Amam/অপ্রিয়

Amam/অপ্রিয় তোমাকে ভালোবাসার মতো ভয়ংকর দুংসাহস করেছি, এতটুক শাস্তি তো আমার প্রাপ্য ছিল।

29/07/2025
বাংলাদেশে বাচ্চা জন্ম দিয়ে ইতিহাস গড়লেন জান্নাত তোহা নামের চাটাচাটি কাপল.!
29/07/2025

বাংলাদেশে বাচ্চা জন্ম দিয়ে ইতিহাস গড়লেন জান্নাত তোহা নামের চাটাচাটি কাপল.!

23/07/2025

সময় এক নীরব পাঠ। চুপচাপ বয়ে যাওয়া সময়টাই আসলে সবচেয়ে বড় শিক্ষক। তুমি বুঝবেই না কখন তা শেখাবে। একদিন পেছনে তাকালে দেখবে-যে ব্যথা তুমি সহ্য করেছিলে, সেটাই আজ তোমার সবচেয়ে বড় শক্তি।
তাই সময়কে দোষ না দিয়ে, সময়কে ব্যবহার করো। কারণ সময়ের সাথে পথ চলাতেই আছে জয়ের গল্প

11/07/2025

তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন, যা আমি কখনো ভুলতে পারবো না। তোমার হাসি, তোমার কন্ঠ, তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন, সবকিছুই যেন একটি অদৃশ্য সুর, যা আজও আমার হৃদয়ে বাজে। কিন্তু আজ তোমার অনুপস্থিতি যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে। আমি জানি, সময় কখনো অপেক্ষা করে না, সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না। কিন্তু তোমাকে হারানো এতটা কষ্টকর হবে তা ভাবতেও পারিনি। আমরা যখন একে অপরকে ভালোবাসতাম, তখন মনে হতো সব কিছু সুন্দর। কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে, যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয়। সবকিছু বদলে গেছে, কিন্তু আমার হৃদয় এখনো তোমাকে খোঁজে। তোমার চলে যাওয়া, আমাকে একা করে দিয়েছে। মনে হয় যেন আমি জীবনে অনেক বড় কিছু হারিয়েছি, আর কখনো ফিরে পাবো না। হয়তো তোমার চলে যাওয়ায় আমি কিছুটা দুর্বল হয়েছি, কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না।
আমি জানি, তুমি আর ফিরবে না কিন্তু তুমি যা ছিলে আমি তা কখনো ভুলতে পারবো না!
সব সময় দোয়া করি অনেক ভালো থাকো😻
আমি তোমার অপেক্ষায় এখনো ঘুমায়নি যদি তুমি এসে ফিরে যাও 🥺🥺💔

23/06/2025

মনে রেখো, পৃথিবীর কোন এক প্রান্তে একটি মানুষ তোমায় আজীবন ভালোবেসে যাবে।
তোমাকে ভালোবাসতে গিয়ে নিজেকেই ভালোবাসতে ভুলে গেছি।🥲
কথা ছিলো অনেক পথ হাঁটবো কিন্তু মাঝ পথে তুমিই হারিয়ে গেলে।💔

23/06/2025

আমার না হওয়া মহারানী
তুমি চিন্তা করো না, তোমার নাম বা তোমার ছবি
কাউকে বলা বা দেখানো তো দূরের কথা, তোমার অস্তিত্ব আমি কাউকে বলবো না..!💔🥹🥀
দোয়া করি আল্লাহ তোমায় ভালো রাখুক,

হায়রে প্রবাস😓ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন, সিলেট সদর, কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের মুরারগাও গ্রা...
18/04/2025

হায়রে প্রবাস😓

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,
সিলেট সদর, কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের মুরারগাও গ্রামের, নজরুল ইসলাম, সৌদি আরব রিয়াদে কাজের সাইটে এক্সিডেন্ট করে ইন্তেকাল করিয়াছেন।
তারভপিতার নাম নিজাম উদ্দিন।

তাহার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি,
পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তায়ালা সবাইকে ধৈর্য্য ধারন করার তৌফিক দান করুন। আমিন🤲

22/02/2025

শোনো প্রিয়তমা..🌸🤍

সর্বকালের সেরা সুন্দর তুমি, তুমি চাঁদ নও তবুও চাঁদের চেয়ে জোছনা লুকিয়ে থাকে তোমার শ্যামলা বরন রূপে..!

