Titas.news24/7

Titas.news24/7 সত্যের সন্ধানে

19/09/2024

গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন ছাত্রী। তিতাস উপজেলার সাগরফেনা গ্রামের সন্তান। আজকে প্রায় ১৫ দিন হয়ে গেছে এখনো ওর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ওর ফ্যামিলির সাথে কথা বললে ওরা বলল তাদের মনে হচ্ছে কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে মেরে ফেলেছে এটা খুবই আশ্চর্যজনক ঘটনা।

12/09/2024

গজারিয়া থানার পাখির মোড়ে ২জন ও ইলেটগণ্জ্ঞ ১জন সড়ক দুর্ঘটনায় নিহত।
২জনের বাড়ি চাঁদপুর, ১জনের বাড়ি চান্দিনা

10/09/2024

নিজের অপকর্মের ভিডিও ডিলিট করার জন্য ঘুষ দিতে এসে ঝাড়ু পিটা খেলেন, মাদ্রাসার প্রিন্সিপাল।

07/09/2024

কুমিল্লার দাউদকান্দি উপজেলার,
গৌরীপুর, ওলান পাড়া গ্রামের মহিউদ্দিন নামের এক যুবক কে কুপিয়ে হ ত্যা । সিসিটিভি ফুটেজ দেখা যায় মহিউদ্দিন কে হ ত্যার পর তার হাত কেটে নিয়ে যায়।

07/09/2024

তিতাস উপজেলা বাতাকান্দি বাজারের পাশে প্রতিষ্ঠিত সেবা মাল্টিমিডিয়া কেজি স্কুলের এক শিক্ষককের আঘাতে অন্ধ হওয়ার পথে এক শিক্ষার্থী।

কুমিল্লার হোমনায় ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, খুনি গ্রেফতার কুমিল্লার হোমনায় মা, শিশুসহ তিনজনের চাঞ্চল্যকর হত্যা মামলা...
07/09/2024

কুমিল্লার হোমনায় ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, খুনি গ্রেফতার


কুমিল্লার হোমনায় মা, শিশুসহ তিনজনের চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামী আক্তার হোসেন প্রকাশ সুমনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে হোমনা থানা পুলিশ।
গ্রেফতার প্রকাশ হোমনা উপজেলার শ্রীমদ্ধি চরেরগাও গ্রামের হক মিয়ার ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, আক্তার হোসেন প্রকাশ সুমনের সাথে দীর্ঘদিন ধরেই আত্মীয়তার সূত্রে প্রায়ই আশা যাওয়া ছিল নিহতের বাড়িতে। নিহত মাহমুদার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল তার। এ সুবাধে প্রায়ই মাহমুদা বেগমের স্বামী বাড়ীতে না থাকলে সে অবাধে আসা যাওয়া করতো। এতে উভয়ের মধ্যে আর্থিক লেনদেনও হয়। সম্প্রতি মাহমুদা অন্য পুরুষের সাথে ফোনে কথা বলা এবং টাকার-পয়সা লেনদেন নিয়ে তর্কের সৃষ্টি হয় সুমনের সাথে।
এরই জেরেই গত ৪ সেপ্টেম্বর রাতে আখের রস ও সিঙ্গারা নিয়ে মাহমুদার ঘরে যায় সুমন। মধ্যরাত পর্যন্ত তারা স্বাভাবিক খাবার খেয়ে আড্ডা দেয়। সুযোগ বুঝে সুমন আখের রসের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে প্রথমে সবাইকে অচেতন করে। পরে গলায় ওড়না পেঁচিয়ে একে একে তিনজনকেই শ্বাসরোধে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হতে পরে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে থেঁতলানো হয় তাদের মাথা ও মুখ। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে নিশ্চিত করেছে একটি সূত্র।

29/04/2024

সন্তানের জন্য সম্পদ না রেখে সন্তানকে সম্পদ বানিয়ে নিন!

এই তিব্র গরমে( ৪৩°) শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখাটা কতো টা যুক্তিসংগত??
29/04/2024

এই তিব্র গরমে( ৪৩°) শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখাটা কতো টা যুক্তিসংগত??

শিক্ষা প্রতিষ্ঠান খোলার ২য় দিন ক্লাস চলাকালীন সময় তীব্র গরমে মুরাদনগর  থানার "আলীরচর তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়" এ ৮জন শি...
29/04/2024

শিক্ষা প্রতিষ্ঠান খোলার ২য় দিন ক্লাস চলাকালীন সময় তীব্র গরমে মুরাদনগর থানার "আলীরচর তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়" এ ৮জন শিক্ষার্থীরা অজ্ঞান হয়ে পড়ছে। প্রথমদিনও একজন অসুস্থ হয়ে পড়েছিল। বর্তমানে চিকিৎসার জন্য দুইজনকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

 #১৯বছরের_দ্বন্ধের_নিষ্পত্তি দঃ বলরামপুর গ্রামের সরকার বাড়ি - ভূঁইয়া বাড়ির মসজিদের জায়গা নিয়ে দীর্ঘ ১৯ বছরের দ্বন্দ্বের ...
19/04/2024

