Umme Humaira

Umme Humaira ✨ Alhamdulillah for everything. 👩‍❤️‍👨🎊✨
🎊👩‍❤️‍👨🎊-জীবনসঙ্গী মনের মত মানে -👩‍❤️‍👨👩‍❤️‍👨💝🎊
_______👩‍❤️‍👨👩‍❤️‍👨✨-আপনি হ্যাপি -✨👩‍❤️‍👨👩‍❤️‍👨
(6)

নতুন জীবন শুরু করা মানে নতুন আশা, নতুন স্বপ্ন এবং নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া। এটি একটি পরিবর্তনের অধ্যায়, যেখানে পুর...
23/04/2025

নতুন জীবন শুরু করা মানে নতুন আশা, নতুন স্বপ্ন এবং নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া। এটি একটি পরিবর্তনের অধ্যায়, যেখানে পুরনো সব কিছু ছেড়ে সামনে এগিয়ে যাওয়া হয়।

একদিন একজন ব্যক্তি তার পুরনো জীবন থেকে বের হয়ে নতুন কিছু শুরু করার সিদ্ধান্ত নেয়। তার সামনে ছিল অনেক বাধা, অনেক অনিশ্চয়তা, কিন্তু তার মনোবল ছিল দৃঢ়। সে জানত, জীবন যদি একবার সুযোগ দেয়, তবে তা কখনো হাতছাড়া করা উচিত নয়। তাই সে তার পুরনো অভ্যাস এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, নতুন কিছু শিখতে শুরু করে।

প্রথমদিকে কঠিন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সে নতুন অভিজ্ঞতা অর্জন করে এবং বুঝতে পারে যে, জীবন যত কঠিনই হোক না কেন, আমাদের হার মানা উচিত নয়। তার সাফল্য শুধু তার নিজস্ব প্রজ্ঞা এবং অধ্যবসায় দ্বারা সম্ভব হয়েছিল।

এখন তার কাছে নতুন জীবন আর অচেনা নয়, বরং এক নতুন পথের আলো, যেখানে প্রত্যেকটি পদক্ষেপের সঙ্গে নতুন কিছু শিখতে ও বেড়ে উঠতে হয়।

21/03/2025

সেনাপ্রধানকে দোষারোপ করবেন না। "আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না” উনি এই হাদীসের উপর আমল করছেন মাত্র!🙂😂

"وفجأة يتبدّل الحال ويأتي المُحال.. ربك قادر." "হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়, আর যা অসম্ভব মনে হয়, তা বাস্তবে রূপ নেয়...
12/02/2025

"وفجأة يتبدّل الحال ويأتي المُحال.. ربك قادر."

"হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়, আর যা অসম্ভব মনে হয়, তা বাস্তবে রূপ নেয়... আপনার প্রভু সবকিছুর উপর ক্ষমতাবান।"

01/02/2025

আমার কুত্তা, আমার খাইয়া আমারে কয় ঘেউ,,
আমি ভালো আছি বলে কিছু মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে 😂😂😂

28/01/2025

বিহারী তো বিহারী,, 😂😂😂

23/01/2025

একটু ব্যস্ততার কারণে কারো বাসায় যেতে পারছি না,, ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফিরে আসবো আপনাদের মাঝে, ✨🖤✨🖤✨

17/01/2025

গাড়িতে বা যেকোনো যানবাহনে চলার সময় পড়ার সুন্নত দোয়া হলো:

আরবি:
اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَىٰ رَبِّنَا لَمُنْقَلِبُونَ

উচ্চারণ:
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাযি সাখখারা লানা হাযা, ওয়া মা কুন্না লাহু মুকরিনীন, ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন।

অর্থ:
“আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। তিনি পবিত্র, যিনি আমাদের জন্য এই বাহনকে বশীভূত করেছেন এবং আমরা তা পরিচালনা করতে সক্ষম ছিলাম না। আর নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের দিকে ফিরে যাব।”

এই দোয়া পড়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত।

03/01/2025

নতুন বছর এল আনন্দে,
স্বপ্ন পূরণের খোঁজে,
নতুন পথ, নতুন আশা,
আনন্দে থাকুক সব মনের ভালোবাসা।

প্রতিটি দিন হয়ে উঠুক রঙিন,
জীবন হোক আরও সুন্দর ও সজীব,
নতুন বছর নিয়ে আসুক সুখ,
মধুর হোক প্রতিটি মুহূর্ত, সুখের ধ্রুব
Happy New Year 2025 everyone, 🖤

ভালোবাসার মানুষ জীবনের এক অপূর্ব আশীর্বাদ। তিনি শুধুই একজন ব্যক্তি নন, বরং হৃদয়ের এক বিশেষ স্থান। তার প্রতি ভালোবাসা এম...
30/12/2024

ভালোবাসার মানুষ জীবনের এক অপূর্ব আশীর্বাদ। তিনি শুধুই একজন ব্যক্তি নন, বরং হৃদয়ের এক বিশেষ স্থান। তার প্রতি ভালোবাসা এমন এক অনুভূতি, যা সব দুঃখ-কষ্ট মুছে ফেলে জীবনে নতুন আশা ও আনন্দ যোগায়।

ভালোবাসা মানে বোঝাপড়া: ভালোবাসার মানুষকে সত্যিকারের ভালোবাসা মানে তার সুখ-দুঃখে পাশে থাকা, তার অনুভূতিকে সম্মান করা।

সম্মান ও নির্ভরতা: সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক সম্মান এবং বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। ভালোবাসা কখনো একতরফা হতে পারে না।

ছোট ছোট মুহূর্তের গুরুত্ব: ভালোবাসা শুধু বড় বড় উপহার বা মুহূর্তে নয়, বরং ছোট ছোট অনুভূতিপূর্ণ মুহূর্তে লুকিয়ে থাকে।

ক্ষমা ও সহনশীলতা: ভালোবাসার মানুষ ত্রুটিমুক্ত নয়, আমরাও নই। একে অপরকে ক্ষমা করার মানসিকতা থাকলে সম্পর্ক আরও মজবুত হয়।

যে মানুষকে সত্যি ভালোবাসা যায়, তার সাথে জীবনটা আরও রঙিন হয়ে ওঠে। তাকে হারানোর ভয় নয়, বরং তার পাশে থাকার আনন্দই সম্পর্কের মূলমন্ত্র।

Address

Daudkandi

Telephone

+8801635547017

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umme Humaira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Umme Humaira:

Share