Ayan Zayan

Ayan Zayan Ayann Zayan এর দুষ্ট মিস্টি মোমোন্টগুলো শেয়ার করার জন্যই এই পেজ

23/07/2025

আমার ছোট ভাই গতকালকে মাইলস্টোন থেকে হাসপাতালে নেয়ার ১০ মিনিট পর মারা যায়। কেন মারা যায় জানেন? প্লেন ক্র্যাশ করেছে তার জন্য না। আমার ভাইটাকে নিতে আমার যে কষ্ট আর সময় লেগেছে তার জন্য মারা যায়। রাস্তায় আপনারা সব জানোয়ারের দল ব্লক করে রেখেছিলেন, যেখানে আমি আরও ৪০ মিনিট আগে পৌঁছাতে পারতাম ওর পড়া শরীরটা নিয়ে।
আমার ভাই আমার কোলে কাঁপছিলো, জ্বলে পুড়ে… ভাই আমি কাঁদতে কাঁদতে আপনাদের কাছে বললাম, সরে যান… ভাই আপনারা কি মানুষর মধ্যে পড়েন?
আপনারা সরে দাঁড়াননি। কোন ক্লাস, কত বাজে অবস্থা—ওকে হাসপাতালে নিয়ে গিয়ে লাভ নেই—এইগুলো বললেন।
আমি সুস্থ অবস্থায় থাকলে, যিনি বললেন হাসপাতালে নিয়ে লাভ নেই, ওখানেই মেরে দিতাম।

আপনি—যিনি রিকশাভাড়া নিলেন ৩০০ টাকা,
আপনি—যিনি ২ লিটার ঠান্ডা পানির দাম নিলেন ৫০০ টাকা,
আপনারা—যারা রাস্তা ব্লক করে আটকে রেখে ভিডিও করলেন আর মন্তব্য করলেন,
আপনারা—
Each and every one of you will face the hell burn way more than my little soul of a brother faced.
ভাই, ডাক্তার বলসে “ওকে আর ১০-১৫ মিনিট আগে আনলেই বাঁচানো যেত।”
এই কথাটা এখনও কানে বাজছে ভাই… আমি নিজেই বাঁচতে পারছি না।

আমি কী করবো বুঝতে পারছি না। মা-বাবা নাই আমার। আমি একা নিজেই বড় হয়েছি। আমার ভাইকে পড়িয়েছি, ওকে বড় করছিলাম।
আমি দৌড়ে গিয়েছিলাম একটা গেঞ্জি, একটা প্যান্ট, স্মার্ট ওয়াচ (যেটা আমি সারাক্ষণ পরে থাকি) আর ফোন নিয়ে।
স্মার্ট ওয়াচটা ২০০০ টাকায় বিক্রি করে আপনাদের পানি, রিকশাভাড়া—এইসব আমি ম্যানেজ করতে পেরেছি।

বিপদে আমি মানিব্যাগটা নিয়ে বের হইনি। আমি বলেছিলাম বিকাশ থেকে ক্যাশ আউট করে ডাবল দিয়ে দিব।
আপনারা বললেন আমি ভেঙে যাব, দিবেন না।
আমার পোড়া ভাইকে অ্যাম্বুলেন্সে জায়গা নেই।
ফায়ার সার্ভিস, আর্মি—সবাই ব্যস্ত ভিতরে বাচ্চাকে বাঁচাতে।
খালি ১০০, ২০০, ৩০০ মানুষ ভিডিও করার জন্য দাঁড়িয়ে।

আমি এই দুনিয়ায় একা হয়ে গেলাম।
আল্লাহ তোমাদের সবাইকে কঠিন শাস্তি দিবে।

Speechless 😶
(Collected from NSU Faculty Course & Grade Analysis 2.0)

