Mahmudul Hasan

Mahmudul Hasan ভালোবাসা সুন্দর�

ফেনীতে আবারও বন্যা😭😭
08/07/2025

ফেনীতে আবারও বন্যা😭😭

23/06/2025
22/06/2025

"দুপুরের রোদ যতই গরম হোক, নিজের ইচ্ছা আর চেষ্টা যদি জ্বলতে থাকে, তবে কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না। আজও নিজের লক্ষ্যের পথে এক কদম এগিয়ে যান!"

21/06/2025

জীবনে উন্নতির মূলমন্ত্র একক কোনো সূত্রে সীমাবদ্ধ নয়, তবে কিছু সাধারণ ও কার্যকর মূলনীতি অনুসরণ করলে ব্যক্তি জীবনে সফলতা ও উন্নতি সম্ভব। নিচে জীবনে উন্নতির কিছু মূলমন্ত্র তুলে ধরা হলো:

🔑 জীবনে উন্নতির মূলমন্ত্র:

1. স্পষ্ট লক্ষ্য নির্ধারণ (Clear Goal Setting):
নিজের জীবনের লক্ষ্য ঠিক না থাকলে উন্নতির পথ ঝাপসা হয়ে যায়। ছোট ছোট ধাপেও লক্ষ্য নির্ধারণ করুন।

2. পরিশ্রম ও অধ্যবসায় (Hard Work & Perseverance):
নিয়মিত ও ধৈর্যের সাথে কাজ করাই উন্নতির সবচেয়ে বড় চাবিকাঠি।

3. নিজেকে উন্নত করার চেষ্টা (Self-Improvement):
প্রতিদিন কিছু শিখুন, নিজেকে উন্নত করতে সচেষ্ট থাকুন।

4. সময়ের সদ্ব্যবহার (Time Management):
সময়ই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সময় নষ্ট না করে পরিকল্পিতভাবে কাজে লাগান।

5. ইমানদারি ও নৈতিকতা (Honesty & Ethics):
সততা ও নৈতিকতা জীবনে দীর্ঘমেয়াদী উন্নতির ভিত্তি।

6. বই পড়া ও জ্ঞানার্জন (Reading & Learning):
বই হচ্ছে মনের খোরাক, এবং শেখা হচ্ছে উন্নতির সিঁড়ি।

7. ভালো মানুষদের সংস্পর্শ (Good Company):
যারা ইতিবাচক চিন্তা করে, তাদের সঙ্গে সময় কাটান। তারা আপনাকে উদ্বুদ্ধ করবে।

8. নিরুৎসাহিত না হওয়া (Don’t Give Up):
ব্যর্থতা জীবনের অংশ। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান।

9. নিজের প্রতি বিশ্বাস রাখা (Self-confidence):
আপনি পারবেন — এই বিশ্বাস রাখাটাই সফলতার প্রথম ধাপ।

10. আল্লাহর প্রতি ভরসা (Faith in God – for believers):
চেষ্টা আপনার, ফলাফল আল্লাহর হাতে। তাই নিয়ত ঠিক রেখে কাজ করে যান।

---

🧠 ছোট একটি বাক্যে মূলমন্ত্র:

“নিজেকে চিনো, শিখো, পরিশ্রম করো — তবেই উন্নতি তোমার হবে।

আফগানিস্তানে ২০০১ সালে আমেরিকা হামলা চালায়, তখন সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র!(ওসামা বিন লাদেন শহীদ )ইরাকে ২০০৩ সাল...
21/06/2025

আফগানিস্তানে ২০০১ সালে আমেরিকা হামলা চালায়, তখন সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র!
(ওসামা বিন লাদেন শহীদ )

ইরাকে ২০০৩ সালে আমেরিকা হামলা চালায়, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
(সাদ্দাম হোসেন শহীদ)

লিবিয়া ২০১১ সালে আমেরিকা হামলা চালায়, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
(গাদ্দাফি শহীদ)

মিশরে ২০১১ সালে আমেরিকার সহযোগিতা সিসি যখন গণহত্যা চালিয়ে ক্ষমতা দখল করে, তখনও সহযোগিতা করেনি কোন মুসলিম রাষ্ট্র।
(মুরসি শহীদ)

২০২৪ আমেরিকার ও ইজরায়েল মিলে ইব্রাহিম রাইসিকে শহীদ)
এখন ইরান ২০২৫ সালে আমেরিকার সহযোগিতায় ইসরাইলের হামলা, এখনো সহযোগিতা করবে না কোন মুসলিম রাষ্ট্র।
(আলী খামেনেয়ী শহীদের ধারপ্রান্তে)

অবশিষ্ট রইল বাংলাদেশ-পাকিস্তান Vs ভারত।
তখনো সহযোগিতা করবে না কোন মুসলিম রাষ্ট্র।
এভাবেই কি নিভে যাবে মুসলিম রাষ্ট্রের প্রদিব গুলো!

