15/08/2023
কে কি রকম ভাবে লেখাটি কে নিবেন ঠিক জানিনা ।
আসি মূল কথায় ।
টলিউড ইন্ডাস্ট্রিতে বর্তমানে কমার্শিয়াল ছবি হয় না বললেই চলে । আর আগের সেই কমার্শিয়াল মুভির কলা-কৌশলিদের আমরা যেনো কতো যত্ন করেই হারিয়ে ফেলেছি তাই নাহ...?
আসুন তো একটু ফিরে যাই সেই ২০১০ সালের কয়েক বছর আগে আর কয়েকবছর পরের অর্থাৎ ধরুন না, ওই মাঝের প্রায় ১০ বছরের ছবিগুলোতে ।
একটু মনে করে দেখুন তো,
প্রোযোজনাঃ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সুরিন্দর ফিল্মস, এসকে মুভিজ ও অন্যান্য ।
প্রযোজকঃ শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সনী, নিসপাল সিং, অশোক ধানুকা ও অন্যান্য ।
পরিচালকদের লিস্টঃ রবি কিনাগি, রাজ চক্রবর্তী, রাজা চন্দ, রাজিব কুমার, সুজিত মন্ডল, সুজিত গুহ ও অন্যান্য ।
মিউজিকঃ জিত গাঙ্গুলি, স্যাভি, রিষি, সমিধ মূখার্জি, ইন্দ্রদীপ দাশগুপ্ত, আকাশ সেন, অরিন্দম, ডাব্বু, শ্রী-প্রীতম ও অন্যান্য ।
লিরিকঃ প্রিয় চট্টপাধ্যায়, গৌতম সুস্মিত, প্রসেন ও অন্যান্য ।
কোরিওগ্রাফিঃ বাবা যাদব, সংকরাইয়া ও অন্যান্য ।
ফাইটঃ যুডো রামু ও অন্যান্য ।
চিত্রনাট্যঃ এন কে সলিল ও অন্যান্য ।
সম্পাদনাঃ রবিরন্জন মৈত্র ও অন্যান্য ।
সিনেমাটোগ্রাফিঃ সৌমিক হালদার ও অন্যান্য ।
(আরও বেশ কয়েকজনের নাম ও কয়েকটি সেক্টর সব নাম বলা সম্ভব হচ্ছে না)
উপরের যে কয়টা সেক্টরে যাদের নাম গুলো লিখলাম, মোটামুটি প্রতিটা নামই খুব পরিচিত মনে হচ্ছে তাই না...??
আগে যখন নতুন কোনো ছবি আসতো, আর সঙ্গীত বাংলাতে তখন প্রমোশানে এই নামগুলো আমরা কতোই না দেখতাম । আর এই নামগুলো থাকা মানেই আমরা ধরেই নিতাম ছবি হিট ।
অনেকেই হয়তো বলবেন, যতোগুলো পরিচালদের নাম বললাম সবাই তো রিমেক বানানো পরিচালক, কিন্তু আপনি বর্তমান সময়ে মানুন আর নাই মানুন বা স্বীকার নাই করুন, রিমেক হোক আর যাই হোক, তারা যে কাজগুলো করে গিয়েছেন, এইগুলোই আমাদের শৈশব এর আনন্দের অনেকটা বড় অংশ ছিলো । একবার ভাবুন তো লাস্ট কবে নতুন কোন বাংলা সিনেমার গান পূজো বা কোনো প্রোগ্রামে চলেছে, একদম চলে নি বললেই চলে, যদিও চলে তাও সেই সময়কার গানগুলোই ।
উপরের নামগুলোর অনেকেই এখনও কাজ করেন, কিন্তু সবাইকে ওই যে একটা টিম ছিলো, একসাথে একই টিমে এখন আর তাদের পাওয়াই যায় না, গোটা ইন্ডাস্ট্রিতে কিন্তু ওদের অভাব আছেই । ওনারা আবার ফিরে আসুক, আবার বেজে উঠুক নতুন নতুন বাংলা ছবির গান পূজোর প্যান্ডেলে প্যান্ডেলে বা বিভিন্ন অনুষ্ঠানে । ফিরে আসুক বাংলা সিনেমার আবার সেই সোনালী দিনগুলো ।
ভালো লাগলে শেয়ার করবেন, ধন্যবাদ সকলকে 🙏🙏 ।
SVF Surinder Films SANGEET BANGLA SVF Music Raj Chakraborty Raja Chanda Eskay Movies Dev Troll DEV Haters JEET Jeet Gannguli JEET Jeetz Creation Dev Entertainment Ventures Akassh Sen Tollywood Online