সাপ্তাহিক শ্রীকাইল সংবাদ

সাপ্তাহিক শ্রীকাইল সংবাদ নিরপেক্ষ ভাবে সবার কথা বলে সাপ্তাহিক ?

01/11/2025
শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে পুরুষ অভিভাবক সদস্য প্রার্থী ৯ জন, সংরক্ষিত মহি...
16/10/2025

শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে পুরুষ অভিভাবক সদস্য প্রার্থী ৯ জন, সংরক্ষিত মহিলা ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এম কে আই জাবেদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির আজ (১৬ অক্টোবর ) মনোনয়ন ফরম জমা দেওয়ার দিন ছিল। শেষ দিন ৫ জনসহ পুরুষ অভিভাবক সদস্য পদে মোট ৯ জন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পুরুষ অভিভাবক সদস্য পদে ৯ জনের মধ্যে ভূতাইল গ্ৰাম থেকে ৪ জন, শ্রীকাইল গ্ৰামের ২ জন, রোয়াচালা থেকে ১ জন, ইছাপুরা থেকে ১ জন, ঘোড়াশাল থেকে ১ জন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য প্রার্থী শ্রীকাইল গ্ৰামের ২ জন।

পুরুষ অভিভাবক ৪ পদের বিপরীতে ৯ জন প্রার্থীরা হলেন:

আমিরুল হক (শ্রীকাইল), আলী আকবর খান (শ্রীকাইল), মোঃ ইব্রাহিম ছাদির (রোয়াচালা, সারোয়ার আবুল (ভূতাইল), সোহেল রানা (ভূতাইল), জয়নাল আবেদীন (ভূতাইল), আবুল হোসেন (ভূতাইল), মোঃ বাবুল মিয়া (ইছাপুরা) এবং রজ্জব হোসেন রাজু (ঘোড়াশাল)।

মহিলা অভিভাবক সদস্য ১টি পদের জন্য শ্রীকাইল গ্ৰামের আকলিমা বেগম এবং সুমনা ইসলাম প্রার্থীতা জমা দিয়েছেন।

আগামী ১৯ অক্টোবর সকল মনোনয়নপত্রের যাচাই-বাছাই করবেন রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সফিকুল আলম তালুকদার। ২১/১০/২০২৫ ইং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৩/১১/২০২৫ ইং নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবছর বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ১৩৩০ জন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন সরকার জানিয়েছেন: ইতিমধ্যে দাতা প্রতিনিধি হিসেবে মোঃ আবু বকর ছিদ্দিক এবং পুরুষ শিক্ষক প্রতিনিধি (TR) সহকারী শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন ও মোঃ আবু সাইদ এবং মহিলা শিক্ষিকা প্রতিনিধি হিসেবে সহকারী শিক্ষক মোছেনা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।

শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে শ্রীকাইল গ্ৰাম থেকে মোঃ আমিরু...
15/10/2025

শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে শ্রীকাইল গ্ৰাম থেকে মোঃ আমিরুল হক এবং আলী আকবর খান প্রার্থী হয়েছেন। ভূতাইল গ্ৰামের সারোয়ার হোসেন (আবুল) মনোনয়নপত্র নিয়েছেন। এছাড়াও ২ জন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে আকলিমা বেগম ও সুমনা ইসলাম মনোনায় ফরম জমা দিয়েছেন।

১৬ অক্টোবর মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ তারিখ। শেষ দিন জানা যাবে প্রার্থীর সংখ্যা এবং ১৯ অক্টোবর যাচাই-বাছাই এবং ২১ অক্টোবর প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৩ নভেম্বর ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হবে।

মুরাদনগরে ৪০ জন গ্রাম পুলিশকে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার মুর...
13/10/2025

মুরাদনগরে ৪০ জন গ্রাম পুলিশকে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি আবাসিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।গতকাল, ১৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই কোর্সের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি চলবে আগামী ১১ নভেম্বর, ২০২৫ পর্যন্ত। গ্রামীণ জনপদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং স্থানীয় সরকারের কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই কোর্সে ২২টি ইউনিয়নের ৪০ জন নতুন নিয়োগপ্রাপ্ত গ্রাম পুলিশ অংশ নিচ্ছেন। তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে সক্ষমতা অর্জনের লক্ষ্যেই এই বিশেষ আয়োজন।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর গ্রন্থাগারিক মো: মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন এবং মুরাদনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খাঁন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকার, স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এনআইএলজি'র এই মাসব্যাপী প্রশিক্ষণ তাদের দায়িত্ববোধ, আইনি জ্ঞান এবং মাঠ পর্যায়ের কার্যক্রমে আরও বেশি দক্ষ করে তুলবে, যা গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৭৩ লক্ষ টাকা ব্যয়ে চন্দনাইল টু বাড়িয়াচারা সংযোগ সড়কের কাজ উদ্বোধন
10/10/2025