#১৯বছরের_দ্বন্ধের_নিষ্পত্তি
দঃ বলরামপুর গ্রামের সরকার বাড়ি - ভূঁইয়া বাড়ির মসজিদের জায়গা নিয়ে দীর্ঘ ১৯ বছরের দ্বন্দ্বের নিষ্পত্তি করে দেয়ায় শাহিনুল ইসলাম সোহেল সিকদার ও সালিশদারদের ধন্যবাদ।

শাহিনুল ইসলাম সোহেল সিকদার এর নেতৃত্বে, সবুজ শিকদারের মধ্যস্থতায়, মুন্সি মজিবুর রহমান ও মহাসিন ভূঁইয়ার উপস্থিতিতে ১৩ সদস্য বিশিষ্ট জুড়ি বোর্ডের সর্বসম্মতিক্রমে দীর্ঘ ১৯ বৎসর পুরনো রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে। জুরিবোর্ড এর সদস্যবৃন্দ হলেন
১-মুন্সি মুজিবুর রহমান।
২-মোঃ মহাসিন ভূঁইয়া।
৩-শাহিনুল ইসলাম সোহেল সিকদার।
৪-মুস্তফা কামাল মোল্লা।
৫-শের-এ-আলম
৬- আবুল হোসেন।
৭-হাবিবুর রহমান।
৮-মনোয়ার হোসেন মাস্টার।
৯-আল আমিন ভূঁইয়া।
১০-লেয়াকত মেম্বার।
১১-সবুজ সিকদার।
১২-মুকবুল মেম্বার।
১৩-কবির হোসেন কুতুব।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,,বলরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন নিজাম,আওয়ামী লীগ নেতা জনাব দেওয়ান জাহাঙ্গীর সহ বলরামপুর গ্রামের শতাদিক জনতা।
দীর্ঘদিনের পুরানো এই রক্তক্ষযয়ী সংঘর্ষের সমাধান হওয়াতে উভয় পক্ষের মধ্যে স্বস্তি ও গ্রামবাসীর মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ করা যায়।
এবং সেই সাথে বলরামপুর গ্রামবাসী শাহিনুল ইসলাম সোহেল সিকদার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

07/04/2024

তিতাসে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর হামলা: আহত ২
তিতাস নিউজ, কুমিল্লা।।
কুমিল্লার তিতাসে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ এপ্রিল) বাদ ইফতার বলরামপুর গ্রামে সরকার বাড়ির সুবিদ আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৫০) কে হত্যার উদ্দেশ্যে হামলা করে।
হামলায় জাকির হোসেন গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছে। জাকির হোসেন এর শোর চিৎকারে সোহাগ মিয়ার স্ত্রী রেশমি আক্তার (২৫) ছুটাতে গেলে তাকেও আঘাত করে। বর্তমানে রেশমিও হাসপাতালে ভর্তি রয়েছে।
এবিষয়ে আহত রেশমির স্বামী সোহাগ মিয়া ও জাকির হোসেন এর বড় ভাই সওদাগর বলেন,
জাকির হোসেন বাতাকান্দি মেয়ের বাসা থেকে বাড়ি ফিরছিলো। বলরামপুর মসজিদের রাস্তার সামনে আসলে শেখ সাহেব এর স্ত্রী এবং জাহাঙ্গীর ভূইয়ার মেয়ে পলি সিএনজি থেকে নামায়। পরে শেখ সাহেব এর ছেলে ইয়ার হোসেন, বাবু, জাহাঙ্গীর ভূইয়ার ছেলে মেহেদি, রবিউলের ছেলে ফারুক, আনোয়ার আলীর ছেলে বিল্লাল, শেখ কামালের ছেলে সাইম, মতিউর রহমানের ছেলে আলাল, মুজাম্মল, রফিক মিয়ার ছেলে রুবেল মিলে জাকিরকে এসএস পাইপ এবং চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। গিয়াসউদ্দিনের ছেলে জাহাঙ্গীর ভূইয়া অর্ডার দেয় তাকে যেন একেবারে মেরে ফেলা হয়।
এবিষয়ে জাহাঙ্গীর ভূইয়া বলেন, ভাই আমি দীর্ঘদিন অসুস্থ। আমি ঘর থেকেই বের হতে পারছি না। মারামারি হয়েছে রাস্তায় আর আমি হচ্ছি ঘরে। কিভাবে অর্ডার দিলাম? বুঝে আসে না।

এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কোন মামলা হয়নি। তবে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য বিগত ১৫ বছর যাবত ভূইয়া ও সরকার বংশের মধ্যে ৮ শতক জায়গা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। হামলা পাল্টা হামলা, মামলা পাল্টা মামলা উভয় গোত্রের মধ্যে চলছেই। সকলের আশংকা যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। তবে এলাকায় চাউর আছে যে, তৃতীয় একটি পক্ষ বিষয়টিতে ইন্ধন দিচ্ছে।

17/02/2024

পীর শাহবাজ (রঃ) ওরস ও মেলা বন্ধ/ তারিখ পরিবর্তন না কারার দাবী এলাকার জনসাধারণ ও ব্যাবসায়ীদের।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Titas.news24/7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share