22/09/2025
🌿 রিজিকের বাস্তবতা 🌿
রিজিক হলো মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক মহান নেয়ামত। আল্লাহ তায়ালা কোরআনে ঘোষণা করেছেন—
“পৃথিবীতে যে কোনো প্রাণী আছে, তাদের রিজিক আল্লাহর দায়িত্বে।” (সূরা হুদ, ১১:৬)
আমরা প্রায়ই মনে করি, বেশি পরিশ্রম করলেই বেশি রিজিক হবে। কিন্তু বাস্তবে রিজিকের পরিমাণ আল্লাহ তায়ালা আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। তবে তিনি আমাদের চেষ্টা, পরিশ্রম আর দোয়ার মাধ্যমে সেই রিজিকে হালাল পথে অর্জন করার সুযোগ দেন। তাই মানুষ যতই দৌড়ঝাঁপ করুক না কেন, রিজিক কেবল আল্লাহর অনুমতি ছাড়া হাতে আসে না।
হালাল উপার্জন শুধু পেট ভরানোর মাধ্যম নয়, বরং তা মানুষের ঈমানেরও অংশ। হাদিসে এসেছে—
“হালাল রিজিক অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ।” (বায়হাকি)
🔹 তাই আমাদের উচিত—
হালাল উপায়ে রিজিক হাসিল করা।
ব্যবসা বা চাকরিতে কোনো প্রকার প্রতারণা বা সুদ থেকে বাঁচা।
যা কিছু আল্লাহ দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করা।
রিজিকের অভাবে হতাশ না হয়ে বরং দোয়া ও ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া।
রিজিক কখনো কেবল অর্থ নয়—এটা হতে পারে শান্তি, সুস্থতা, ভালোবাসা, পরিবার, ইলম কিংবা অন্য কোনো নেয়ামত। তাই প্রতিটি রিজিককে আল্লাহর দান হিসেবে গ্রহণ করে শুকরিয়া আদায় করাই একজন মুমিনের কাজ।
🌸 আল্লাহর উপর ভরসা রাখো, হালাল পথে চেষ্টা করো, আর সর্বদা শুকরিয়া আদায় করো—তাহলেই তোমার রিজিকে আসবে অগণিত বরকত। 🌸
Be Mine