09/10/2025
চন্দনাইল পূর্ব-মধ্যপাড়া থেকে বড়িয়াচারা সংযোগ সড়কের পাকা করণ কাজের শুভ উদ্বোধন।
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের
চন্দনাইল পূর্ব-মধ্যপাড়া হইতে বড়িয়াচারা সংযোগ সড়ক পর্যন্ত পাকা করণের কাজ (কার্পেটিং) শুরু হয়েছে। গত বুধবার চন্দনাইল ব্রহ্মপাড়ায় এই সড়কের কাজের শুভ উদ্বোধন করেন চন্দনাইল পূর্ব-মধ্যপাড়ার সমাজসেবক মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার। এসময় অন্য অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ বাবুল মিয়া(বাবু), আব্দুল লতিফ মিয়া, জীবন কুমার ব্রহ্ম, ডাঃ এরশাদ মিয়া, মোঃ জহিরুল ইসলাম (জজু), কৃষ্ণ দত্ত, ভেনু ভদ্র, এ বি এম রাশেদ, মোঃ মজিবুর রহমান, মোঃ মেন্টু সরকার,বলরাম ভদ্র, মোঃ আলম মিয়া, মোঃ ওয়াসিম, মোঃ ছাদির মিয়া, মোঃ গোলাম মোস্তফা,মোঃ মারুফ মিয়া (সৌদি প্রবাসী),মোঃ শাহিন আলম(সৌদি প্রবাসী),শংকর ব্রহ্ম, প্রশান্ত ভদ্র,মোঃ হালিম মিয়া, মোঃ অরুন মিয়া সরকার, মোঃ ছোট আলম,মোঃ রাশেদুর রহমান (কুয়েত প্রবাসী), মোঃ ফটিক মিয়া সরকার, মোঃ জামিল হোসেন(জামবিল), মোঃ শরিফুল ইসলাম, মোঃ লিটন মিয়া, মোঃ হান্ডু মিয়া, মোঃ অলি মিয়া, মোঃ শানু মিয়া মো:রানু মিয়া (সৌদি প্রবাসী) মোঃ অহিদ মিয়া, মোঃ বাবুল মিয়া, মোঃ বাসার মিয়া, মোঃ চড়ু মিয়া,প্রমূখ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিনে দুই গ্ৰামের মধ্যে সংযোগ ৬৫০ মিটার রাস্তা কার্পেটিং কাজের বরাদ্দ প্রায় ৭৩ লক্ষ টাকা। কাজটি পরিচালিত হচ্ছে সিভিল কনস্ট্রাকশন ঠিকাদার মোঃ হাছানের তত্ত্বাবধানে।
চন্দনাইল পূর্ব-মধ্যপাড়া প্রবাসী ও যুব সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাসের সরকার জানান, দীর্ঘ বছর ধরে অবহেলিত এই সড়কের পাকাকরণের কাজ অনুমোদন জন্য সার্বিকভাবে সহযোগিতা করেন অতিরিক্ত কর কমিশনার (অব:প্রাপ্ত) দীপক কুমার ব্রহ্ম। তিনি ২০০৫ সালে চন্দনাইল পূর্ব-মধ্যপাড়ায় বিদ্যুতের লাইন স্থাপন, রাস্তা ঘাট এবং বিভিন্ন সামাজিক উন্নয়নে গ্ৰামের জন্য অনেক অবদান রাখেন। মহল্লাবাসীর পক্ষ থেকে তাকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এই সড়কটির কাজ সম্পন্ন হলে দুই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রসার হবে।