Prio Nadim Vlog's

Prio Nadim Vlog's ﷺ ❤️🦋_” 𝗡𝗮𝗺𝗮𝘇 𝖨𝗌 𝖳𝗁𝖾 𝖡𝖾𝗌𝗍 𝖲𝗈𝗅𝗎𝗍𝗂𝗈𝗇 𝖮𝖿
𝖸𝗈𝗎’𝗋 𝖣𝖾𝗉𝗋𝖾𝗌𝗌𝗂𝗈𝗇♡︎☘︎
(3)

29/09/2025

দুই বউয়ের য/ ন্ত্রণা | ১ মিলিয়ন ভিউ হবে তো? #জামাইবউ

15/09/2025

আল্লাহ আমাকে দৈর্য দাও🤲

07/09/2025

C7

04/09/2025

দুই বউ নিয়ে সংসার শেষে মজা আছে 🤓 #জামাইবউ

03/09/2025

Drone shot🤟

বিদেশের হসপিটালের বাস্তবতা 😅বিদেশের হসপিটাল কেমন হয় জানেন? যদি হাতে ১-২ মিনিট সময় থাকে, তাহলে পুরোটা পড়ুন—হয়তো কোনো ...
24/08/2025

বিদেশের হসপিটালের বাস্তবতা 😅

বিদেশের হসপিটাল কেমন হয় জানেন? যদি হাতে ১-২ মিনিট সময় থাকে, তাহলে পুরোটা পড়ুন—হয়তো কোনো প্রবাসীর না বলা কথাগুলো আপনি অনুভব করতে পারবেন।

প্রবাস জীবনের প্রথম দিকে সবকিছুই রঙিন মনে হয়েছিল। মনে হতো, কাজ করছি, টাকা কামাচ্ছি, পরিবারে পাঠাচ্ছি—সবকিছু ঠিক আছে। শরীরেও তখন কোনো সমস্যা তেমন ছিল না। কিন্তু সময় যত গেছে, বুঝেছি প্রবাস জীবন আসলে কী জিনিস। দিনের পর দিন, বছরের পর বছর কাজের পর কাজ—নাই কোনো ছুটি, নাই কোনো বিশ্রাম। শরীরে ক্লান্তি জমতে জমতে গিরায় গিরায় ব্যথা শুরু হলো। এখন এমন কোনো দিন যায় না, যেদিন মনে হয় না শরীরটা ঠিক নেই।

তাও সহজে হসপিটালে যাই না। কারণ জানি, হসপিটালে গেলে বেতনের অর্ধেকটাই উড়ে যাবে। দেশে বাবা-মাকে ফোন দিলে বলেন, “হসপিটালে যা, ওষুধ খা।” কিন্তু আমি জানি, সেখানে গেলে খরচটা আমার কাঁধেই পড়বে।

গতকাল অবশেষে সহ্য করতে না পেরে হসপিটালে গেলাম। প্রথমেই ডাক্তার বলল, কিছু টেস্ট লাগবে। কিন্তু সেই টেস্টের টাকা মেটানোর মতো ক্ষমতা আমার ছিল না। তাই বললাম, “ডাক্তার ভাই, টেস্ট বাদ দিন, শুধু ওষুধ দিন।” ডাক্তারও আমাদের দেশের মানুষ, তাও এমন ওষুধ লিখে দিলেন যেগুলোর দাম আমার নাগালের বাইরে। আমি তখন আবার বললাম, “কম দামি কিছু দেন।”

আমি এই হসপিটালে গিয়েছিলাম কারণ আমার এখানে ইন্সুরেন্স ছিল। ভেবেছিলাম, হয়তো কিছুটা খরচ বাঁচবে। কিন্তু কী লাভ হলো জানেন? পুরো বিলের মধ্যে শুধু একটা প্যারাসিটামলই ইন্সুরেন্সে কভার হলো, বাকি সব ওষুধের টাকা আমারই লাগবে। শেষমেশ বেশিরভাগ ওষুধই ফেরত দিতে হলো।

