29/11/2025
ভালবাসার মানুষকে কি এভাবেও ডেকে নিয়ে মেরে ফেলা যায়??চাকুরী জীবনে পরিচিত হওয়া কাছের এক ভাই।ওর নাম হাসমতুল্লা আমরা সবাই হাসু বলে ডাকতাম।গত বৃহস্পতিবার ভালবাসার মানুষটাকে বিয়ে হয়ে যাচ্ছে বলে,মেয়েটা তাকে কল করে তাদের বাড়িতে যেতে বলে।হাসমত মেয়ের কল পেয়ে, সাথে সাথে মেয়ের বাড়ি যায়।ভালবাসার মানুষের বিয়ে হয়ে যাচ্ছে এ কথা শুনলে কেই বা বসে থাকতে পারে।মেয়ের বাড়িতে গেলে,মেয়ের চাচারা মিলে ঘরের ভেতর আটকে রেখে বেধরক মেড়ে হাসমত কে মেড়ে ফেলে।এ সময় হাসমতের চিৎকারের শব্দ শুনে এলাকা বাসি গেলে,নরপিশাচরা ঘর খোলে নাই।পড়ে ৯৯৯ এ কল করে পুলিশকে খবর দিলে, পুলিশ হাসমতকে থানায় নিয়ে যাওয়ার ১০ মিনিটের মদ্ধ্যে হাসমত মারা যায়।
মানুষের জীবনের আসলেই কোন মূল্য নাই।আল্লাহ তুমি এর বিচার কইরো।🤲🤲