Mtv Bangla - এম টিভি বাংলা

Mtv Bangla - এম টিভি বাংলা নির্ভরযোগ্য সংবাদ, আলোচিত ঘটনা ও ইসলামিক আলোচনার অনন্য সমন্বয়। প্রতিদিনের আপডেট পেতে সাথে থাকুন।
Reliable news, trending stories & Islamic insights every day.

Stay updated, stay connected.

সারাদেশে শুরু হয়েছে ল্যান্ড জরিপ জমি মালিকদের করণীয়বাংলাদেশ ডিজিটাল সার্ভে (BDS) শুরু হয়েছে ল্যান্ড ম্যানেজমেন্টকে ডিজি...
14/09/2025

সারাদেশে শুরু হয়েছে ল্যান্ড জরিপ
জমি মালিকদের করণীয়

বাংলাদেশ ডিজিটাল সার্ভে (BDS) শুরু হয়েছে ল্যান্ড ম্যানেজমেন্টকে ডিজিটাল ও স্বচ্ছ করার উদ্দেশ্যে।
➡️ এটিই হতে যাচ্ছে দেশের প্রথম Plot-to-Plot ডিজিটাল জরিপ, যেখানে জমি চালেন্ডার, দাগ, খতিয়ান এবং মালিকানার তথ্য স্যাটেলাইট ও ড্রোন ব্যবহার করে একসঙ্গে নজরে রাখা হবে ।

🔴🔴এতে ভূমি মালিক হিসেবে আপনার করণীয় হচ্ছেন:

✅ ধাপ–১: নিজের জমির তথ্য যাচাই করুন

আপনার জেলা > উপজেলা > মৌজা > দাগ নম্বর অনুযায়ী Plot-to-Plot ম্যাপে যান

চেক করুন —
✔️ কার নাম বসেছে
✔️ দাগ নম্বর ঠিক আছে কিনা
✔️ জমির পরিমাণ ও সীমা সঠিক চিহ্নিত হয়েছে কিনা

✅ ধাপ–২: অভিযোগ ও আপত্তি জানান দ্রুত

ম্যাপে ভুল দেখলে অনলাইনে **তৎক্ষণাৎ আপত্তি বা অভিযোগ দাখিল করুন।**

BDS-এ প্রত্যেকের জন্য ভিডিও শুনানির সুযোগ থাকবে

মনে রাখবেন—যত দ্রুত দাখিল করবেন, তত সহজ হবে সংশোধন!

✅ ধাপ–৩: দলিল-পর্চা, খাজনা সহ প্রয়োজনীয় কাগজপত্র হাতে রাখুন

রেজিস্ট্রি দলিল, খতিয়ান কপি, মিউটেশন ও খাজনা রশিদ — এগুলো আপলোডের সময় কাজে লাগবে।

ডিজিটাল ম্যাপে ফিডব্যাকে প্রয়োজন হলে এগুলো প্রয়োজন হতে পারে

✅ ধাপ–৪: স্থানীয় ভূমি অফিস/ভ্যালুয়েশন অফিসের ফোকাল পয়েন্টের সাথে যোগাযোগ করুন

Zonal Settlement Office, Upazila Settlement Office বা DC office–তে গোলযোগ মারতে সাহায্য পাবেন।

ফোন করে নির্দিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলুন

✅ ধাপ–৫: সুনির্দিষ্ট নজর ও ট্র্যাকিং রাখতে ভুলবেন না

Plot-to-Plot ম্যাপে আপনার সংশোধন অনুরোধের অবস্থা নিয়মিত চেক করুন।

শুনানির তারিখ, স্ট্যাটাস মেসেজ ইত্যাদি ডট-কমে পাবেন— নিয়মিত নজর রাখুন

⚠️ কেন এখনি করণীয়:

1. ✅ একবার BDS চলে গেলে আর পুরনো দলিলের ভিত্তিতে মানে হালনাগাদ যোগাযোগ করা কঠিন হবে

2. ✅ ভুল ধরলে জমি হারানোর ঝুঁকি থাকবে

3. ✅ মোবাইল-লাইনে মুহূর্তে বাধা/জন্য তদারকি করা যাবে না

✍️ আপনার করণীয়:

Plot-to-Plot ম্যাপে নিজের দাগ চেক করুন

ভুল থাকবে, এখনই অভিযোগ করুন

প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন

হারানো বিজ্ঞপ্তিসবাইকে শেয়ার করার অনুরোধ রইলো। কুমিল্লার দাউদকান্দি উপজেলা হাসনাবাদ চাইরআনি গ্রামের স্বপন ব্যাপারীর ছেল...
14/09/2025

হারানো বিজ্ঞপ্তি
সবাইকে শেয়ার করার অনুরোধ রইলো।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা হাসনাবাদ চাইরআনি গ্রামের স্বপন ব্যাপারীর ছেলে( ইয়ামিন) বয়স ১২) গতকাল সকাল ৯ টায় বাসা থেকে বাহির হয় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে কিন্তু মাদ্রাসা থেকে ফোন আসে ইয়ামিনের বাড়িতে ইয়ামিন আজ মাদ্রাসায় আসেনি। ইয়ামিনের বাবা জানায় ইয়ামিন গতকাল ৯ টায় মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়েছিল। অনেক খোঁজাখুঁজি করার পরেও ইয়ামিনকে খুঁজে পাওয়া গেল না।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান বা কোন তথ্য জেনে থাকেন তবে দয়া করে নিচে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

