লিয়াকত আলী অফিসিয়াল

লিয়াকত আলী অফিসিয়াল টাকা ছাড়া দুনিয়ায় দাম
কিন্তু মহান আল্লাহর কাছে
আপনি আমি অনেক দামী
আল্লাহ মহান আল্লাহ মহান

24/07/2025

ধারাবাহিক ভাবে কিছু কথা বা সংলাপ নিয়ে আসছি
#দেশ_সমাজ_এবং_রাজনীতি
এই তিন বিষয়ে থাকবে

30/12/2023

রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাঁও ওয়া ফিল্ আখিরাতি হাসানাতাঁও ওয়াকিনা আযাবান্নার।

অর্থঃ-
হে আমাদের পালনকর্তা! আমাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের হাত থেকে রক্ষা করুন।

(সূরা বাকারা - ২০১)❤️

এক রাজার এক মন্ত্রী ছিলো যে সবকিছুর ক্ষেত্রে বলতো "আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন"।একবার রাজার হাত কেটে গেলো এবং মন্ত্র...
29/12/2023

এক রাজার এক মন্ত্রী ছিলো যে সবকিছুর ক্ষেত্রে বলতো "আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন"।
একবার রাজার হাত কেটে গেলো এবং মন্ত্রী ঐ একই কথা বললো "আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।"

মন্ত্রীর এই কথা শুনে রাজা এতোটাই রাগান্বিত হলো যে তাকে বন্দি করে কারাগারে পাঠালো। রাজা বলতে লাগলো আমার হাত কাটল তুমি আমাকে শান্তনা না দিয়ে বলতেছো হাতটা নাকি কেটেছে ভালো হয়েছে তাই তোমাকে কারাবন্দী করলাম
মন্ত্রীরে কারাগারে পাঠানোর পরে মন্ত্রী আবার সেই একই কথা "আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।"

রাজা এবং মন্ত্রী সবসময় একসাথে জংগলে শিকারে বের হতো।কিন্তু এবার রাজা একা গেলেন কারণ মন্ত্রী তখন কারাগারে।শিকার করার সময় হঠাৎ জংলি লোকেরা এসে রাজাকে ধরে নিয়ে গেলো এবং তাকে তাদের দেবতার জন্য বলি দিতে মনস্থির করলো।এক পর্যায়ে তারা দেখলো রাজার হাত কাটা এবং
তাদের নিয়ম অনুযায়ী কারো হাত পা কাটা থাকলে ওই ব্যক্তিকে দিয়ে বলি হবে না নিখুঁত ব্যক্তি প্রয়োজন এবং এই ধরনের ব্যক্তিকে তারা বলির অযোগ্য মনে করে।ফলে তারা রাজাকে ছেড়ে দিলো।

রাজা তখন বুঝতে পারলো যে তার হাত কাটাই তার জন্য কল্যাণকর ছিলো। রাজা তখন তাড়াহুড়া করে প্রাসাদে আসলো এসে মন্ত্রীকে কারাগার থেকে মুক্ত করে মন্ত্রীকে জড়িয়ে ধরল এবং বলল তুমি যে আমাকে বলেছ আমার হাতটা কেটেছে আল্লাহ ভালোর জন্যই করেছে তার ফলাফল আমি আজকে পেয়েছি আজকে এই হাত কাটার কারণে আমার জীবন রক্ষা পেয়েছি
না হলে আজ আমাকে তারা তাদের দেবতার জন্য হত্যা করতো, রাজা তখন মন্ত্রীকে ছেড়ে দিলো এবং জিজ্ঞেস করলো, "আমার হাত কাটা নাহয় ভালোর জন্য ছিলো কিন্তু তোমার কারাবন্দী হওয়া কিভাবে ভালো ছিলো"?
তোমাকে কারাবন্দি করার পরে তুমি যে বললা
আল্লাহ যা করে ভালোর জন্য করে

তখন মন্ত্রী বললো, সবসময় তো শিকারে আপনি আর আমি বের হই অথচ এবার আপনি একা ছিলেন।
যদি আমিও আপনার সাথে থাকতাম তাহলে আপনার জায়গায় আমি বলি হয়ে যেতাম কারণ আমার হাত কাটা ছিলো না। আমি তো আর পালিয়ে আসতে পারতাম না ওরা আমাকেও সহকারে ধরে নিয়ে যেতো যখন দেখত আপনার হাত কাটা আর আমার হাত ভালো, তখন তারা তাদের দেবতার জন্য আমাকে হত্যা করতো

অতএব কারাগারে থাকাই আমার জন্য কল্যাণের ছিলো। সুতরাং আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।

আমরা বুঝি, বা না বুঝি প্রতিটা ঘটে যাওয়া ঘটনাই আমাদের জন্য কল্যাণকর যদিও আপাত দৃষ্টিতে তা আমাদের জন্য ক্ষতি মনে হয়।

গল্পের সত্যতা আল্লাহ ভালো জানেন তবে শিক্ষনীয়

Address

Brahman Para
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when লিয়াকত আলী অফিসিয়াল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to লিয়াকত আলী অফিসিয়াল:

Share

Category