বন্ধুরা, প্রবাস জীবন বাইরে থেকে যত সুন্দর মনে হয়, বাস্তবে ততটাই কঠিন। হাসিমুখে আমরা যে কষ্টটা লুকিয়ে রাখি, সেটা কেউ দেখতে পায় না। কেউই বোঝে না, এই প্রবাস জীবনে শরীরের কষ্টের সাথে মানসিক কষ্ট কতটা ভারি হয়ে ওঠে।

আপনি যদি এই লেখা পড়ে শেষ করতে পারেন, তাহলে বুঝবেন—প্রবাস জীবন সুখের নয়, শুধু সংগ্রামের গল্পে ভরা এক দীর্ঘ পথচলা। যদি পড়ে একটু হলেও অনুভব করতে পারেন, একটা কমেন্ট করে জানান, হয়তো আমার মতো আরেকজন প্রবাসীর কষ্ট কিছুটা হলেও হালকা হবে। 🙏

একটা সময় ছিল, গ্রামের মাটির গন্ধে সকাল শুরু হতো, ধানখেতের সবুজে চোখ ভরে যেত। 🌾সন্ধ্যায় কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ম...
23/08/2025

একটা সময় ছিল, গ্রামের মাটির গন্ধে সকাল শুরু হতো, ধানখেতের সবুজে চোখ ভরে যেত। 🌾
সন্ধ্যায় কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হতো, এই জীবনটাই আসল শান্তি।
আজ প্রবাসের ব্যস্ত জীবনে দাঁড়িয়ে সেই দিনগুলোর কথা মনে পড়ে, মনে হয়—
সেই সরল সুখটাই ছিল সবচেয়ে দামি। ❤️

#গ্রামের_স্মৃতি #মাটির_গন্ধ #মনছুঁয়ে_যাওয়া_সময়

ভোর রাত ৪/টায় ঘুম ভেঙে তাড়াহুড়া করে বের হয়েছিলাম। চোখে তখনও ঘুম, কিন্তু মনে ভরা স্বপ্ন – একদিন বিদেশে গিয়ে পরিবারের মুখে...
23/08/2025

ভোর রাত ৪/টায় ঘুম ভেঙে তাড়াহুড়া করে বের হয়েছিলাম। চোখে তখনও ঘুম, কিন্তু মনে ভরা স্বপ্ন – একদিন বিদেশে গিয়ে পরিবারের মুখে হাসি ফোটাবো, বিশাল লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও ক্লান্ত হইনি, কারণ মনে মনে ভেবেছিলাম – “বিদেশে গেলে সব কষ্ট শেষ হবে, জীবন বদলে যাবে।”

কিন্তু আজ এই প্রবাসের মাটিতে দাঁড়িয়ে বুঝি, বাস্তবতা কতটা ভিন্ন। কষ্ট কমেনি, বরং বেড়েছে আরও হাজার গুণ। অচেনা দেশে একাকিত্বের যন্ত্রণা, ভোর থেকে রাত অবধি খাটুনি, পরিবার থেকে হাজার মাইল দূরে থাকার বেদনা – সব মিলিয়ে জীবনটা হয়ে গেছে এক নিরব লড়াই।

তবুও আশা হারাই না… কারণ এই কষ্টের মাঝেও আমি জানি, একদিন পরিবারের স্বপ্নগুলো পূরণ হবে।

প্রবাসের জীবন সত্যিই সহজ নয়, কিন্তু স্বপ্নগুলোই আমাকে বাঁচিয়ে রাখে প্রতিদিন। 💔🌍💔🌍 #প্রবাসজীবন #কষ্টেরগল্প #স্বপ্নেরপিছনে

07/08/2025

আহারে ওনার কষ্টের কথাগুলো 💔

03/08/2025

কি থেকে কি হয়ে গেলো 😭

জরিপ চলছে আপনার মতামত রিয়েক্ট এবং কমেন্ট  এর মাধ্যমে দিন👍❤️‍🩹
30/07/2025

জরিপ চলছে আপনার মতামত রিয়েক্ট এবং কমেন্ট এর মাধ্যমে দিন👍❤️‍🩹

Address

Monohordi
Dakhalduar

Telephone

+966578767651

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prio Nadim Vlog's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prio Nadim Vlog's:

Share