মুঃ নাজমুল হক

মুঃ নাজমুল হক রক্তের কেজি কত টাকা।
জানা নাই
শুধু জানি - ফ্যাসিষ্টদের রক্ত দেশের জিডিপির সমান।
আর আমাদের রক্ত -
বুড়িগংগার পানির সমান। একজন সাধারণ মানুষ।

জার্নালিজম এট ইটস পিক। যার হাতে বন্দুক সে আড়ালে। আর যার হাতে মাইক্রোফোন সে ফ্রন্টলাইনে। আর ক্যামেরাপারসন তো শহীদ হওয়ার জ...
10/05/2025

জার্নালিজম এট ইটস পিক। যার হাতে বন্দুক সে আড়ালে। আর যার হাতে মাইক্রোফোন সে ফ্রন্টলাইনে। আর ক্যামেরাপারসন তো শহীদ হওয়ার জন্য পিঠ পেতে দিয়েছে।

রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ

ঈদের পরেই কঠোর আন্দোলন
29/03/2025

ঈদের পরেই কঠোর আন্দোলন

28/03/2025

পাঞ্জাবী কিনতে গেছিলাম
প্রাইস ট্যাগে দেখি-
বাসা ভাড়া লেখা।

11/10/2024

রেলওয়য়েতে চাকরির ইন্টারভিউ হচ্ছে

একটি চটপটে ছেলেকে সবার পছন্দ হল।
চেয়ারম্যান একটু বাজিয়ে নিতে চাইলেন।

চেয়ারম্যানঃ ধর, একটা দ্রুতগামী ট্রেন আসছে। হঠাৎ দেখলে লাইন ভাঙা। ট্রেনটা থামানো দরকার। কী করবে তুমি?

চাকরি প্রার্থী : লাল নিশান ওড়াব।

চেয়ারম্যান: যদি রাত হয়?

চাকরি প্রার্থী: লাল আলো দেখাব।

চেয়ারম্যানঃ লাল আলো যদি না থাকে?

চাকরি প্রার্থী : তা হলে আমার বোনকে ডাকবো

চেয়ারম্যানঃ বোনকে! তোমার বোন এসে কী করবে?

চাকরি প্রার্থী : কিছু করবে না। ওর অনেক দিনের শখ একটা ট্রেন-অ্যা*ক্সি*ডে*ন্ট দেখার।

বন্যার সময় রান্না করতে অনেক ঝামেলা তাই আগেই রান্না করে রাখছে 😂😂😂😂 ওদের আপনারা শুধু শুধুই ভুল বুঝেন
27/08/2024

বন্যার সময় রান্না করতে অনেক ঝামেলা তাই আগেই রান্না করে রাখছে 😂😂😂😂 ওদের আপনারা শুধু শুধুই ভুল বুঝেন

ছাত্র–জনতার আন্দোলনের সময় কমপক্ষে ৮১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। এদের মধ...
20/08/2024

ছাত্র–জনতার আন্দোলনের সময় কমপক্ষে ৮১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। এদের মধ্যে ৬৩০ জনের নাম জানা গেলেও ১৮৯ জনের নাম জানতে পারেনি তারা। সংস্থাটির মানবাধিকার পর্যবেক্ষণবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি।

এইচআরএসএস জানায়, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ ও যুবক। তাদের সংখ্যা ২৪০ জন। আর শিশু নিহত হয়েছে ৮৩ জন। এ ছাড়া সারাদেশে আহত হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। এ সময় স্বাধীন তদন্ত কমিশন গঠনসহ বিচার প্রক্রিয়া সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করার আহবান জানায় এইচআরএসএস। সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যম, হাসপাতাল, প্রত্যক্ষ্যদর্শী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য নিয়ে তারা প্রতিবেদনটি তৈরি করেছে।

10/06/2024
ভোরবেলা স্ত্রীকে জাগিয়ে স্বামী জিজ্ঞেস করলঃ স্বামীঃ হ্যাঁগো, তুমি কি আমার সাথে যোগ ব্যায়াম করবে?😊 স্ত্রীঃ ও, তুমি আমাকে...
14/05/2024

ভোরবেলা স্ত্রীকে জাগিয়ে স্বামী জিজ্ঞেস করলঃ

স্বামীঃ হ্যাঁগো, তুমি কি আমার সাথে যোগ ব্যায়াম করবে?😊
স্ত্রীঃ ও, তুমি আমাকে খুব মোটা ভাবো তাইনা?😠

স্বামীঃ না..না, ব্যায়াম তো শরীরের জন্য ভালো...😊
স্ত্রীঃ ও তাহলে আমার শরীর বুঝি খারাপ...😒

স্বামীঃ না...না! আচ্ছা তুমি যখন উঠতে চাওনা তবে থাক...😊
স্ত্রীঃ ও, এবার তুমি বলছো আমি কুঁড়ে?😠

স্বামীঃ ওহো...তুমি আমায় বুঝতে পারছো না!😖
স্ত্রীঃ ও, আমি তো অবুঝ?😒

স্বামীঃ আমি তা বলিনি!🐸
স্ত্রীঃ তাহলে কি আমি মিথ্যুক?😠

স্বামীঃ সাজ সকালে ঝগড়া কোরো না প্লীজ...🙁
স্ত্রীঃ হ্যাঁ, আমি তো ঝগড়ুটে। সকাল থেকেই ঝগড়া করি...😒

স্বামীঃ ঠিক আছে, তাহলে আমিই যাবনা যোগ ব্যায়াম করতে...😐
স্ত্রীঃ দেখছো, ইচ্ছে তোমার নেই, আমার ওপর দোষ চাপাচ্ছো...😒

স্বামীঃ ঠিক আছে বাবা ঘুমাও তুমি, আমি একাই চললাম...😑
স্ত্রীঃ তুমি তো সব সময় একা একাই ঘুরো আর ফুর্তি কর...😒

স্বামীঃ উফফ, থাক এবার। আমার শরীর খারাপ লাগছে...😖
স্ত্রীঃ দেখেছো, কি স্বার্থপর তুমি।খালি নিজের চিন্তা করো,
আমার শরীর স্বাস্থ্যের কথা কখনো ভাবো? 😒

স্বামী বেচারা আজ তিনদিন বসে বসে ভাবছে ;কোথায় কি ভুল বললাম?
এভাবে বসে আছে দেখে স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করেঃ
স্ত্রীঃ তিনদিন ধরে দেখছি ঝিম মেরে আছ।
কাকে নিয়ে চিন্তা কর?কার রঙ ধরছে মনে?

এই হল বিবাহিত পুরুষদের শাঁখের করাতের দশা।

13/05/2024
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা"তাকাব্বালল্লাহু মিন্না ওয়া মিনকুম"
10/04/2024

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
"তাকাব্বালল্লাহু মিন্না ওয়া মিনকুম"

27/03/2024

পৃথিবীর অন্যান্য দেশে রমজানের
১ম ১০ দিন রহমতের।
২য় ১০ দিন মাগফিরাতের।
৩য় ১০ দিন নাজাতের।

আর বাংলাদেশে রমজানের
১ম ১০ দিন খাদ্যপন্য ব্যবসায়ীদের
২য় ১০ দিন খাদ্যপন্য ও পোশাক ব্যবসায়ীদের
৩য় ১০ দিন খাদ্যপন্য, পোশাক ও পরিবহন মালিকদের।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when মুঃ নাজমুল হক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুঃ নাজমুল হক:

Share