ভালোবাসার গল্প

ভালোবাসার গল্প sarvis

16/04/2025

ঢাকার মিরপুর ১০ নম্বরে কল চত্বরে রাস্তা অবরোধ করে BNP'র বহিস্কৃত নেতাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান।

16/04/2025

আগামীকাল থেকে সারা বাংলাদেশে অসহযোগের ডাক দিয়েছে - পলিটেকনিক ছাত্রবৃন্দ ✊🇧🇩

16/04/2025

ব্রেকিং নিউজ
চট্টগ্রাম ও খেলা শুরু
ছাত্র লীগ মাঠে আছে ....…👎

09/03/2025

আগে দেখতাম কিছু হলেই হুজুররা আগে আন্দোলনে নামতো, দেশের এমন পরিস্থিতিতে ওরা এখন চুপ কেন?

26/02/2025

একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য কিছু বিষয় মেনে চলতে হয়...

#বিশ্বাস - আপনার ভালোবাসার মানুষটির বিশ্বাস অর্জন করুন। দেখবেন সব ভালো ভাবে চলবে। কখনোই যেন সন্দেহ সৃষ্টি না হয় দুজনার মাঝে। একটা সম্পর্কে যদি সন্দেহ চলেই আসে তবে নিজে নত হোন। বুঝিয়ে বলুন। দেখবেন মানুষটা আপনাকে বুঝবে।

#ত্যাগ - আপনার সম্পর্ক মধুর করে গড়ে তোলার জন্য অনেক ত্যাগ করতে হবে। হয়ত ভাববেন সে তো করছে না, কিন্তু মনে রাখবেন আপনাকে দেখেই সে ত্যাগ করা শিখবে।

#সময় - ভালোবাসার মানুষটিকে সময় দিতে শিখুন। তার সাথে নিজের কথা বলুন। তাকে বুঝতে পারলেই আপনি সফল। আর এই সফলতা আনার জন্য সময় দিতেই হবে।

#বুঝা - অনেক সময় নানা সমস্যার জন্য আপনার ভালোবাসার মানুষটা মন খারাপ করে থাকবে। কিন্তু সে আপনাকে কিছু না বলতে পারে। এক্ষেত্রে আপনার তাকে বুঝতে হবে। তার মনকে আপনার মন দিয়ে পড়ুন। দেখবেন তার মনের সব কথা আপনার সামনে চলে আসবে।

#পবিত্রতা - আমি এই যুগের ছেলে, কিন্তু তবু বলবো, এখন প্রেম মানেই মানুষ শারীরিক সম্পর্কের কথা ভাবে। ভুলেও এসব করবেন না। প্রথমত আপনার ধর্ম তা আপনাকে করতে না করেছে। আর দ্বিতীয়ত আপনার এই লালসার জন্য একটা সুন্দর সম্পর্কের ইতি ঘটিয়ে ফেলতে পারেন নিজের অজান্তেই।

#উপহার - হ্যা, আপনি ভাবতে পারেন অনেক দামী কিছু কিনে দিলেই হলো। তাই যদি ভাবেন তাহলে বলবো আপনি ভুল। কাচা ফুলের চাইতে কিন্তু নকল ফুলের দাম বেশি। তাও মানুষ কাচা ফুল ভালোবাসে। তাই সে কি দিলে খুশি হবে সেটা ভাবুন।

#যত্ন - ভুলেও আপনার ভালোবাসাকে এতটুকুও অবহেলা করবেন না। যত্ন করতে শিখুন। মনে রাখবেন প্রিয় মানু্ষের অবহেলার চেয়ে কষ্টের আর কিছু নাই।

#ভালোকথা - তাকে ভালো কথা বলুন। যাতে করে সে বুঝতে পারে আপনি একজন ভালো মানুষ। তাকে ধর্ম নিয়ে কথা বলুন। তার পড়াশোনা নিয়ে কথা বলুন। ভালো থাকবে সম্পর্ক।

মূলত আপনার সম্পর্ক কেমন যাবে সেটা আপনার উপরে নির্ভর করে। সে আগে এটা সেটা করবে এমনটা ভাববেন না। নিজেকে আগে তুলে ধরুন দেখবেন সেও আপনার মত হয়ে যাবে।

পৃথিবীর প্রতিটা সম্পর্ক হোক মধুর। এক হয়ে যাক সকল ভালোবাসা 💏💝

26/02/2025

রাজনৈতিক মামলায় এলাকার যাদের ধরিয়ে দিচ্ছেন তাদের তো আর ফাঁ সি হবে না। এক মাস/দুই মাস/তিন মাস পর ঠিকই জামিনে বের হবে। ভবিষ্যতে সে বড় নেতাও হতে পারে। সে আপনার প্রতিবেশী হয়েই থাকবে। তবে টাইম বো'মার মতো বি'স্ফোরিত হওয়ার ক্ষণগণনা করবে।

ওসি সাহেব কদিন পর ট্রান্সফার হয়ে চলে যাবে। কিন্তু যাকে ওসি সাহেবের কোটা পূর্ণ করতে ধরিয়ে দিচ্ছেন সে কিন্তু থাকবে, আপনার পাশেই থাকবে। মনে রাখবেন প্রতিবেশীকে শত্রু বানিয়ে ভালো থাকা যায় না। সে কিন্তু আপনার জানাযাতেও থাকবে। তাই ভবিষ্যতে নিজে ভালো থাকতে চাইলে প্রতিবেশীকে ভালো রাখুন।
#প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক!
#রাজনীতি হোক সততা আর আর্দেশিক প্রসঙ্গে!

মায়ের আঁচলের ঘ্রাণ পৃথিবীর শ্রেষ্ট পারফিউম 🥰🥰Monkey Mart Bangladesh সাইবার ২৪- We hack to protect Bangladesh
08/01/2025

মায়ের আঁচলের ঘ্রাণ পৃথিবীর শ্রেষ্ট পারফিউম 🥰🥰
Monkey Mart Bangladesh সাইবার ২৪- We hack to protect Bangladesh

20/11/2024

Follow me
সেলিনা হায়াত আইভি

05/11/2024
04/11/2024

আগেই ভালো ছিলাম

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালোবাসার গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share