Clips 2.0

Clips 2.0 সকলকে সু-স্বাগতম...।। 🙏

আগুন 🔥
09/06/2025

আগুন 🔥

18/08/2023

🔥

কে কি রকম ভাবে লেখাটি কে নিবেন ঠিক জানিনা । আসি মূল কথায় । টলিউড ইন্ডাস্ট্রিতে বর্তমানে কমার্শিয়াল ছবি হয় না বললেই চলে ।...
15/08/2023

কে কি রকম ভাবে লেখাটি কে নিবেন ঠিক জানিনা ।

আসি মূল কথায় ।

টলিউড ইন্ডাস্ট্রিতে বর্তমানে কমার্শিয়াল ছবি হয় না বললেই চলে । আর আগের সেই কমার্শিয়াল মুভির কলা-কৌশলিদের আমরা যেনো কতো যত্ন করেই হারিয়ে ফেলেছি তাই নাহ...?

আসুন তো একটু ফিরে যাই সেই ২০১০ সালের কয়েক বছর আগে আর কয়েকবছর পরের অর্থাৎ ধরুন না, ওই মাঝের প্রায় ১০ বছরের ছবিগুলোতে ।

একটু মনে করে দেখুন তো,

প্রোযোজনাঃ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দর ফিল্মস, এসকে মুভিজ ও অন্যান্য ।

প্রযোজকঃ শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সনী, নিসপাল সিং, অশোক ধানুকা ও অন্যান্য ।

পরিচালকদের লিস্টঃ রবি কিনাগি, রাজ চক্রবর্তী, রাজা চন্দ, রাজিব কুমার, সুজিত মন্ডল, সুজিত গুহ ও অন্যান্য ।

মিউজিকঃ জিত গাঙ্গুলি, স্যাভি, রিষি, সমিধ মূখার্জি, ইন্দ্রদীপ দাশগুপ্ত, আকাশ সেন, অরিন্দম, ডাব্বু, শ্রী-প্রীতম ও অন্যান্য ।

লিরিকঃ প্রিয় চট্টপাধ্যায়, গৌতম সুস্মিত, প্রসেন ও অন্যান্য ।

কোরিওগ্রাফিঃ বাবা যাদব, সংকরাইয়া ও অন্যান্য ।

ফাইটঃ যুডো রামু ও অন্যান্য ।

চিত্রনাট্যঃ এন কে সলিল ও অন্যান্য ।

সম্পাদনাঃ রবিরন্জন মৈত্র ও অন্যান্য ।

সিনেমাটোগ্রাফিঃ সৌমিক হালদার ও অন্যান্য ।

(আরও বেশ কয়েকজনের নাম ও কয়েকটি সেক্টর সব নাম বলা সম্ভব হচ্ছে না)

উপরের যে কয়টা সেক্টরে যাদের নাম গুলো লিখলাম, মোটামুটি প্রতিটা নামই খুব পরিচিত মনে হচ্ছে তাই না...??

আগে যখন নতুন কোনো ছবি আসতো, আর সঙ্গীত বাংলাতে তখন প্রমোশানে এই নামগুলো আমরা কতোই না দেখতাম । আর এই নামগুলো থাকা মানেই আমরা ধরেই নিতাম ছবি হিট ।

অনেকেই হয়তো বলবেন, যতোগুলো পরিচালদের নাম বললাম সবাই তো রিমেক বানানো পরিচালক, কিন্তু আপনি বর্তমান সময়ে মানুন আর নাই মানুন বা স্বীকার নাই করুন, রিমেক হোক আর যাই হোক, তারা যে কাজগুলো করে গিয়েছেন, এইগুলোই আমাদের শৈশব এর আনন্দের অনেকটা বড় অংশ ছিলো । একবার ভাবুন তো লাস্ট কবে নতুন কোন বাংলা সিনেমার গান পূজো বা কোনো প্রোগ্রামে চলেছে, একদম চলে নি বললেই চলে, যদিও চলে তাও সেই সময়কার গানগুলোই ।

উপরের নামগুলোর অনেকেই এখনও কাজ করেন, কিন্তু সবাইকে ওই যে একটা টিম ছিলো, একসাথে একই টিমে এখন আর তাদের পাওয়াই যায় না, গোটা ইন্ডাস্ট্রিতে কিন্তু ওদের অভাব আছেই । ওনারা আবার ফিরে আসুক, আবার বেজে উঠুক নতুন নতুন বাংলা ছবির গান পূজোর প্যান্ডেলে প্যান্ডেলে বা বিভিন্ন অনুষ্ঠানে । ফিরে আসুক বাংলা সিনেমার আবার সেই সোনালী দিনগুলো ।

ভালো লাগলে শেয়ার করবেন, ধন্যবাদ সকলকে 🙏🙏 ।

SVF Surinder Films SANGEET BANGLA SVF Music Raj Chakraborty Raja Chanda Eskay Movies Dev Troll DEV Haters JEET Jeet Gannguli JEET Jeetz Creation Dev Entertainment Ventures Akassh Sen Tollywood Online

04/08/2023

"এক জীবন" এই গানটা গোটা একটা জেনারেশন এর ইমোশান । ২০১১ সালে বাংলাদেশের হয়তো এমন কোনো ইয়াং জেনারেশন ছেলে-মেয়ে খুঁজে পাওয়া যাবে না, যাদের ফোনে এই গানটা ছিলো না ।

হাতে থাকা সেই ছোট একটা বাটন ফোন হোক বা 2g/3g কোনো টাচ ফোন হোক এই গানটা তখনকার শতকরা ৯৯% ছেলে-মেয়েদের ফোনে ছিলোই । ❤️

ক্রেডিটঃ
সিঙ্গারঃ শহীদ এবং শুভমিতা
মিউজিকঃ আরিফিন রুমি
মডেলঃ অন্তু করিম এবং শাঈনা আমিন
মিউজিক লেবেলঃ লেজার ভার্সন

12/07/2023

❤️❤️




Jeet Gannguli Surinder Films

Send a message to learn more

04/07/2023

গানগুলো মানে অন্যরকম ভালোবাসা...। ❤️❤️

Jeet Gannguli JEET Koel Mallick Shaan Shreya Ghoshal (singer)

ভিডিও ক্রেডিটঃ SVF

01/07/2023

❤️❤️



Shakib Khan Akassh Sen Konal Balam

Send a message to learn more

27/06/2023

Happy birthday Rukmini Maitra ❤️🎂

Dev Dev Entertainment Ventures

24/06/2023

❤️❤️

17/06/2023

যতই নতুন গান আসুক না কোনো, সঙ্গীত বাংলার এই গানগুলো একটু আলাদাই ভালো লাগে 😌❤️ ।

Video Credit: SVF Music
Music Director: Jeet Gannguli
Singers : Shaan Shreya Ghoshal (singer)

17/06/2023

গানটায় আলাদাই একটা ভালোলাগা কাজ করে...। অনেক পছন্দের একটি গান...। সুরকার Jeet Gannguli দাদার সুর ও কন্ঠে আরও একটি অনবদ্য সৃষ্টি, Ankush Hazra দাদার লিপ ম্যাচটাও খুব ভালো ছিলো...।। ❤️❤️

ভিডিও ক্রেডিটঃ SVF

16/06/2023

শুভ জন্মদিন মিঠুন দা । 🙏🙏🙏🙏

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Clips 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Clips 2.0:

Share