23/07/2025

শহীদ মিরসাদের শোকে তার মা গতকাল রাতেই ইন্তেকাল করেছেন… 💔😭
শেষবারের মতো ছেলের মুখ দেখা তো দূরের কথা, একটি হাড় চেয়েছিলেন শুধু…
বলেছিলেন, ‘আমার ছেলের একটা হাড় হলেও আমায় দিন আপনারা…’
কিন্তু সেটুকুও ভাগ্যে জোটেনি তার…
একজন মা আর একজন শহীদের গল্প যেন শেষ হলো একই ব্যথার পাতায়…”

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ যেন মিরসাদ ও তাঁর আম্মুকে জান্নাতুল ফেরদাউস দান করেন। 🤲
C

23/07/2025

আমার ভাই মিরসাদের লাশ শনাক্ত হইছে , হ্যাঁ লাশ শনাক্ত হইছে। শুনে খুশি লাগতেছে না? আমিও খুশি হইছিলাম! কিন্তু....
( পুরো পড়েন তারপর জানতে পারবেন লাশগুলো কিভাবে শনাক্ত করা হচ্ছে , যাদের সমস্যা আছে দয়া করে পোস্ট এড়িয়ে যাবেন , মিরসাদের চাচী বলছে আর আম্মুর পাশে বসে সব নিজ কানে শুনছি )

বডি পাইছে মানে দেহ আরকি , মানে আমার ভাই আরকি ;

কেমন বডি জানেন? এমন একটা বডি যেখানে মাথা , পা , হাত কিচ্ছু নাই। তো কি আছে? শার্ট পাইছে , ফুল প্যান্ট এর ছেড়া ছেড়া অংশ পাইছে। শার্টের পিছনের অংশে পিঠের চামড়া লেগে আছে। ওর শার্ট যে এইটা কিভাবে বুঝছে? এইটা আম্মুকে শিখায় দেওয়ার পর আম্মু জিজ্ঞাস করছে। কলের ঐপাশ থেকে উত্তরগুলো ছিল এইরকম :

এক আলাদা রুমে নাকি সবার ড্রেসগুলো খুব আলাদা আলাদা করে সিকিউর করে রাখছে , আলাদা আলাদা করে অনেকের পায়ের আঙুল , হাতের আঙ্গুল , কান এইরকম অংশও রাখা আছে ক্লাস ভিত্তিক। মিরসাদের মামা আর নানা আজকে গেলো খোঁজ নিতে , আজকে বিকালে তারা ঢাকা পৌঁছাইছে মাত্র। তারা আজকে লাশ শনাক্ত গেছে কারণ স্কুল কমিউনিটি থেকে কল আসছে , তাঁরা বলছে অন্তত একবার দেখে যান
কোন অংশ পান কিনা! আমরা সবাই তো লাশ এর ছিটে ফোঁটাও পাবো ধরেই নিছিলাম , বুঝাই ফেলছিলাম মনকে সবাই!

তারপর : গেলো লাশ শনাক্ত করতে....

সব ক্লাস ভিত্তিক বক্স থেকে ক্লাস 1 এর বক্সে যত আঙুল , কান যা যা আছে সবগুলো থেকে আলাদা আলাদা স্যাম্পল সংগ্রহ করছে , কিন্তু একটা স্যাম্পলও মিলেনি আন্টির ডিএনএ এর সাথে , মাইশার ডিএনএ এর সাথে।
(উল্লেখিত যে : আন্টি থেকে ডিএনএ স্যাম্পল উনি যখন আইসিইউতে জীবিত ছিলেন তখন নিয়ে রাখা হইছিলো।)
তারপর দেখলো সব সংগ্রহীত শার্ট ঘেটে , একটা শার্টে ঝাপসা লিখা আছে :
মিরসাদ ইসলাম আযান!

