁর সকল খেদমত কবুল করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
সকলকে দোয়ার আহ্বান জানাচ্ছি।

কুমিল্লার ইউসুফনগর গ্রামে নিখোঁজ মনির হোসেন —যে মানুষটিকে খুঁজে বেড়াচ্ছিল পরিবার, প্রতিবেশী, সমাজ…আজ তাকে পাওয়া গেল নিজ ...
03/07/2025

কুমিল্লার ইউসুফনগর গ্রামে নিখোঁজ মনির হোসেন —
যে মানুষটিকে খুঁজে বেড়াচ্ছিল পরিবার, প্রতিবেশী, সমাজ…
আজ তাকে পাওয়া গেল নিজ বাড়িরই ছোট ভাইয়ের ঘরের ভেতরে,
মেরে ফেলে মাটির নিচে গুম করে রাখা অবস্থায়।

কী ভয়ংকর! কী নির্মম!
মানুষ কীভাবে এত নিষ্ঠুর হতে পারে?
ভাইয়ে ভাইয়ে এমন হিংসা! এমন অন্ধ অমানবতা!

আজ যদি মানুষের অন্তরে আল্লাহভীতি ও মানবতা না থাকে,
তাহলে কে কার নিরাপদ?
আপনজন যদি হত্যাকারী হয়, তাহলে সমাজ কোথায় যাচ্ছে?

🤲 আল্লাহ আমাদের হেদায়েত দিন। এই জাহান্নামী মানসিকতা থেকে রক্ষা করুন।
আমরা এই ঘটনার সঠিক ও দ্রুত বিচার চাই।

#ইন্নালিল্লাহ #ইউসুফনগর #মনিরহত্যা #মানবতা_বাঁচাও #কেয়ামতেরআলামত

Address

Comilla, Muradnagar
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Muradnagar - মুরাদনগর, কুমিল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muradnagar - মুরাদনগর, কুমিল্লা:

Share