14/10/2025
আবদুল্লাহ ইবনু উমর (রাদিয়াল্লাহু আনহুমা) বলেন,
রাসূলুল্লাহ ﷺ আমার দুই কাঁধ ধরে বললেনঃ
> “তুমি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো, যেন তুমি একজন অচেনা ব্যক্তি অথবা একজন পথচারী।”
এরপর ইবনু উমর (রাঃ) নিজে বলতেনঃ
> “যখন সন্ধ্যা হবে, সকাল পর্যন্ত অপেক্ষা করো না;
আর যখন সকাল হবে, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো না।
তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতার আগেই,
এবং জীবনকে কাজে লাগাও মৃত্যুর আগেই।”