05/11/2022
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
“যখন তুমি দেখবে কোন বান্দার গুনাহ ও অবাধ্যতা সত্ত্বেও আল্লাহ তাকে দুনিয়া ও তার প্রিয় বস্তুসমূহ প্রদান করেছেন, তখন বুঝে নাও যে, মূলত এটা অবকাশ মাত্র, তিনি দেখছেন এভাবে সে কতদুর যেতে পারে।”
[ মুসনাদে আহমাদ : ১৭৩৪৯; মিশকাত : ৫২০১ ]