Knowledge House Education

Knowledge House Education Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Knowledge House Education, Video Creator, Cumilla.

23/11/2025

✅✅মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মত অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক GK.

✅✅ MODULE MODEL TEST প্রোগ্রামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে: যে সকল Student এতদিন ফাঁকিবাজি করেছে ; তারাও যদি এখন থেকে ঠিকভাবে প্রস্তুতি নেয়, তাহলে যে কোন একটি মেডিকেলে চান্স পাবে। পাশাপাশি যে সকল Student এর প্রস্তুতি ভালো মানের তারা DMC সহ মেধা তালিকায় স্থান পাবে । (ইনশাআল্লাহ)।

✅✅মেডিকেল Admission Test এর Questions প্যাটার্ন বাংলাদেশের অন্যান্য সকল Admission Test এর Questions প্যাটার্ন হতে ভিন্ন। অন্যান্য Admission Test এ একটি Subject এর সকল Questions একই Serial -এ থাকে। অথচ মেডিকেল এডমিশন Test-- এ ১টি প্রশ্নের পরবর্তী প্রশ্নটি সাধারণত অন্য Subject থেকে হয়ে থাকে। এই কারণে Subject Final কিংবা Paper Final Exam শিক্ষার্থীদের Skill তৈরিতে ততটা সহায়ক নয়; বরং সকল Subject এর সমন্বয়ে যে সকল Exam নেয়া হয় সেগুলো শিক্ষার্থীদের Skill তৈরিতে শতভাগ সহায়তা করে।

✅✅আলহামদুলিল্লাহ্। আল্লাহর অশেষ রহমতে গত বছরের মেডিকেল ভর্তির প্রায় ৯৪% এর অধিক প্রশ্ন আমাদের লেকচার, Question ব্যাংক, প্র্যাকটিস বুক, ডাইজেস্ট এবং Exam এর প্রশ্ন থেকে সরাসরি কমন পড়েছে। 🎯

✅✅মেডিকেল ভর্তিচ্ছুক যে সকল শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত সবচেয়ে স্মার্ট সিস্টেমে পড়াশোনা করতে চায়, তাদের জন্য মেডিকেল ভর্তির গেইম চেঞ্জিং প্রোগ্রাম MODULE MODEL TEST প্রোগ্রাম, Solve & Succeed প্রোগ্রাম এবং Medi English & GK প্রোগ্রামের নতুন ব্যাচে ভর্তি শুরু হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত সবচেয়ে সাইন্টিফিক ও স্মার্ট সিস্টেমে পড়াশোনা করতে পারলে, একজন শিক্ষার্থীর স্বাভাবিকভাবে যত নাম্বার পাওয়ার কথা তার চেয়ে ১৫ থেকে ২০ নম্বর বেশি পাবে ইনশাল্লাহ।

✅✅আমরা বেশ আগেই বলেছি, মেডিকেল ভর্তি প্রস্তুতিতে Dr. Nabil একাডেমির সুপার কমান্ডো মেডিকেল ব্যাচের সাথে কোন কিছুই তুলনীয় হতে পারেনা। সুপার কমান্ডো মেডিকেল ব্যাচে যেমন সবচেয়ে সাইন্টিফিক সিস্টেমে পড়ার কারণে,সবচেয়ে দ্রুততম সময়ে সবচেয়ে ভালোভাবে সিলেবাস শেষ হয়েছে,ঠিক তেমনি মডিউল মডেল টেস্ট প্রোগ্রাম, Solve & Succeed প্রোগ্রাম এবং Medi English & GK প্রোগ্রামে অসাধারণ কিছু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।

✅✅মেডিকেলে যারা চান্স নিশ্চিত করতে চায় তারা Dr. Nabil একাডেমির প্রোগ্রামগুলোর মাধ্যমে প্রস্তুতি নিলে একজন শিক্ষার্থীর স্বাভাবিকভাবে যত Marks পাওয়ার কথা তার চেয়ে ১৫ - ২০ Marks বেশি পাবে ইনশাল্লাহ।

✅✅ঘটনা, গল্প ও কোড দিয়ে English & GK এমন ভাবে পড়ানো হয় যেন Medi English & GK প্রোগ্রামের প্রত্যেক শিক্ষার্থী ২৫ এ ২৫ পাওয়ার দক্ষতা অর্জন করতে পারে, ইনশাআল্লাহ।

শরীয়তপুরের ডামুড্যায় অটোরিকশার পেছনের ইলেকট্রিক মোটরে ওড়না পেঁচিয়ে ৩২ বছর বয়সী পোশাক শ্রমিক নাসিমা বেগম নিহত হয়েছে...
18/11/2025

শরীয়তপুরের ডামুড্যায় অটোরিকশার পেছনের ইলেকট্রিক মোটরে ওড়না পেঁচিয়ে ৩২ বছর বয়সী পোশাক শ্রমিক নাসিমা বেগম নিহত হয়েছেন। তিনি ঢাকার উদ্দেশ্যে ছেলেকে নিয়ে যাত্রা করছিলেন। কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনায় তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার সময় নাসিমার ৯ বছরের ছেলে আয়ন অজ্ঞান হয়ে যায় এবং অন্য যাত্রীরা হতভম্ব হয়ে পড়ে। ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান মানিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Source: Prothom Alo

Address

Cumilla
৩৫০০

Website

Alerts

Be the first to know and let us send you an email when Knowledge House Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Knowledge House Education:

Share

Category