যোগাযোগ: 01610941994

আপনাদের সামান্য সহযোগিতা একটি পরিবারের অশ্রু মুছাতে পারে

14/09/2025

পবিত্র ঈদে মিলাদুন্নাবী ﷺ উপলক্ষে আব্বাসী মঞ্জিলে চমৎকার বক্তব্য রাখছেন
আব্দুর রহমান জাবেরী 01687296901

13/09/2025

দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ২ নং ওয়ার্ডে জামায়াতের আয়োজিত সমাবেশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয়েছে নতুন চমক। স্থানীয়দের উপস্থিতি ও উচ্ছ্বাসে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারি ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে গোয়ালমারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী ও গোয়ালমারি ইউনিয়নের সমাজ সেবক লিয়াজ উদ্দিন লেয়াকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলাম মনোনীত কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জের ফতুল্লা দক্ষিন থানা জামায়াত ইসলামির আমীর মাওলানা মোঃ নাসির উদ্দীন,

এসময় বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা উত্তর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন,দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোহাদ্দেস শরীফ মোঃ রোকন উদ্দিন, উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সেক্রেটারি এডভোকেট মোখলেছুর রহমান,উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ,গোয়ালমারি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবু তাহের সরকার উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি কাউসার আলম,মারুকা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইসমাইল হোসেন তালুকদার ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আফিফ উপস্থিত ছিলেন।

গোয়ালমারি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শাহআলম ফরাজি ও ২নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি ও জামায়াত মনোনীত মেম্বার প্রার্থী কামরুল হাসানের যৌথ সঞ্চালনায় জামায়াতে ইসলামীর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুব সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদর্শ ও নৈতিকতাবোধসম্পন্ন যুবকরাই পারে জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে। আগামীর বাংলাদেশ ইসলামি জীবনব্যবস্থার আলোকে যুবকদের ঐক্যবদ্ধ হতে হবে।

13/09/2025

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারি ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে গোয়ালমারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী ও গোয়ালমারি ইউনিয়নের সমাজ সেবক লিয়াজ উদ্দিন লেয়াকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলাম মনোনীত কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জের ফতুল্লা দক্ষিন থানা জামায়াত ইসলামির আমীর মাওলানা মোঃ নাসির উদ্দীন,

এসময় বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা উত্তর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন,দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোহাদ্দেস শরীফ মোঃ রোকন উদ্দিন, উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সেক্রেটারি এডভোকেট মোখলেছুর রহমান,উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ,গোয়ালমারি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবু তাহের সরকার উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি কাউসার আলম,মারুকা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইসমাইল হোসেন তালুকদার ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আফিফ উপস্থিত ছিলেন।

গোয়ালমারি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শাহআলম ফরাজি ও ২নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি ও জামায়াত মনোনীত মেম্বার প্রার্থী কামরুল হাসানের যৌথ সঞ্চালনায় জামায়াতে ইসলামীর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুব সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদর্শ ও নৈতিকতাবোধসম্পন্ন যুবকরাই পারে জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে। আগামীর বাংলাদেশ ইসলামি জীবনব্যবস্থার আলোকে যুবকদের ঐক্যবদ্ধ হতে হবে।

13/09/2025

ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে

যুব সমাবেশ

প্রধান অতিথি
জনাব মনিরুজ্জামান বাহুল
সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা-১ আসন।

প্রধান আলোচক
মাওঃ মোঃ নাছির উদ্দিন
আমীর- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফতুল্লা দক্ষীন থানা নারায়নগঞ্জ।
প্রিলিপাশ। ফতুল্লা আলীয়া মাদরানা নারায়নগঞ্জ।

বিশেষ অতিথি
মাওলানা মোশাররফ হোসেন সেক্রেটারি, শ্রমিক কল্যান ফেডারেশন, কুমিল্লা জেলা উত্তর।

মুহাদ্দিস শরীফ মোহাম্মদ রোকন উদ্দিন
নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাউদকান্দি উপজেলা।

মোহাম্মদ মোখলেছুর রহমান সহ সেক্রেটারী, শ্রমিক কল্যান ফেডারেশন, কুমিল্লা জেলা উত্তর।

ইঞ্জি: মিজানুর রহমান আরিফ সভাপতি, যুব বিভাগ, দাউদকাদি উপজেলা।

মোঃ আবুতাহের সরকার আমীর- বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালমারী ইউনিয়ন।

মোঃ লিয়াজ উদ্দিন লেয়াকত বিনয় ব্যবসায়ী ও সমাজ সেবক গোয়ালমারী।

স্থান: গোয়ালমারী স্কুল মাঠ।

আয়োজনে: যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২ নং ওয়ার্ড, গোয়ালমারী ইউনিয়ন

