পিপলস নিউজ

পিপলস নিউজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পিপলস নিউজ, Media/News Company, Cumilla.

ই'য়াবা ও নগদ টাকাসহ পাঁচ মা'দক কারবারি গ্রে'ফতারব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯৫০ পিস ই'য়াবা ট্...
12/10/2025

ই'য়াবা ও নগদ টাকাসহ পাঁচ মা'দক কারবারি গ্রে'ফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯৫০ পিস ই'য়াবা ট্যাবলেট, মা'দক বিক্রির নগদ ৮০ হাজার ৯০০ টাকা ও একটি সাদা রঙের প্রাইভেটকারসহ পাঁচ মা'দক কারবারিকে গ্রে'ফতার করেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক-এর নির্দেশে এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিনের নেতৃত্বে শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, আখাউড়া পৌরসভার খড়মপুর এলাকার কোড্ডা রেলক্রসিং সংলগ্ন খাদেম ফিসারিজ পুকুরের সামনে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া বাইপাস সড়কে নিয়মিত চেকপোস্ট চলাকালে একটি প্রাইভেটকারে থাকা পাঁচজনকে স'ন্দেহ হলে তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়ি থেকে ৯৫০ পিস ই'য়াবা ট্যাবলেট ও মা'দক বিক্রির নগদ ৮০ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

গ্রে'ফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ সদর থানার যশোদল মনিপুরীঘাট গ্রামের জীবন বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস (৩২), ভৈরব বাসস্ট্যান্ড এলাকার ইন্দ্র কুমার দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৩২), নগুয়া ১ম মোড় বিজয়নগর থানার সিংগারবিল গ্রামের উথারিয়াপাড়ার মৃত নান্নু মিয়ার ছেলে শাহ পরান (৩৯),
এলাকার মো. শাহাদাত হোসাইন দুলাল ভূঁইয়ার ছেলে মাহমুদুল হোসাইন পিয়ার (২৯),মুন্সিগঞ্জ সদর থানার মুন্সিঞ্জ গ্রামের মৃত ওমর আলীর ছেলে বিল্লাল হোসেন (৫৮)।ওসি মো. ছমিউদ্দিন বলেন, আটক আ'সামিদের বিরুদ্ধে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মা'মলা রুজুর প্রক্রিয়া চলছে। আখাউড়াকে মা'দকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

11/10/2025
01/10/2025

মেঘনা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া।

কুমিল্লার হোমনায়  “মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ” শীর্ষক যুব সমাবেশ...
22/09/2025

কুমিল্লার হোমনায় “মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ” শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ মাগরিব উপজেলার বাবরকান্দি বাজারে এ সমাবেশে অনুষ্ঠিত হয় ।

হোমনা উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা মো. ছাইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তর শাখার এসিস্টেন্ট সেক্রেটারি মোঃ নাজিম উদ্দিন মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলার এসিস্টেন্ট সেক্রেটারি মো. আনোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও তিতাস উপজেলা আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার এবং মেঘনা উপজেলা আমির লোকমান হোসেন ভূইয়া প্রমুখ ।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত কুমিল্লা নামে “কুমিল্লা বিভাগ” বাস্তবায়নের দাবিতে সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থি...
22/09/2025

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত কুমিল্লা নামে “কুমিল্লা বিভাগ” বাস্তবায়নের দাবিতে সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা বীরমুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন স‍্যার, অত্র সভায় সভাপতিত্ব করেন হিসেবে জনাব এ বি এম শাহজাহান সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা ড. খন্দকার মারুফ হোসেন ভাই। অত্র সভা সঞ্চালনা করেন জনাব লায়ন মোহাম্মদ শেখ ফরিদ উদ্দিন ভাই।
ইনশাআল্লাহ, জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের বলিষ্ঠ নেতৃত্বেই কুমিল্লা নামে আমাদের প্রাণের বিভাগ প্রতিষ্ঠিত করবো।

কুমিল্লার হোমনায় চারটি মাজার ও বসতঘরে আ'গুনসহ ভা'ঙচুরের ঘটনায় মা'মলা হওয়ার ৭২ ঘণ্টার পর দুইজনকে গ্রে'ফতার করেছে পুলিশ।আজ...
21/09/2025

কুমিল্লার হোমনায় চারটি মাজার ও বসতঘরে আ'গুনসহ ভা'ঙচুরের ঘটনায় মা'মলা হওয়ার ৭২ ঘণ্টার পর দুইজনকে গ্রে'ফতার করেছে পুলিশ।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে আছাদপুর এলাকা থেকে মো. ইব্রাহিম ও মো. শহীদুল্লাহ নামের দুজনকে আ'টক করা হয়। তবে পুলিশের ভাষ্য, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রে'ফতারের চেষ্টা চলছে। আজ গ্রে'ফতারকৃত দুই ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রে'ফতারকৃত ইব্রাহিম মোহাম্মদ আনু মিয়ার ছেলে এবং আব্দুল আউয়ালের ছেলে মোহাম্মদ শহীদুল্লাহ। তাদের বি'রুদ্ধে রি'মান্ডের আবেদন করার কথা জানিয়েছেন মা'মলার তদন্তকারী কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আ'পত্তিকর পোস্টকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টার মধ্যে উপজেলার আছাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে এ হা'মলা হয়। এতে চারটি মাজার ভা'ঙচুর ও বসতঘরসহ অ'গ্নিসংযোগের শিকার হয়। ঘটনার দিন রাতে হোমনা থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ২২শ’ জনের বি'রুদ্ধে মা'মলা করেন।

হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম রবিবার বিকেলে জানান, আমরা দুজন ব্যক্তিকে আ'টক করেছি, পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যে ৪টি মাজারে হা'মলা চালানো হয়েছে, মাজারগুলো হলো আসাদপুর গ্রামের কফিল উদ্দিন শাহের মাজার, আবদু শাহের মাজার, কালাই (কানু) শাহের মাজার ও হাওয়ালি শাহের মাজার। এদিকে খোদেদাউদপুর লেংটা শাহ মাজারে হা'মলা করে স্থানীয় তৌহিদ জনতা জানা যায়।

স্থানীয়রা জানান, কফিল উদ্দিন শাহের ছেলে আলেক শাহের নাতি মহসিনের বিরুদ্ধে গত বুধবার সকালে ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আ'পত্তিকর পোস্ট করার অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রে'প্তার করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরপর উ'ত্তেজনা ছড়ায়। প্রথমে মহসিনের বাড়িতে হা'মলা চালিয়ে কফিল উদ্দিন শাহের মাজার ভা'ঙচুর করা হয়। পরে দ্বিতীয় দফায় একটি টিনশেড ও দুটি টিনের বসতঘর ভে'ঙে অ'গ্নিসংযোগ করা হয়। পরে পর্যায়ক্রমে অন্য আরও ৪টি মাজারেও হা'মলা চালানো হয়।

কুমিল্লার হোমনায় মহানবী (স.)নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার----হোমনা মহানবী (স.) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তির অভিযো...
17/09/2025

কুমিল্লার হোমনায় মহানবী (স.)নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার
----
হোমনা মহানবী (স.) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তির অভিযোগে মহসিন নামের এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার আছাদপুর গ্রামের আলেকশাহর ছেলে।

কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনে এমপি প্রার্থী হতে চান যারা-(এক ডজন প্রার্থীর ছড়াছড়ি) ১.ড. খন্দকার মোশাররফ হোসেন (বিএনপি) ...
15/09/2025

কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনে এমপি প্রার্থী হতে চান যারা-
(এক ডজন প্রার্থীর ছড়াছড়ি)

১.ড. খন্দকার মোশাররফ হোসেন (বিএনপি)
২.অধ্যক্ষ সেলিম ভূঁইয়া (বিএনপি)
৩.এপিএস ইঞ্জিনিয়ার মতিন খান (বিএনপি)
৪.অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা (বিএনপি)
৫.আখতারুজ্জামান সরকার (বিএনপি)
৬.ড. খন্দকার মারুফ হোসেন (বিএনপি)
৭. মোঃ মনোয়ার হোসেন (বিএনপি)
৮.মো. আমির হোসেন ভূঁইয়া (জাতীয় পাটি)
৯.মো.আবু বকর সিদ্দিক লিঠু (স্বতন্ত্র)
১০. মাওলানা মো. সাঈদুল হক (জামায়াতে ইসলামী)

১১. মো. সাঈদ আহমদ (এনসিপি)
১২. সোহেল রানা সম্পদ (আমজনতা পাটি)
১০.মাওলানা তাইজুল ইসলাম ( ইসলামী আন্দোলন)

নির্বাচন কমিশন কর্তৃক  কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসন পূনর্বহাল করায় হোমনা- তিতাসের সর্বস্তরের জনগণ   আনন্দ র‍্যালি...
13/09/2025

নির্বাচন কমিশন কর্তৃক কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসন পূনর্বহাল করায় হোমনা- তিতাসের সর্বস্তরের জনগণ আনন্দ র‍্যালির আয়োজন করা হয়েছে। আজ শনিবার সাবেক মন্ত্রী এমকে আনোয়ার বাসভবনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক জহরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস ও (অব:) সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান।

বক্তব্য রাখেন তিতাস উপজেলার বিএনপির নেতা জহিরুল ইসলাম যদু মোল্লা, ফারুক চেয়ারম্যান,হোমনা উপজেলা বিএনপির নেতা হারুন অর রশিদ, দুলাল মিয়া,জহিরুল ইসলাম চেয়ারম্যান, মোক্তার হোসেন , যুবদল নেতা মাইনুদ্দিন সরকার ও ছাত্রদল নেতা নাইম সরকার প্রমুখ। এ সময় হোমনা- তিতাস উপজেলার বিএনপির বর্তমান ও সাবেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মরহুম এমকে আনোয়ার ও তার সহধর্মিণীর কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

তিতাসের মাদকসম্রাট দক্ষিণ আকালিয়ার রানা সিকদার ইয়াবাসহ আটকঅদ্য ১০/০৯/২৫ ইং তারিখ রাত ০৯.০০ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত...
10/09/2025

তিতাসের মাদকসম্রাট দক্ষিণ আকালিয়ার রানা সিকদার ইয়াবাসহ আটক
অদ্য ১০/০৯/২৫ ইং তারিখ রাত ০৯.০০ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দক্ষিন আকালিয়ার এমদাদুল হক শিকদারের শিকদারের ছেলে সালাউদ্দিন সিকদার। রানা শিকদার তার নিজ বসত ঘরে বাতাকান্দির আব্দুস সাত্তারের ছেলে শরীফ(৩৫) এর নিকট ইয়াবা বিক্রয় করার সময় দুজনকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটকৃত আসামি রানা শিকদার ও শরীফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কুমিল্লার হোমনায়  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন  করা হয়েছে।  আজ বুধবার বিকেলে উপজেলা বিএন...
03/09/2025

কুমিল্লার হোমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাদের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। এতে বিএনপির অঙ্গ সংগঠন এবং পদবঞ্চিত নেতৃবৃন্দের অংশগ্রহণে উপজেলা সদরে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জহিরুল হক জহরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, অ্যাড. মো. হারুনুর রশিদ, মো. মজিবুর রহমান প্রমুখ।

Address

Cumilla

Telephone

01689747252

Website

Alerts

Be the first to know and let us send you an email when পিপলস নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পিপলস নিউজ:

Share