21/08/2025
আলহামদুলিল্লাহ দেখতে দেখতে প্রবাসে আজ আমার এক বছর পূর্ণ হলো💚
এই প্রবাসে এক বছর! সময়টা যেন কেমন দ্রুত চলে গেলো। অনেক স্মৃতি আরও অনেক অভিজ্ঞতা জমা হলো। এখনো মনে হয়, এইতো সেদিন এলাম! পরিবার ও প্রিয়জনদের খুব মিস করি!
"প্রবাস মানে নিজের স্বপ্ন পূরণের জন্য এক নতুন যাত্রা! এক বছর পর আজ পিছনে ফিরে তাকালে দেখতে পাই,অনেক চড়াই- উতড়াই পেরিয়ে এসেছি, এই পথটা সহজ ছিল না, তবে হাল ছাড়িনি। এই প্রবাসে যারা আছেন, তাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল! সবার স্বপ্ন পূরণ হোক "!
(সবাই দোয়া করবেন আমার জন্য)