HM Yasin12

HM Yasin12 আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা আমার পেইজটি ঘুরে দেখার জন্য আমন্ত্রণ রইলো """
(2)

কেউ স্বপ্নের জন্য পরিবার ছা'ড়ে।আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছা'ড়ে।আবার অনেকেই এই দুটোর জন্য দুনিয়া ছাড়ে
14/04/2025

কেউ স্বপ্নের জন্য পরিবার ছা'ড়ে।
আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছা'ড়ে।
আবার অনেকেই এই দুটোর জন্য দুনিয়া ছাড়ে

জীবন সবসময় আপনাকে সুখ দেবে না, কখনো কখনো জীবন আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। সে সময় হতাশ হলে চলবে না।খারাপ পরিস্থিতির...
07/04/2025

জীবন সবসময় আপনাকে সুখ দেবে না, কখনো কখনো জীবন আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। সে সময় হতাশ হলে চলবে না।
খারাপ পরিস্থিতির সাথে লড়াই করে, ভালো থাকা কেড়ে নিয়ে বাঁচার নাম জীবন।

মায়ের উপর রাগ করেতার মুখের উপর কল কে"টে দিয়েছিলামমা আবার কল দিয়ে বলল ভুলে চাপ লেগে কলটা কে"টে গিয়েছিল বাবাবাবা তুই খেয়েছ...
06/04/2025

মায়ের উপর রাগ করে
তার মুখের উপর কল কে"টে দিয়েছিলাম
মা আবার কল দিয়ে বলল ভুলে চাপ লেগে কলটা কে"টে গিয়েছিল বাবা
বাবা তুই খেয়েছিস তো স্বার্থপর এই দুনিয়াতে মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসেনা

মন খারাপ হলে আকাশের দিকে তাকিয়ে থাকুন, আকাশের দিকে মাঝে মাঝে তাকিয়ে থাকা রাসুল (সাঃ) এর অন্যতম একটি সুন্নাত।
04/04/2025

মন খারাপ হলে আকাশের দিকে তাকিয়ে থাকুন, আকাশের দিকে মাঝে মাঝে তাকিয়ে থাকা রাসুল (সাঃ) এর অন্যতম একটি সুন্নাত।

পৃথিবীতে.যতই সম্পদ মেয়েদের থাকুক না কেনো সবচাইতে দামি সম্পদ হলো তার স্বামী। তাই স্বামীকে ভালোবাসুন দেখবেন আপনার পুরো ঘরট...
03/04/2025

পৃথিবীতে.

যতই সম্পদ মেয়েদের থাকুক না কেনো সবচাইতে দামি সম্পদ হলো তার স্বামী। তাই স্বামীকে ভালোবাসুন দেখবেন আপনার পুরো ঘরটাই জান্নাতের বাগান হয়ে যাবে।সুবহানাল্লাহ

যদি কবর থেকেও চিঠি পাঠানো যেত, তাহলে হয়তো অনেক বাবা তার মেয়েকে চিঠি লিখতো:একটু পর্দা করে নে "মা"তোর জন্য আজ আমি কবরের ভে...
01/04/2025

যদি কবর থেকেও চিঠি পাঠানো যেত, তাহলে হয়তো অনেক বাবা তার মেয়েকে চিঠি লিখতো:
একটু পর্দা করে নে "মা"
তোর জন্য আজ আমি কবরের ভেতর ভালো নেই.!!

(ঈদ মোবারক) দূরে থেকে আমরা কেবল দেখতে পাই, কিন্তু অনুভব করি আমরা আরও গভীরে। প্রবাসে আমাদের আবেগগুলো বেড়ে ওঠে, যেখানে প্র...
30/03/2025

(ঈদ মোবারক)
দূরে থেকে আমরা কেবল দেখতে পাই, কিন্তু অনুভব করি আমরা আরও গভীরে। প্রবাসে আমাদের আবেগগুলো বেড়ে ওঠে, যেখানে প্রিয়জনদের অভাবটাই বড় হয়ে দাঁড়ায়।

29/03/2025

আসছে ঈদ, লাগছে ভালো... তাইতো তোমায় বলতে হলো... ঈদ মানে আকাশ ভরা আলো, ঈদ মানে সবাই থাকবে ভালো
ঈদ মোবারক

আজ পবিত্র জুমাতুল বিদাআজ পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিন,জানিনা কার জীবনের রমজানের শেষ জুমা হয়ে যায়,হে আল্লাহ্ এই পবিত...
28/03/2025

আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিন,জানিনা কার জীবনের রমজানের শেষ জুমা হয়ে যায়,হে আল্লাহ্ এই পবিত্র জুম্মার দিনে আপনি আমাদের সকলের গুনাহ্ ক্ষমা করে দিন।

শবে-কদরের ফজিলতশবে কদরের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। এ রাতে সিদরাতুল মুনতাহায় অবস্থিত অগণিত ফেরেশতাসহ হজরত জিব...
27/03/2025

শবে-কদরের ফজিলত

শবে কদরের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। এ রাতে সিদরাতুল মুনতাহায় অবস্থিত অগণিত ফেরেশতাসহ হজরত জিবরাইল (আ.) দুনিয়ায় অবতীর্ণ হন এবং ফেরেশতারা দুনিয়ার সমস্ত অংশে ছড়িয়ে পড়েন। প্রত্যেক স্থানে স্থানে রুকু-সিজদা করেন। মুমিন নর-নারীর জন্য দোয়ায় মশগুল হন।

প্রবাসে আসার পর নিজকে অনেক শক্ত করে নিছি।দম বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট হলেও।ফ্যামেলির কথা চিন্তা করে।মুচকি একটা হাসি দিয়ে ...
26/03/2025

প্রবাসে আসার পর নিজকে অনেক শক্ত করে নিছি।
দম বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট হলেও।
ফ্যামেলির কথা চিন্তা করে।
মুচকি একটা হাসি দিয়ে বলি, এগুলো
কোন ব্যপার না। আলহামদুলিল্লাহ,

Address

Cumilla
COMILLA

Website

Alerts

Be the first to know and let us send you an email when HM Yasin12 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share