৭৩ লক্ষ টাকা ব্যয়ে চন্দনাইল টু বাড়িয়াচারা সংযোগ সড়কের কাজ উদ্বোধন

চন্দনাইল পূর্ব-মধ্যপাড়া থেকে বড়িয়াচারা সংযোগ সড়কের পাকা করণ কাজের শুভ উদ্বোধন।মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লা...
09/10/2025

চন্দনাইল পূর্ব-মধ্যপাড়া থেকে বড়িয়াচারা সংযোগ সড়কের পাকা করণ কাজের শুভ উদ্বোধন।

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের
চন্দনাইল পূর্ব-মধ্যপাড়া হইতে বড়িয়াচারা সংযোগ সড়ক পর্যন্ত পাকা করণের কাজ (কার্পেটিং) শুরু হয়েছে। গত বুধবার চন্দনাইল ব্রহ্মপাড়ায় এই সড়কের কাজের শুভ উদ্বোধন করেন চন্দনাইল পূর্ব-মধ্যপাড়ার সমাজসেবক মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার। এসময় অন্য অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ বাবুল মিয়া(বাবু), আব্দুল লতিফ মিয়া, জীবন কুমার ব্রহ্ম, ডাঃ এরশাদ মিয়া, মোঃ জহিরুল ইসলাম (জজু), কৃষ্ণ দত্ত, ভেনু ভদ্র, এ বি এম রাশেদ, মোঃ মজিবুর রহমান, মোঃ মেন্টু সরকার,বলরাম ভদ্র, মোঃ আলম মিয়া, মোঃ ওয়াসিম, মোঃ ছাদির মিয়া, মোঃ গোলাম মোস্তফা,মোঃ মারুফ মিয়া (সৌদি প্রবাসী),মোঃ শাহিন আলম(সৌদি প্রবাসী),শংকর ব্রহ্ম, প্রশান্ত ভদ্র,মোঃ হালিম মিয়া, মোঃ অরুন মিয়া সরকার, মোঃ ছোট আলম,মোঃ রাশেদুর রহমান (কুয়েত প্রবাসী), মোঃ ফটিক মিয়া সরকার, মোঃ জামিল হোসেন(জামবিল), মোঃ শরিফুল ইসলাম, মোঃ লিটন মিয়া, মোঃ হান্ডু মিয়া, মোঃ অলি মিয়া, মোঃ শানু মিয়া মো:রানু মিয়া (সৌদি প্রবাসী) মোঃ অহিদ মিয়া, মোঃ বাবুল মিয়া, মোঃ বাসার মিয়া, মোঃ চড়ু মিয়া,প্রমূখ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিনে দুই গ্ৰামের মধ্যে সংযোগ ৬৫০ মিটার রাস্তা কার্পেটিং কাজের বরাদ্দ প্রায় ৭৩ লক্ষ টাকা। কাজটি পরিচালিত হচ্ছে সিভিল কনস্ট্রাকশন ঠিকাদার মোঃ হাছানের তত্ত্বাবধানে।

চন্দনাইল পূর্ব-মধ্যপাড়া প্রবাসী ও যুব সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাসের সরকার জানান, দীর্ঘ বছর ধরে অবহেলিত এই সড়কের পাকাকরণের কাজ অনুমোদন জন্য সার্বিকভাবে সহযোগিতা করেন অতিরিক্ত কর কমিশনার (অব:প্রাপ্ত) দীপক কুমার ব্রহ্ম। তিনি ২০০৫ সালে চন্দনাইল পূর্ব-মধ্যপাড়ায় বিদ্যুতের লাইন স্থাপন, রাস্তা ঘাট এবং বিভিন্ন সামাজিক উন্নয়নে গ্ৰামের জন্য অনেক অবদান রাখেন। মহল্লাবাসীর পক্ষ থেকে তাকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এই সড়কটির কাজ সম্পন্ন হলে দুই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রসার হবে।

Address

Cumilla
3544

Telephone

+8801725103696

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাপ্তাহিক শ্রীকাইল সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাপ্তাহিক শ্রীকাইল সংবাদ:

Share