Be Mine

Be Mine ..অন্তরের অন্তরালে অন্তহীন অস্থিরতা 🥹

আব্বা কয়ডা? 🤣🤭🐸
30/09/2025

আব্বা কয়ডা? 🤣🤭🐸

😻😻
30/09/2025

😻😻

25/09/2025

এগুলারে দেশে আনার দরকার নাই, দুবাই এ লেবার ভিসায় কাজে লাগায় দেন! 🙏🥲

🔖 “মানুষ যতই চেষ্টা ও পরিকল্পনা করুক না কেন, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই বাস্তবায়িত হয় না। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তায়া...
23/09/2025

🔖 “মানুষ যতই চেষ্টা ও পরিকল্পনা করুক না কেন, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই বাস্তবায়িত হয় না। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বারবার আমাদের শিখিয়েছেন যে, তিনি-ই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আমাদের জীবনের প্রতিটি ওঠা-নামা, আনন্দ-বেদনা, লাভ-ক্ষতি সবকিছুর পেছনে আছে আল্লাহর হিকমত। তাই আমাদের কর্তব্য হলো নিজের সাধ্যের মধ্যে চেষ্টা করা এবং চূড়ান্ত ফলাফলের জন্য আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা।

💭 অনেক সময় আমরা বুঝতে পারি না কেন কিছু ঘটছে, কিংবা কেন আমাদের ইচ্ছে পূরণ হচ্ছে না। কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ যা করেন তা-ই আমাদের জন্য সর্বোত্তম। দুনিয়ার ক্ষণস্থায়ী কষ্ট বা দেরির আড়ালেই লুকিয়ে থাকে কল্যাণ ও রহমত।

🤲 তাই দোয়া, ধৈর্য আর তাওয়াক্কুলের মাধ্যমে আমরা যেন আল্লাহর উপর নির্ভর করতে শিখি। তাঁর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ, আর আমরা তাঁর বান্দা হয়ে শুধু তাঁর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকি।

আল শি*ফা হাসপাতালে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন বেশ কিছু আন্তর্জাতিক চিকিৎসক। প্রতিদিনই অকল্পনীয় জ*খম নিয়ে অসংখ্য মৃত*হ ...
22/09/2025

আল শি*ফা হাসপাতালে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন বেশ কিছু আন্তর্জাতিক চিকিৎসক। প্রতিদিনই অকল্পনীয় জ*খম নিয়ে অসংখ্য মৃত*হ আসে সেখানে।

নামেমাত্র হাসপাতাল। নেই চিকিৎসার সরঞ্জাম, অপারেশন থিয়েটার এমনকি নেই বেডও। সব বিনষ্ট করা হয়েছে। বোঝার উপায় নেই এটিই একসময় ফিলি*নের সবচেয়ে বড় ও আধুনিক হাসপাতাল ছিল!

আহতদের পরিজনেরাই দেহ বয়ে নিয়ে আসেন। স্বেচ্ছাসেবী চিকিৎসকদের ঘুমের ম্যাট্রেসের ওপরেই কোনোরকমে দেওয়া হয় চিকিৎসা।

নারকীয় এই পরিবেশে চিকিৎসা দিতে গিয়ে রোমহষর্ক সব অভিজ্ঞতার সম্মুখীন হন তাঁরা। মাঝেমধ্যে তাঁদেরকেও আটক করে অকল্পনীয় নির্যাতন করা হয়। তবু তারা ফিরে যান না। তাঁরাও মানুষ।

©বিজ্ঞানপ্রিয়।

🌿 রিজিকের বাস্তবতা 🌿রিজিক হলো মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক মহান নেয়ামত। আল্লাহ তায়ালা কোরআনে ঘোষণা করেছেন...
22/09/2025

🌿 রিজিকের বাস্তবতা 🌿

রিজিক হলো মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক মহান নেয়ামত। আল্লাহ তায়ালা কোরআনে ঘোষণা করেছেন—
“পৃথিবীতে যে কোনো প্রাণী আছে, তাদের রিজিক আল্লাহর দায়িত্বে।” (সূরা হুদ, ১১:৬)

আমরা প্রায়ই মনে করি, বেশি পরিশ্রম করলেই বেশি রিজিক হবে। কিন্তু বাস্তবে রিজিকের পরিমাণ আল্লাহ তায়ালা আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। তবে তিনি আমাদের চেষ্টা, পরিশ্রম আর দোয়ার মাধ্যমে সেই রিজিকে হালাল পথে অর্জন করার সুযোগ দেন। তাই মানুষ যতই দৌড়ঝাঁপ করুক না কেন, রিজিক কেবল আল্লাহর অনুমতি ছাড়া হাতে আসে না।