13/09/2025
13/09/2025

ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে

যুব সমাবেশের বিশাল মিছিল

প্রধান অতিথি
জনাব মনিরুজ্জামান বাহুল
সংসদ সদস্য পদপ্রার্থী কুমিল্লা-১ আসন।

প্রধান আলোচক
মাওঃ মোঃ নাছির উদ্দিন
আমীর- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফতুল্লা দক্ষীন থানা নারায়নগঞ্জ।
প্রিলিপাশ। ফতুল্লা আলীয়া মাদরানা নারায়নগঞ্জ।

বিশেষ অতিথি
মাওলানা মোশাররফ হোসেন সেক্রেটারি, শ্রমিক কল্যান ফেডারেশন, কুমিল্লা জেলা উত্তর।

মুহাদ্দিস শরীফ মোহাম্মদ রোকন উদ্দিন
নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাউদকান্দি উপজেলা।

মোহাম্মদ মোখলেছুর রহমান সহ সেক্রেটারী, শ্রমিক কল্যান ফেডারেশন, কুমিল্লা জেলা উত্তর।

ইঞ্জি: মিজানুর রহমান আরিফ সভাপতি, যুব বিভাগ, দাউদকাদি উপজেলা।

মোঃ আবুতাহের সরকার আমীর- বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালমারী ইউনিয়ন।

মোঃ লিয়াজ উদ্দিন লেয়াকত বিনয় ব্যবসায়ী ও সমাজ সেবক গোয়ালমারী।

স্থান: গোয়ালমারী স্কুল মাঠ।

আয়োজনে: যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২ নং ওয়ার্ড, গোয়ালমারী ইউনিয়ন

13/09/2025

বারপাড়া ইউনিয়ন ষোপাড়া গ্রামে, অবাক কান্ড

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারোপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামে প্রায় ৩ কোটি টাকার দেনাদারি নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনায় মুন্সিগঞ্জ থেকে বাস ভাড়া করে প্রায় ৪০–৫০ জন মহিলা ও পুরুষ দাউদকান্দিতে এসে জহিরুল ইসলামের ছেলে জাকির মিয়ার স্ত্রী সুমিকে তুলে নেবার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গজারিয়া মুন্সিগঞ্জ থেকে আসা,
ভুক্তভোগীদের অভিযোগ সুমি আগে মুন্সিগঞ্জে ভাড়া বাসায় থাকতেন এবং সেখানে ফুচকার দোকান চালাতেন। ওই সময় তিনি বিভিন্নজনের কাছ থেকে প্রায় ৩ কোটি ১৮ লাখ টাকা নিয়ে দাউদকান্দির নিজ গ্রামে চলে আসেন। পাওনা টাকা আদায়ের জন্য মুন্সিগঞ্জ থেকে বাস ভর্তি নারী-পুরুষের দল এসে উপস্থিত হয় এবং সুমিকে তুলে নেয়।

জাকির মিয়া তার স্ত্রীকে তুলে নেওয়া থেকে আটকাতে না পেরে, মুন্সিগঞ্জ থেকে আসা বাস ভর্তি মানুষের একটি গ্রুপকে স্থানীয় কিছু লোকের সাহায্যে আটকান। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয় এবং উভয় পক্ষকে থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার সময় পরিবেশ এক পর্যায়ে উত্তপ্ত হয়ে খু,ন,খা,রা,বির আশঙ্কা দেখা দেয়। তবে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন সুন্দলপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা তুষার, সুন্দলপুর ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি রাজ্জাক ফকির এবং স্থানীয় ওয়ার্ড মেম্বার আল-আমিন। তাদের অক্লান্ত প্রচেষ্টা ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

ওয়ার্ড মেম্বার আল-আমিন জানান, কিছুদিন আগে গজারিয়া মুন্সিগঞ্জ থেকে ভুক্তভোগীরা তারা আমার কাছে বিচার নিয়ে এসেছিলেন। তিনি তাদের প্রমাণ নিয়ে আসতে বলেছিলেন। তবে আজকের ঘটনাটি সম্পর্কে তিনি কিছুই জানতেন না।

উল্লেখযোগ্য, সুমির বিরুদ্ধে নিজ গ্রাম ষোলপাড়া থেকে ১০–১২ জনের কাছ থেকে প্রায় ৩৬ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা হলেন: দশপাড়া গ্রামের সাদেক মিয়ার স্ত্রী, রশিদের মিয়ার বউ, মোতালেব সরকার, শিমুল টেলিকম, কুদ্দুস মিয়ার স্ত্রী, ফিরোজ মিয়ার স্ত্রী এবং আরও অনেকে।

পুলিশ জানিয়েছে, উভয় পক্ষকে থানায় নিয়ে তথ্যপ্রমাণ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Address

Daudkandi
3518

Alerts

Be the first to know and let us send you an email when Mtv Bangla - এম টিভি বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mtv Bangla - এম টিভি বাংলা:

Share