রঙ তামাশা

রঙ তামাশা সাফল্য যতো দিন পর্যন্ত না আসছে,
ততোদিন অপমানই সঙ্গী !!😅
(2)

19/02/2025

ওসমানী ও শাষকরা এমন ভাবে ফতুয়া জারি করতো মুসলিম বিশ্বে তার একটি নমুনা। আমরা এমন একটি শাষন ব‍্যাবস্তা চাই যেখানে থাকবে না দুর্নীতি।

আজ  কেউ নাই বলে😢
08/02/2025

আজ কেউ নাই বলে😢

গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এর আইডি পাসওয়ার্ড নিয়ে আসলেই কোনো লাভ নেই! 😊অন্য ছেলে/মেয়েদের block-unfriend করে একফোঁটাও কাজ ...
07/02/2025

গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এর আইডি পাসওয়ার্ড নিয়ে আসলেই কোনো লাভ নেই! 😊

অন্য ছেলে/মেয়েদের block-unfriend করে একফোঁটাও কাজ হবে না, ঠকাতে হলে একশো ভাবে ঠকানো যায়!🙂

আসলে যে তোমায় সত্যিই ভালোবাসবে, তার অন্যকারো প্রতি ঝোঁক আসবেই না, তুমি না চাইতেও সে তোমায় priority দিবে! এতো এতো লোকের মাঝেও, ব্যস্ততার মাঝেও তোমার খোঁজ আগে নিবে! 🥰❤️

দুনিয়ার যে যাই বলুক সে তোমার হাতটা ধরেই জীবন কাটিয়ে দিবে! তোমার কাঁধে মাথা রেখেই ক্লান্তি দূর করবে! ❤️

আবার জন্ম নেই বলেই, এই জন্মে তোমাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ছিলো আমার।সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে চরম দুঃখ দিয়ে।আমি তো দুঃখ ...
28/01/2025

আবার জন্ম নেই বলেই, এই জন্মে তোমাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ছিলো আমার।
সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে চরম দুঃখ দিয়ে।

আমি তো দুঃখ চাই নি,
এক সমুদ্র আশা আর ভালোবাসা নিয়ে চেয়েছি তোমাকে।
তবে কেনো দুঃখ আমাকে আলিঙ্গন করে নিলো।

আর কত দুঃখের পর আমি সুখের দেখা পাবো.?
আর কত দুঃখ দেওয়ার পর দুঃখ'রা ক্লান্ত হয়ে যাবে।

ভালো থাকার আমি কি নিখুঁত অভিনয়টাই'না করে যাচ্ছি,
কেউ বুঝে না; যেমনটা তুমি করেছিলে- বুঝিনি আমিও ।

আমার জীবনে যত না পাওয়ার আক্ষেপ,
তা বোধহয় তোমাকেই ঘিরে।

তোমাকে পাওয়ার একটি মাত্র চাহিদার বিপরীতে-
আমি পেয়েছি আক্ষেপ- যন্ত্রণার অগণিত বিষাক্ত অন্ধকার কালো রাত।

-ফাহমিদ হাসান

আমি ওই একশো জনের সাথে যুদ্ধ করতে পারবো যারা তোমাকে চায়, কিন্তু একজনের সাথে পারবো না যাকে তুমি চাও 😅🖤
27/01/2025

আমি ওই একশো জনের সাথে যুদ্ধ করতে পারবো যারা তোমাকে চায়, কিন্তু একজনের সাথে পারবো না যাকে তুমি চাও 😅🖤

'মানুষ-মানুষকে অবহেলা করে'ই বেশি আনন্দিত হয়।
26/01/2025

'মানুষ-মানুষকে অবহেলা করে'ই বেশি আনন্দিত হয়।

“ তোমার আর আমার মধ্যে আজ বিশাল আকাশের মতই দুরত্ব, এই দুরত্ব জানে শুধু তুমি আমি কতটা কাছের ছিলাম “
25/01/2025

“ তোমার আর আমার মধ্যে আজ বিশাল আকাশের মতই দুরত্ব, এই দুরত্ব জানে শুধু তুমি আমি কতটা কাছের ছিলাম “

বাস্তবতা এমন এক বিদ্যালয়, যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে। এখানে পাঠ্যপুস্তক নেই, নে...
25/01/2025

বাস্তবতা এমন এক বিদ্যালয়, যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে। এখানে পাঠ্যপুস্তক নেই, নেই কোনো নির্ধারিত সিলেবাস। তবুও প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি নতুন পাঠ হয়ে আসে।

জীবনের এই বিদ্যালয়ে আমরা শিখি ব্যর্থতা কীভাবে সফলতার পথে ধাপ তৈরি করে। শিখি কষ্টের ভেতর লুকিয়ে থাকা আত্মশক্তিকে জাগ্রত করতে। জীবনের প্রতিটি ঘটনা আমাদের শিক্ষা দেয়—কখনো কঠিন পরিশ্রমের গুরুত্ব, কখনো সম্পর্কের মূল্য।

এই বিদ্যালয়ে ‘সময়’ হলো প্রধান শিক্ষক। সময় আমাদের শেখায় ধৈর্য ধরতে, ভুল থেকে শিখতে এবং এগিয়ে যেতে। এখানে প্রতিটি ভুল আমাদের জন্য একটি নতুন অধ্যায়, প্রতিটি ব্যর্থতা একটি নতুন শুরু। বাস্তবতার এই পাঠশালায় কোনো ব্যক্তি আমাদের হাতে ধরে শেখায় না, বরং পরিস্থিতি, অভিজ্ঞতা আর আমাদের নিজস্ব সিদ্ধান্তই আমাদের শিক্ষা দেয়।