হালাল উপার্জন শুধু পেট ভরানোর মাধ্যম নয়, বরং তা মানুষের ঈমানেরও অংশ। হাদিসে এসেছে—
“হালাল রিজিক অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ।” (বায়হাকি)

🔹 তাই আমাদের উচিত—

হালাল উপায়ে রিজিক হাসিল করা।

ব্যবসা বা চাকরিতে কোনো প্রকার প্রতারণা বা সুদ থেকে বাঁচা।

যা কিছু আল্লাহ দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করা।

রিজিকের অভাবে হতাশ না হয়ে বরং দোয়া ও ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া।

রিজিক কখনো কেবল অর্থ নয়—এটা হতে পারে শান্তি, সুস্থতা, ভালোবাসা, পরিবার, ইলম কিংবা অন্য কোনো নেয়ামত। তাই প্রতিটি রিজিককে আল্লাহর দান হিসেবে গ্রহণ করে শুকরিয়া আদায় করাই একজন মুমিনের কাজ।

🌸 আল্লাহর উপর ভরসা রাখো, হালাল পথে চেষ্টা করো, আর সর্বদা শুকরিয়া আদায় করো—তাহলেই তোমার রিজিকে আসবে অগণিত বরকত। 🌸

Be Mine

আল্লাহ বলেন:“আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন-সম্পদের ক্ষতি, জীবন ও ফল-ফসলের ক্ষতি দ্বারা; আর তুম...
21/09/2025

আল্লাহ বলেন:
“আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন-সম্পদের ক্ষতি, জীবন ও ফল-ফসলের ক্ষতি দ্বারা; আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।” (সূরা বাকারা ২:১৫৫)

আমাদের প্রিয় নবী মুহাম্মদ (ﷺ) শিখিয়েছেন—
👉 দুনিয়ার কষ্ট-দুঃখ সাময়িক
👉 প্রকৃত সাফল্য হলো আখিরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন
👉 ধৈর্য, কৃতজ্ঞতা ও ইমানের উপর অটল থাকা

তাই দুনিয়ার প্রতিটি পরীক্ষায় আমাদের মনে রাখা উচিত—
🕌 কোনো বিপদ-আপদই স্থায়ী নয়
🕌 আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন
🕌 প্রতিটি কষ্টের পরেই আছে সহজি

✨ জীবনের প্রতিটি পরীক্ষাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সোপান হিসেবে গ্রহণ করি।
✨ দুনিয়ার দুঃখ যেন আখিরাতের শান্তি হারানোর কারণ না হয়।
Be Mine

আল্লাহ তাআলা কুরআনে আমাদেরকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন—📖 “হে মানুষ! তোমরা পৃথিবীর যা হালাল ও পবিত্র তা থেকে আহার করো, ...
20/09/2025

আল্লাহ তাআলা কুরআনে আমাদেরকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন—

📖 “হে মানুষ! তোমরা পৃথিবীর যা হালাল ও পবিত্র তা থেকে আহার করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।”
(সূরা আল-বাকারা: ১৬৮)

এই আয়াত থেকে বোঝা যায়, হালাল রিজিক শুধু খাওয়া-দাওয়ার ব্যাপার নয়; বরং পুরো জীবনের জন্য একটি নৈতিক দিকনির্দেশনা।

🌿 হালাল রিজিক মানে এমন আয়, যেখানে প্রতারণা নেই, সুদ নেই, haram লেনদেন নেই, মানুষের হক নষ্ট করা নেই। সামান্য হলেও হালাল হলে তাতে আল্লাহর বরকত থাকে, কিন্তু হারাম হলে প্রচুর সম্পদও অশান্তি আর গুনাহের কারণ হয়।

রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
🤲 “একজন মানুষের দোয়া কবুল হয় না, যদি তার আহার-জীবিকা হারাম থেকে হয়।”
(মুসলিম শরীফ)

💡 তাই জীবনে সুখ, শান্তি, সন্তানের মধ্যে নেকী এবং দোয়া কবুলের আশা করতে হলে আমাদের সবার প্রথম কর্তব্য হলো— হালাল রিজিকের সন্ধান করা।

Address

Cumilla

Telephone

+8801714384877

Website

Alerts

Be the first to know and let us send you an email when Be Mine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Be Mine:

Share