এখনো সময় আছে এক হও "মুসলিম"
হে আল্লাহ,আপনি ইরানকে গায়েবি সাহায্যে বিজয় দান করুন,আমিন।🤲

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তাঁর সমস্ত ক্ষমতা বিপ্লবী গার্ডের ‘সুপ্রিম হাউস’ - এর কাছে হস্তান্তর করেছেন। ...
21/06/2025

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তাঁর সমস্ত ক্ষমতা বিপ্লবী গার্ডের ‘সুপ্রিম হাউস’ - এর কাছে হস্তান্তর করেছেন। যারা বুঝতে পারছেন না এর মানে কী নিচে বিস্তারিতভাবে বলা হলো:

প্রথমত: এটি কোনো প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর নয়। এটি পূর্ণ ক্ষমতার হস্তান্তর। যার অর্থ হলো এখন বিপ্লবী গার্ড চাইলে পারমাণবিক সিদ্ধান্ত নিতে বা বড় ধরনের সামরিক হামলা চালাতে পারবে সর্বোচ্চ নেতার অনুমতি বা ধর্মীয় ফতোয়া ছাড়াই। এটি ইরানি শাসনব্যবস্থায় একটি বড় কৌশলগত পরিবর্তন।

দ্বিতীয়ত: এই সিদ্ধান্ত ভবিষ্যতের ‘খামেনি-পরবর্তী’ সময়ের জন্য প্রস্তুতির দিকে আলোকপাত করে। অর্থাৎ, যদি হঠাৎ করে খামেনির মৃত্যু বা হত্যা ঘটে তাহলে দেশ অচল হবে না। বিপ্লবী গার্ড নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে দেশের নিয়ন্ত্রণ নেবে। ফলে কোনো ক্ষমতার শূন্যতা বা বিশৃঙ্খলা তৈরি হবে না।

তৃতীয়ত: এর মানে হলো ইরান বর্তমানে “আধ্যাত্মিক সমর্থিত সামরিক শাসন” - এর মধ্যে প্রবেশ করছে। মানে অন্তত ইসরায়েলের সঙ্গে চলমান এই যুদ্ধে। বিপ্লবী গার্ড এখন শুধু নিরাপত্তা ও সেনা বাহিনী নয়। তারা আপাতত শাসনক্ষমতার ভারও গ্রহণ করছে। এর ফলে ইসরায়েল, পারস্য উপসাগরীয় দেশসমূহ বা পারমাণবিক কর্মসূচি ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত হবে আরও কঠোর এবং আপসবিমুখ।

চতুর্থত: এই পদক্ষেপটি আপদকালীন সময়ের চাপের মধ্যে নেওয়া হয়েছে। মানে এটি স্পষ্ট যে সর্বোচ্চ নেতার জীবনের প্রতি সত্যিকারের হুমকি রয়েছে। তিনি এখন অতি সতর্ক৷ এটা সম্ভাব্য ‘সংস্কারপন্থীদের’ ক্ষমতা দখলের সুযোগ বন্ধ করতেও হতে পারে। যারা মূলত পশ্চিমা ব্যাকড।

পঞ্চমত: বর্হিবিশ্বের (বিশেষত ইসরায়েল ও আমেরিকার) প্রতি স্পষ্ট বার্তা - “গাইড” বা সর্বোচ্চ নেতাকে হত্যা করলেও ইরানের গতি থেমে থাকবে না। বরং সবচেয়ে কঠোরপন্থী শক্তির হাতে ক্ষমতা চলে যাবে।

ষষ্ঠত: এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতে ইরানের যেকোনো সামরিক অভিযানের তাৎক্ষণিকতা, তৎপরতা আর শুধু প্রতিক্রিয়া হবে না। বরং এটি একটি পূর্ব পরিকল্পিত নীতির অংশ হয়ে উঠবে।

সপ্তমত: এখন ইরান একেবারে একটি “আধ্যাত্মিক-মাধ্যমে পরিচালিত সামরিক রাষ্ট্র”, যেখানে শাসকদের পোশাক খাকি, আবায়া নয় - অন্তত যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত।

মূল বিষয় হলো, ইরান ঝড়ের আগে নিজের কার্ডগুলো নতুনভাবে সাজাচ্ছে। গোটা অঞ্চলকে এই ঘটনার তাৎপর্য গভীরভাবে অনুধাবন করতে হবে।

এই দিকে তাকালে মনে হয়, পৃথিবীর সব কিছুই বৃথা!💔🙂
20/06/2025

এই দিকে তাকালে মনে হয়, পৃথিবীর সব কিছুই বৃথা!💔🙂

“আমার জীবনের আলাদা কোনো মূল্য নেই। যদি তারা আমাকে মেরেও ফেলে, তবুও এটাকে আমাদের হার ভেবো না। ইমাম হুসাইনের আদর্শে অটল থা...
18/06/2025

“আমার জীবনের আলাদা কোনো মূল্য নেই। যদি তারা আমাকে মেরেও ফেলে, তবুও এটাকে আমাদের হার ভেবো না। ইমাম হুসাইনের আদর্শে অটল থাকলে জয় আমাদেরই থাকবে। শক্তি ও লোভের কাছে মাথা নত করো না, অন্যায়ের সামনে মাথা ঝুঁকিও না। মনে রাখবে পরাজয় নয়, প্রতিরোধই আমাদের প্রকৃত শক্তি।”

— আয়াতুল্লাহ আলী খামেনি

18/06/2025

যার ক্ষত যত গভীর তার হাসি তত সুন্দর....

11/09/2024

Big shout-out to my newest top fans! Mahmudul Hasan

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Mahmudul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmudul Hasan:

Share