বাস্তবতা শিখিয়ে দেয়—জীবন হলো একটি অমসৃণ পথ। এখানে আনন্দ আর বেদনার মিশ্রণেই আমাদের চলতে হয়। যারা এই শিক্ষাকে গ্রহণ করতে পারে, তারা নিজেরাই জীবনের পথে আলোকিত হতে শেখে।

তাই বাস্তবতাকে ভয় পাওয়ার কিছু নেই। এটি আমাদের প্রকৃত বন্ধু, যে আমাদের ভেঙে দিয়ে গড়ে তোলে। আমাদের জীবনের লক্ষ্য, স্বপ্ন আর সাফল্যের দিকে ধাবিত করতে বাস্তবতা প্রতিনিয়ত আমাদের পথ দেখায়।

এ কারণেই বাস্তবতা হলো এমন একটি বিদ্যালয়, যা আমাদের শক্তি, সহনশীলতা আর প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা দেয়। জীবনকে আরও ভালোভাবে বুঝতে, নিজের ভেতরের সম্ভাবনাকে জাগাতে, আর প্রতিকূলতাকে জয় করতে, বাস্তবতার এই বিদ্যালয় আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ।
__নাদিম ফয়েজ

- আমাকে কেউ অসম্ভব ভালোবাসুক;  আমায় ছাড়া কিচ্ছু না বুঝুক,,ভোর, সন্ধ্যা পা'গলের মতো শুধু আমাকেই খুঁজুক।🤍🦋
23/01/2025

- আমাকে কেউ অসম্ভব ভালোবাসুক; আমায় ছাড়া কিচ্ছু না বুঝুক,,ভোর, সন্ধ্যা পা'গলের মতো শুধু আমাকেই খুঁজুক।🤍🦋

সেক্স জিনিসটা ভীষণ common, কিন্তু বুকের মধ্যে মাথা টা চেপে ধরে মাথায় হাত বোলানোটা একদমই common নয় কিন্তু....তার জন্য অনে...
21/01/2025

সেক্স জিনিসটা ভীষণ common, কিন্তু বুকের মধ্যে মাথা টা চেপে ধরে মাথায় হাত বোলানোটা একদমই common নয় কিন্তু....তার জন্য অনেক ভালোবাসা থাকার প্রয়োজন।

সেক্স করার পূর্বে নিজের হাতে শাড়ি বা টপ টেনে খুলে ফেলাটাও খুবই common, কিন্তু সেই হাতেই শাড়ির কুঁচি ঠিক করে দেওয়া বা ব্লাউজের সাথে শাড়ির আঁচলের পিন দিয়ে দেওয়াটা মোটেও common নয় কিন্তু, তার জন্য অনেক খানি ভালোবাসা থাকার প্রয়োজন।

শরীরভোগী মানুষ তো অনেক পেয়ে যাবেন, কিন্তু ভালোবেসে যত্ন নেওয়ার মানুষের আজকাল ভীষণ অভাব..||

তুমি থাইক্যা গেলে সকালে ঘুম ভাঙ্গলে নিজেরে একা লাগতো না। পালাইতে মন চাইতো না এই জগৎ সংসার ছাইড়্যা। দুপুরের ক্লান্তি মূহু...
21/01/2025

তুমি থাইক্যা গেলে সকালে ঘুম ভাঙ্গলে নিজেরে একা লাগতো না। পালাইতে মন চাইতো না এই জগৎ সংসার ছাইড়্যা। দুপুরের ক্লান্তি মূহুর্ত হইতো না বিষন্নতার ঘর।হাসফাস লাগতো না বুকের ভেতর।

তুমি থাইক্যা গেলে গোধূলির আলো গিলার বদলে গিলতাম না নিকোটিনের ধোঁয়া। তোমার শুষ্ক ঠোঁটের চুমুর বদলে চুমু খাইতাম না রংবেরঙের সিগারেট। জ্বলে পুড়ে ছাঁই হইতো না আমার সতেজ নির্মল হৃদপিণ্ড খানা।

তুমি থাইক্যা গেলে মনখারাপ হইতো না সন্ধ্যায়। তোমার শূন্যতায় বুকের ব্যথা দ্বিগুন হইতো না। গভীর রাইতে ভূমিকম্পের কাঁপা দালানকোঠার মতো কাঁইপা উঠতো না বুক। হাউমাউ কাঁন্দোনে বর্ষা হইতো না চার দেওয়ালের ভেতর।

তুমি থাইক্যা গেলে একটা জীবন শান্তি খুঁইজ্যা পাইতো। মরণ যন্ত্রণা থেইক্যা বাঁইচ্যা যাইতো। শান্ত রাইতের নির্ঘুম রাইত আমারে ছুঁইবার পারতো না। নিজেরে দোষী কইরা আকাশ পানে তাকাইয়্যা বড়সড় দীর্ঘশ্বাস ছাড়তাম না।

তুমি থাইক্যা গেলে চোখের সামনে আস্ত একখান জীবন এইভাবে নষ্ট হইবার পারতো। একাকিত্ব আমারে বিষাদে ডুইবা দিবার পারতো না। তুমি থাইক্যা গেলে আমি একটু নিজেরে ভালোবাসতে পারতাম।

লেখা; আসিফ হুসাইন × বৃহস্পতিবার গ্রন্থ

কাঁদাইস না রে জীবনআমারে শান্তনা দেওয়া মত কেউ নাই.!😊💔
18/01/2025

কাঁদাইস না রে জীবন
আমারে শান্তনা দেওয়া মত কেউ নাই.!😊💔

Address

Dakhalduar

Alerts

Be the first to know and let us send you an email when রঙ তামাশা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রঙ তামাশা:

Share