12/08/2025
কানাইডাঙ্গা গ্রামের প্রথম বিসিএস ক্যাডার তরুণ সমাজসেবক সাধাসিধে ছেলেটির জন্মদিন আজ,,
বিসিএস নামক সোনার হরিণ জয় করে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের সর্বপ্রথম বিসিএস ক্যাডার জাহাঙ্গীর আলম। শিক্ষার পাশাপাশি গ্রামে অনেক সামাজিক কর্মকান্ডে ইতিবাচক ভূমিকা রাখছেন তিনি। ৩৪ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েও তিনি একজন অতি সাধারন মানুষের মত চলাফেরা করেন। গ্রামের মানুষের হৃদয়ে তিনি খুব প্রিয় একজন মানুষ হয়ে আছেন। বর্তমানে তিনি সততা, নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে চলেছেন। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি দেখা যায় অতিথি হিসেবে। অনুষ্ঠানে তার তথ্যনির্ভর মূল্যবান বক্তব্য শ্রোতারা মন্ত্রমুগ্ধের মত শোনেন। সাধাসিধে ছেলেটি কানাইডাঙ্গা হাইস্কুলের ইতিহাসে ২য় ব্যাচ হিসেবে ২০০২ সালে এসএসসি পাশ করেন। এরপর চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ হতে অনার্স ও মাস্টার্স শেষ করেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। অক্লান্ত পরিশ্রম করে বর্তমানে তিনি শিক্ষার্থীদের মাঝে আলো ছড়িয়ে যাচ্ছেন। আজ গ্রামের প্রিয় মানুষটির জন্মদিন। এই দিনে একটাই চাওয়া জীবনের শেষ সময় পর্যন্ত যেন মানব সেবাই নিজেকে বিলিয়ে দিতে পারেন। প্রিয় মানুষটির জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।