সাংবাদিক এনামুল হক টিপু

সাংবাদিক এনামুল হক টিপু সত্য প্রকাশ এ আমরা নির্ভিক । সঠিক সময়ে সঠিক খবর টি আপনাদের কাছে পৌছে দিতে আমরা অঙ্গিকারবদ্ধ।

"সাংবাদিক এনামুল হক টিপু" পেজ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমি আমার এই পেজ এর মাধ্যমে দেশ ও বিদেশ এর গুরুত্বপূর্ন সকল খবর উপস্থাপন করব ।
যে সকল খবর তুলে ধরব আপনার সামনে-
🔰- রাজনৈতিক খবর ,
🔰- খেলার খবর
🔰- সাংস্কৃতিক খবর ,
🔰- দেশ ও জনপদের খবর ,
🔰- কৃষি খবর ,
🔰- সত্যি ঘটনা ,
🔰- সকল প্রকার রাজনৈতিক অরাজনৈতিক খবর উপস্থাপন করব।

আপডেট সকল নিউজ সবার আগে পেতে "সাংবাদিক এনামুল হক টিপু" পেজ টি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ  আরিফুজ্জামান ভূইয়া খোকা আ-ট-ক। আজ দুপু...
24/05/2025

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আরিফুজ্জামান ভূইয়া খোকা আ-ট-ক।

আজ দুপুর ১ টায় নারান্দিয়া থেকে তাকে আ-ট-ক করেছে তিতাস থানা পু-লি-শ।।

06/05/2025

আজ দুপুর বেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।।

06/05/2025

ফ্যা'সিস্টের বানানো সাজানো গোছানো নজরকাড়া বাংলাদেশ! এমন ফ্যা'সিস্ট'ই আমরা চাই!!

06/05/2025

সুন্দর

05/05/2025

মাওলানা রইস উদ্দিন হত্যা মামলা থানায় মামলা না নেওয়ার কারণে। আহলে সুন্নাত ওয়াল জামাতের শান্তিপূর্ণ আন্দোলনে। পুলিশের টিয়ারসেল ও গু*লি নিক্ষেপ...

তিতাসে বৈষম্যবিরোধী মামলাসহ, একাধিক মামলার পলাতক আসামী সাবেক চেয়ারম্যান ফারুক মিয়া গ্রেপ্তার।তিতাস উপজেলার শাহাপুর গ্রাম...
05/05/2025

তিতাসে বৈষম্যবিরোধী মামলাসহ, একাধিক মামলার পলাতক আসামী সাবেক চেয়ারম্যান ফারুক মিয়া গ্রেপ্তার।

তিতাস উপজেলার শাহাপুর গ্রামের, মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া (৫৩) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। বৈষম্যবিরোধী মামলার ২৮ নম্বর এজাহারনামীয় আসামী এবং ৩টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এই পলাতক ফারুক কে তিতাস থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

রবিবার (০৪ মে) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে তিতাস থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেফতারকৃত মোঃ ফারুক মিয়ার পিতার নাম আনু মিয়া চেয়ারম্যান এবং বাড়ি শাহপুর (চেয়ারম্যান বাড়ি), তিতাস থানার অন্তর্গত।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আইনে একটি গুরুত্বপূর্ণ মামলা ছাড়াও তিনটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সর্বমোট ৯টি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যা তাকে দীর্ঘদিন ধরে পলাতক আসামী হিসেবে চিহ্নিত করে রেখেছিল।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদ উল্লাহ
বলেন, "আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ বেশি দিন পালিয়ে থাকতে পারে না। আমরা ধারাবাহিকভাবে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় তাকে আটক করা হলো।।

05/05/2025

পাপ বাপ কে ও ছারে না।।

04/05/2025

ব্রেকিং নিউজ হাসনাত আব্দুল্লাহর উপরে দুর্বৃত্তরা হামলা করেছে গাজীপুর চৌরাস্তার মোড়ে সবাই রাজুতে চলে যাও।

02/05/2025

আজ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ থেকে আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত্ব হুজুর সহ সুন্নী নেতৃবৃন্দ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন শহীদ রঈস উদ্দিনের মা/ম/লা না নিলে আগামীর কর্মসূচি ভাঙ্গচুর বিহীন কড়া হরতাল হবে।ইনশাআল্লাহ।।

Address

বাতাকান্দি, তিতাশ, কুমিল্লা
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when সাংবাদিক এনামুল হক টিপু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share