Masum Bepari $

Masum Bepari $ ভালবাসা নিবেন সবাই

কল্পনার কল্পলোকে কল্পিত কল্পনারা কল্পনাতেই কাল্পনিক🖤🥀 ....... 🙂
28/01/2025

কল্পনার কল্পলোকে কল্পিত কল্পনারা কল্পনাতেই কাল্পনিক🖤🥀

....... 🙂

29/11/2024

বন্ধু, আমার,🥰

28/11/2024

যে জাতির যুবকেরা অশ্লীলতায় ঢুবে থাকে তাদের মধ্য থেকে উত্তম নেতা আসা তো দূরের বিষয়, বাবা হওয়ার যোগ্যতাই অনেকের হারিয়ে যাচ্ছে।

ইউসুফ আ. এর কথা চিন্তা করুন, তিনি নিজের চরিত্র হেফাজত করায় আল্লাহ তাঁকে কোন অবস্থানে নিয়েছিলেন।

ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ আছে যেখানে একজন মুসলিমের নেতা হওয়ার পেছনে তার চরিত্র বড় রোল প্লে করেছিল।

আমরা আজ এমন যুগে বাস করছি, যেখানে স্মার্টফোন যার হাতে আছে সে-ই অশ্লীলতা থেকে নিরাপদ থাকতে পারছে না।

অশ্লীলতার আসক্তি আজ ঘরে ঘরে।

এ আসক্তি থেকে মুক্তির জন্য আমরা মানুষকে কতোটা সচেতন করি?

আল্লাহ আমাদের সবাই কে হেদায়েত দান করুক আমিন

21/11/2024

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
দুরুদ পড়লে, নবি খুশি হয়,আলহামদুলিল্লাহ

20/11/2024

কোন মানুষ যদি তার নিজের জীবনের পরিবর্তন চান,ইহকালিন,পরকালীন জীবনের সফলতা পেতে চান তাহলে তাঁকে অবশ্যই বেশি বেশি মৃত্যু কে স্মরণ করা উচিত। মৃত্যু কে এমন ভাবে অনুভব করা উচিত যেন একটু পরেই তার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মৃত্যুর পর তার সাথে কি কি ঘটবে সব কিছু কল্পনায় আনা উচিত।
দুনিয়ায় মধ্যে সব চেয়ে চরম সত্য হলো মৃত্যু। সবচেয়ে চরম সত্য মৃত্যু কে নিয়েই আমরা সব চেয়ে বেশি বেখেয়াল।আশেপাশে একটু চিন্তা করলে আমরা খুব সহজেই বুঝতে পারি কতো লোক আমাদের চারপাশে ছিল আজ তারা কোথায়??? কে তাদের সঙ্গী হয়ে আছে কবরে?
কেউ যদি সত্যিকার অর্থে ভাবতে পারে তার কিছু সময় পরেই তাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে।
তাহলে কি তার কাছে চুরি করা,যেনা করা,সুদ,ঘুষ,অন্যায়, অবিচার করা,দালালি করা,এমন কি কোন পাপ কাজ করা সম্ভব হবে?কখনোই না।

#আসুন সবাই তাই মৃত্যু কে বেশি বেশি স্মরণ করি,,মৃত্যু কে অনুভব করি,,মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে এখনই চিন্তা ভাবনা করি।

#মৃত্যু নিয়ে যত বেশি আলোচনা করবো,আলোচনা শুনবো তত বেশি আমাদের পরিবর্তন হওয়া সহজ হবে, দুনিয়া ও আখিরাতের জীবন তত বেশি সুন্দর হবে।

#আল্লাহ আমাদের সবাই কে হেদায়েত দান করুক আমিন

রাতের আকাশ
17/11/2024

রাতের আকাশ

Address

Gazipur, West Buroliya
Dakshin Salna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masum Bepari $ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share