Be Mine

Be Mine ..অন্তরের অন্তরালে অন্তহীন অস্থিরতা 🥹

চা বিলাস.....🤍Be Mine
27/10/2025

চা বিলাস.....🤍

Be Mine

26/10/2025

জীবনের মূল্য ৫ লক্ষ টাকা সাথে একটি চাকরি ফ্রি 😅

26/10/2025

মেট্রোরেলের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত। এটা স্বাভাবিক মৃত্যু?!
😓💔

26/10/2025

ফার্মগেটে এক মানুষ ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ উপর থেকে পড়ে আসা এক বিয়ারিং প্যাড তাঁর জীবন কেড়ে নিল। প্রায় ১৫০ কেজি ওজনের এই লোহার টুকরোটা মেট্রোরেলের ভায়াডাক্ট (যে উঁচু পথ দিয়ে ট্রেন চলে) আর পিলারের মাঝে বসানো থাকে যে জিনিসটা ভর বহন করে, নিরাপত্তা দেয়।

কিন্তু আজ সেই জিনিসই হয়ে গেল মৃ*ত্যুর কারণ। এটা প্রথম নয় গত বছরের সেপ্টেম্বরেও একই রকম একটি বিয়ারিং প্যাড খসে পড়েছিল। তখন সৌভাগ্যবশত কেউ মারা যায়নি, কিন্তু পুরো মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গিয়েছিল কয়েক ঘণ্টার জন্য।

সেই সময় বুয়েটের বিশেষজ্ঞ হাদিউজ্জামান স্পষ্ট করে বলেছিলেন এটা কোনো দুর্ঘটনা নয়, বরং ত্রুটিপূর্ণ নকশার ফলাফল।
এরও আগে, ২০২০ সালে দৈনিক বানিক বার্তা রিপোর্ট করেছিল যে বিয়ারিং প্যাডগুলো বিদেশ থেকে আমদানি করা হয়েছিল, বুয়েটের পরীক্ষায় তা অকৃতকার্য হয়েছিল।

তবুও সেই ব্যর্থ উপকরণ দিয়েই তৈরি করা হয় দেশের সবচেয়ে আলোচিত উন্নয়ন প্রকল্প ঢাকা মেট্রোরেল। যে প্রকল্পকে শেখ হাসিনার সরকার নিজের কৃতিত্বের প্রতীক বানাতে চেয়েছিল, সেটিই আজ পরিণত হচ্ছে মৃ*ত্যুর ফাঁদে।

বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনেকদিন ধরেই ঘুরছে।
আজ সেই দুর্নীতির ভারই হয়তো পড়ে গেছে এক নিরপরাধ পথচারীর ওপর যিনি শুধু ভুল সময়ে, ভুল জায়গায় ছিলেন।

তার মৃত্যু শুধু এক মানুষের মৃ*ত্যু নয় এটা এই ব্যবস্থার অবহেলা, দুর্নীতি আর দায়হীনতার নগ্ন প্রতিচ্ছবি।

"আজকের চেষ্টা, আগামীকালের সাফল্য।হার মানলে শেষ, চেষ্টা করলে শুরু!" 💪🔥Be Mine
26/10/2025

"আজকের চেষ্টা, আগামীকালের সাফল্য।
হার মানলে শেষ, চেষ্টা করলে শুরু!" 💪🔥

Be Mine

“অন্যরা তোমার প্রতি বিশ্বাস না রাখলেও সমস্যা নেই,তুমি নিজে নিজের প্রতি বিশ্বাস রাখো —কারণ পরিবর্তন শুরু হয় এক ‘আমি পারবো...
25/10/2025

“অন্যরা তোমার প্রতি বিশ্বাস না রাখলেও সমস্যা নেই,
তুমি নিজে নিজের প্রতি বিশ্বাস রাখো —
কারণ পরিবর্তন শুরু হয় এক ‘আমি পারবো’ ভাবনা থেকেই।” 🌠

Be Mine

আত্ম*হত্যা নিষি*দ্ধ করলো উত্তর কোরিয়া! প্রচেষ্টাকারীদের দেয়া হবে মৃ*ত্যুদন্ড!😜🤣
25/10/2025

আত্ম*হত্যা নিষি*দ্ধ করলো উত্তর কোরিয়া! প্রচেষ্টাকারীদের দেয়া হবে মৃ*ত্যুদন্ড!😜🤣

24/10/2025

তোমরা তোমাদের প্রভুকে কাকুতি মিনতি ও বিনয়ের সাথে ডাক। নিশ্চয়ই তিনি সীমা লংঘন কারীদেরকে পছন্দ করেন না।
🤍☘️

শাশুড়ির ১২ লাখ টাকার কিLAরে KHUন হন সালমান শাহ!দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে Hত্যা মামলা...
24/10/2025

শাশুড়ির ১২ লাখ টাকার কিLAরে KHUন হন সালমান শাহ!

দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে Hত্যা মামলায়। এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৭ সালের রেজভীর দেয়া একটি জবানবন্দি।

ওই জবানবন্দিতে রেজভী সালমান শাহর Hত্যার দায় স্বীকার করে বলেন,
আমরা সালমান শাহকে Hত্যা করেছি। Hত্যার ঘটনাকে Aত্মHত্যা বলে সাজানো হয়েছে। এ Hত্যাKAণ্ডে সামিরা ও তার পরিবারসহ অনেকে জড়িত। Hত্যাZজ্ঞে আমিও ছিলাম।

১৯৯৭ সালের ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজভী জানান, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার এক Hত্যার চুক্তি। যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এ Hত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ।

রেজভী বর্ণনা অনুযায়ী, ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত ৮টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজভী দেখা করেন। ওই দিন ছাত্তার ও সাজু নামে আরও ২ জন ছেলে আসে। এরপর ফারুক আসে। ২ লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য মোট ১২ লাখ টাকা দেবেন।

কিন্তু ২ লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও ৪ লাখ টাকা নিয়ে আসেন। রেজভী জানান, ফারুক বলেন কাজের আগে ৬ লাখ ও কাজের পরে ৬ লাখ। এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিVOLবার ইত্যাদি গুছিয়ে নেয়া হয়।

Hত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজভী বলেন, রাত আড়াইটায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। রিজভীর দাবি, সে রাতে ঘুমন্ত সালমান শাহর ওপর ঝাঁপিয়ে পড়েন Hত্যাKAরীরা। নারকীয় Hত্যাZজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয়া রুবি।

ঘুমন্ত সালমানকে ক্লোলোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি। এসময় সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে Hত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া হয় তার LAশ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর।

সূত্র: সময় টিভি

ভালো থাকবেন প্রিয় নায়ক। বাংলাদেশের সিনেপ্রেমী প্রতিটি মানুষ আপনাকে ভালোবেসেছে, ভালোবেসে যাবে।
©

পশু বললে পশু জাতকে অপমান করা হবে 🙂
22/10/2025

পশু বললে পশু জাতকে অপমান করা হবে 🙂

তুমি না ম-র-লে আমি মাহিরের হবো না..জোবায়েদ তখনো মা-রা যায়নি..বাঁচার জন্য দুই তালা থেকে উপরে ওঠে..তিন তালায় দাঁড়িয়ে ছিল ব...
21/10/2025

তুমি না ম-র-লে আমি মাহিরের হবো না..

জোবায়েদ তখনো মা-রা যায়নি..বাঁচার জন্য দুই তালা থেকে উপরে ওঠে..তিন তালায় দাঁড়িয়ে ছিল বর্ষা..তখন বর্ষাকে দেখে জোবায়েদ বলে..আমাকে বাঁচাও..কিন্তু বর্ষা বলে..তুমি না ম-র-লে আমি মাহিরের হবো না..বর্ষা তার মৃ-ত্যু কনফার্ম করে যায়..তখন জোবায়েদ বাঁচার জন্য দরজায় নক করেও পায় নি..

এটি একটি ত্রিভুজ প্রেম..বর্ষা মেয়েটি চালু..দুইদিকেই সম্পর্ক বজায় রাখে..মিন্নির ঘটনার প্রায় কাছাকাছি..বর্ষা মাহিরকে বলে..জোবায়েদকে না সরালে তোমার কাছে ফিরতে পারবো না..বর্ষার পরিকল্পনা অনুসারে জোবায়েরকে হ-ত্যা-র সিদ্ধান্ত নেয় মাহির ও তার বন্ধু আয়লানসহ তিনজন..ঘটনার দিন মাহির জোবায়েদকে বর্ষার থেকে সরে আসতে বলে..জোবায়েদ জানায়..আমি সরে আসবো কেন..তখন তাদের মাঝে তর্কাতর্কি হয়..এরপর এ হ-ত্যা-কা-ন্ড 🙂

- ডিএমপির ব্রিফিং
©

19/10/2025

হুট করেই যুদ্ধবিরতি ভে'ঙে গা*জা*য় বিমান হাম'লা করলো ইস*রা*য়েল... 💔🥺

Address

Cumilla

Telephone

+8801714384877

Website

Alerts

Be the first to know and let us send you an email when Be Mine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Be Mine:

Share