
12/10/2025
ই'য়াবা ও নগদ টাকাসহ পাঁচ মা'দক কারবারি গ্রে'ফতার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯৫০ পিস ই'য়াবা ট্যাবলেট, মা'দক বিক্রির নগদ ৮০ হাজার ৯০০ টাকা ও একটি সাদা রঙের প্রাইভেটকারসহ পাঁচ মা'দক কারবারিকে গ্রে'ফতার করেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক-এর নির্দেশে এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিনের নেতৃত্বে শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, আখাউড়া পৌরসভার খড়মপুর এলাকার কোড্ডা রেলক্রসিং সংলগ্ন খাদেম ফিসারিজ পুকুরের সামনে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া বাইপাস সড়কে নিয়মিত চেকপোস্ট চলাকালে একটি প্রাইভেটকারে থাকা পাঁচজনকে স'ন্দেহ হলে তল্লাশি চালানো হয়।
এ সময় গাড়ি থেকে ৯৫০ পিস ই'য়াবা ট্যাবলেট ও মা'দক বিক্রির নগদ ৮০ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
গ্রে'ফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ সদর থানার যশোদল মনিপুরীঘাট গ্রামের জীবন বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস (৩২), ভৈরব বাসস্ট্যান্ড এলাকার ইন্দ্র কুমার দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৩২), নগুয়া ১ম মোড় বিজয়নগর থানার সিংগারবিল গ্রামের উথারিয়াপাড়ার মৃত নান্নু মিয়ার ছেলে শাহ পরান (৩৯),
এলাকার মো. শাহাদাত হোসাইন দুলাল ভূঁইয়ার ছেলে মাহমুদুল হোসাইন পিয়ার (২৯),মুন্সিগঞ্জ সদর থানার মুন্সিঞ্জ গ্রামের মৃত ওমর আলীর ছেলে বিল্লাল হোসেন (৫৮)।ওসি মো. ছমিউদ্দিন বলেন, আটক আ'সামিদের বিরুদ্ধে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মা'মলা রুজুর প্রক্রিয়া চলছে। আখাউড়াকে মা'দকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।