ওই শার্টের পিছনে পিঠের অংশে লেগে আছে মাংস আর চামড়া। আন্টি আর ওর বোন মাইশা এর সাথে ডিএনএ টেস্ট করছে শার্টে লেগে থাকা মাংস , চামড়ার অংশ থেকে। আল্লাহ্ এর রহমতে এই স্যাম্পল মিলে গেছে , না মিললে এই শার্ট নিতে পারতো না ফ্যামিলি। এই শার্টে লেগে থাকা চামড়ার অংশ ছাড়া আমার ছোট ভাইয়ের দেহ হিসেবে আর কিচ্ছু নাই , আর কিচ্ছু নাই। এইটাই আমার ছোট্ট ভাইয়ের শরীর।
এই শার্ট দিয়েই জানাজা হবে আমার ভাইয়ের , এইটাই দাফন হবে কবরে।

ওহ্ আল্লাহ্ আমি তোমার পাপি বান্দাহ , আমি তোমার কাছে জানতে চাই কেনো এমন মৃত্যু আমার ছোট ভাইরে দিলা?😓

Cp

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে আহতদের জন্য ব্লাড লাগলে উক্ত  নাম্বারগুলোতে যোগাযোগ করুন IUBAT এর শিক্ষার্থীরা ইমার্জেন্সি এই...
21/07/2025

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে আহতদের জন্য ব্লাড লাগলে উক্ত নাম্বারগুলোতে যোগাযোগ করুন IUBAT এর শিক্ষার্থীরা ইমার্জেন্সি এই লিস্ট তৈরি করেছেন তারা ব্লাড দিতে প্রস্তুত।

কি বানানো হচ্ছে?
09/07/2025

কি বানানো হচ্ছে?

পাখিটা মরা পড়ে ছিলো,সকালে কাপর শুকানোর জন্য,ছাদে গিয়ে দেখি ডেডবডিটা পরে আছে🙃
06/07/2025

পাখিটা মরা পড়ে ছিলো,সকালে কাপর শুকানোর জন্য,ছাদে গিয়ে দেখি ডেডবডিটা পরে আছে🙃

মুখেভাতের কেক ডেকোরেশন ✅
05/07/2025

মুখেভাতের কেক ডেকোরেশন ✅

Friday special ❤️‍🩹
05/07/2025

Friday special ❤️‍🩹

⭕ ৮ থেকে ১২ মাসের বাচ্চাদের খাদ্য তালিকা..!🔶সকাল ৮টা (যখন আপনার বাচ্চা ঘুম থেকে উঠে )চিড়ার পোহা/  সুজি/ ডিম/ ওটস/ হালুয়া...
30/06/2025

⭕ ৮ থেকে ১২ মাসের বাচ্চাদের খাদ্য তালিকা..!
🔶সকাল ৮টা (যখন আপনার বাচ্চা ঘুম থেকে উঠে )
চিড়ার পোহা/ সুজি/ ডিম/ ওটস/ হালুয়া / পায়েস
দই+চিড়া/ রুটি/ খিঁচুড়ি ইত্যাদি
(একেক দিন একেক রকম খাবার দিবেন )
🔶সকাল ১১টাঃ
কলা/ ডিম/ রুটি/ ফল/ টকদই ইত্যাদি
🔶দুপুর ২টা (বাসায় যা রান্না হয় সেটাই দিবেন )
ভাত/ মাছ/ মাংস/ ডাল/ কলিজা ইত্যাদি।
(ভাত চটকে সাথে যেকোনো দুটি উপকরণ দিয়ে
খাওয়াবেন)
🔶বিকাল ৫টাঃ
পায়েস/ পুডিং / হালুয়া/ স্যুপ/ টক দই ইত্যাদি।
🔶রাতেঃ
সবজি খিঁচুড়ি/ ডিম খিঁচুড়ি/ চিকেন খিঁচুড়ি ইত্যাদি।
চাইলে ভাত সবজি ও দিতে পারেন।
👉অবশ্যই সারাদিন শিশুর চাহিদা অনুযায়ী বুকের দুধ খাবে...

আম দুধের পুডিং,, রেসিপি লাগলে কমেন্ট করুন....
25/06/2025

আম দুধের পুডিং,,
রেসিপি লাগলে কমেন্ট করুন....

এটা ছেলে না মেয়ে😁
25/06/2025

এটা ছেলে না মেয়ে😁

Address

West Bangla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayan Zayan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category