প্রিয়তমা তুমি সর্বকালের শ্রেষ্ঠ সৌরভী, তুমি ফুল নয় তবুও ফুলের চেয়ে অধিক সুভাস ছড়ায় তোমার স্নিগ্ধ চুলে, প্রিয়তমা তুমিই আমার সর্বকালের শ্রেষ্ঠ রূপবতী..!

তুমি লাখে নয়, কোটিতে নয়, তুমি পুরো পৃথিবীতে একটাই প্রিয়তমা আমার..!🤍

29/01/2025

ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন। তারপর চারদিকে তাকান, ভালো করে দেখুন, আর নিজেকে মানিয়ে নিন। নিজেকে বলুন, এটা আপনার নিয়ত। এখানেই থাকতে হবে, এখানেই বাঁচতে হবে।

সুতরাং কষ্ট পাওয়া যাবে না। মন খারাপ করা যাবে না। আর যদি ভালো থাকা সম্ভব না হয় তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তবুও বেঁচে থাকুন। ভেবে নিন এটাই পৃথিবীর নিয়ম এটাই জীবন।

20/01/2025

ধৈর্য আমার রুহু জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু আমি জানি এর শেষটা অনেক সুন্দর হবে!

-ইন শা আল্লাহ 🌸

বিপিএল এর সর্বোচ্চ রানের তালিকায় সাকিব আছেনসর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসানসর্বোচ্চ ম্যাচ সেরা সাকিব আল হাসান সর্বো...
30/12/2024

বিপিএল এর সর্বোচ্চ রানের তালিকায় সাকিব আছেন
সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান
সর্বোচ্চ ম্যাচ সেরা সাকিব আল হাসান
সর্বোচ্চ টুর্নামেন্ট সেরা সাকিব আল হাসান
সর্বোচ্চ কোয়ালিফাই করেছে সাকিবের দল
সর্বোচ্চ ট্রফি জয়ে সাকিব আছেন
সর্বোচ্চ স্ট্রাইকরেটে সাকিব আছেন

বিপিএল ইতিহাসের অর্জনে গর্জনে একটাই নাম "সাকিব আল হাসান "
বাংলাদেশ ক্রিকেটের যা কিছু কল্যানকর
অর্ধেক তার করিয়াছে সাকিব,বাকি অর্ধেক সকল 🖤

সাকিব ছিলো,আছে,থাকবে
কোটি ভক্তের অন্তরে 🥰
বিসিবি নিজেদের স্বার্থ হাসিলের জন্যে সাকিবকে দূরে সরিয়ে রাখতে পারে
ইতিহাস থেকে সাকিবের নাম মুছবে কি করে 🙂

বিপিএল এ কোনো খেলোয়াড় একটি ফিফটি বা ৫ উইকেট পেলেই টেলিভিশন এর সামনে সাকিবের নাম ভেসে উঠবে।
টেলিভিশন এর সামনে থাকা বিসিবির সদস্যদের সাকিব তার অর্জন দিয়ে মনে করাতে বাধ্য করবে "বাংলার ক্রিকেটে একটা মহাকালের মহা নায়ক আছেন "

যা গোটা বাংলা থেকে বেড়িছেন একটাই 💪
ভুল ,যা গোটা বিশ্ব থেকে বেড়িয়েছে একটাই 🖤

কেননা স্বীকৃত টি ২০ তে ক্রিজ গেইলের পর সাকিব আল হাসান'ই সর্বোচ্চ ম্যান অফ দ্যা ম্যাচের মালিক 🥰

লেখা : Amam/অAmam/অপ্রিয়

18/11/2024

_ যদি পারতাম তোমার সামনে বুক খানা ছিদ্র করে দেখাইতাম, আর বলতাম দেখো কষ্ট পাইতে পাইতে আমার বুকটা কেমন ঝলসে গেছে আমি ভিতর থেকে ভেঙ্গে গেছি..!😅💔

Address

Feni
Daganbhuiyan

Telephone

+8801887038147

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amam/অপ্রিয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amam/অপ্রিয়:

Share

Category