Voice Of Daudkandi

Voice Of Daudkandi The OFFICIAL page of Voice Of Daudkandi, the world's largest circulated Bengali tabloid daily.

15/10/2023

বাংলাদেশ আওয়ামী লীগের
দাউদকান্দি থেকে নৌকার মাঝি হতে যাচ্ছেন
কে ???

এই যদি হয় অবস্থা তাহলে আর কি বলার থাকতে পারে? সবাইকে পড়ার অনুরোধ র‌ইলো,না পড়লে পপ্স হবে....বিনোদন পার্টি বিম্পি #বিএনপ...
15/10/2023

এই যদি হয় অবস্থা তাহলে আর কি বলার থাকতে পারে?

সবাইকে পড়ার অনুরোধ র‌ইলো,না পড়লে পপ্স হবে....
বিনোদন পার্টি বিম্পি

#বিএনপি

27/09/2023
গুজব-অপপ্রচার রোধে ইমামদের ভূমিকা রাখতে হবে: ইঞ্জিনিয়ার সবুরআওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো...
10/09/2023

গুজব-অপপ্রচার রোধে ইমামদের ভূমিকা রাখতে হবে: ইঞ্জিনিয়ার সবুর
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, বিএনপি-জামায়াত যেন গুজব ছড়াতে কোনোভাবেই মসজিদ-মাদরাসা ব্যবহার না করতে পারে, সে বিষয়ে ইমামদের ভূমিকা রাখতে হবে। ধর্মকে ব্যবহার করে যেন দেশের শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন করতে হবে। দেশ ও উন্নয়নের স্বার্থে আপনাদের এই কাজ করতে হবে।
সম্প্রতি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারি ইউনিয়নের কালাইর কান্দি মাদরাসায় ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি-জামায়াত জঙ্গি গোষ্ঠীর গুজব, অপপ্রচার ততই বাড়ছে। বিএনপি-জামায়াতের সব গুজব-অপপ্রচারের বিপরীতে জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান জয়, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজালাল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজান খন্দকার, পৌর যুবলীগের আহ্বায়ক আহসান হাবিব মিলন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজু ফকির প্রমুখ।

াংলা

মেঘনা নদীতে ভাসছিল অর্ধগ'লিত গলাকা*টা লা*শবিস্তারিত কমেন্টে-
09/09/2023

মেঘনা নদীতে ভাসছিল অর্ধগ'লিত গলাকা*টা লা*শ

বিস্তারিত কমেন্টে-

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফ্রিকার দেশ মরক্কো। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮ মাত্রা। ভয়াবহ এ ভূমিকম্পে অন্...
09/09/2023

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফ্রিকার দেশ মরক্কো। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮ মাত্রা। ভয়াবহ এ ভূমিকম্পে অন্তত ৫০ জন নিহত হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় আটলাস পর্বতমালার ওকাইমেদেনের স্কাই রিসোর্টের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)। শক্তিশালী এই ভূমিকম্পে রাবাদ থেকে শুরু করে উত্তরের সিদি ইফনিসহ পুরো দেশ কেঁপে ওঠে।

প্রাথমিক অবস্থায় ভূমিকম্প ৫ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। তবে পরবর্তীতে স্থানীয় সংবাদমাধ্যম গাউড.মার বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পে প্রাণ গেছে ৫০ জনেরও বেশি মানুষের।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরাতন মারাখেস শহর। সেখানে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়েছে। আর পুরাতন এই শহরটিতেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। শহরটি ভূমিকম্পের উৎপত্তিস্থলের খুব কাছে অবস্থিত।

যেখানে ভূমিকম্পটি সংঘটিতে হয়েছে সেখানে সাধারণত ভূমিকম্প হতে দেখা যায় না। কিন্তু শুক্রবার যে ভূমিকম্পটি হয়েছে— এটি ওই অঞ্চলে গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল বলে জানিয়েছে ইউএসজিএস।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা আরও জানিয়েছে, মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। আর ভূমিকম্পটির স্থায়ীত্ব ছিল প্রায় ২০ সেকেন্ড।

আর এত দীর্ঘ সময় ধরে ঝাঁকুনি দেওয়ায় সাধারণ মানুষ প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্রুত বাইরে বের হয়ে আসেন। বড় ভূমিকম্পের ১৯ মিনিট পর ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প (আফটারশক) হয়। এরপর আরও কয়েকবার কেঁপে ওঠে ওই অঞ্চলগুলো। ফলে রাতের বেলা ভয়ে বেশিরভাগ মানুষ আর নিজেদের বাড়ির ভেতর প্রবেশ করেননি।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ছবি ও ভিডিও প্রকাশ করেন। এতে দেখা যায়, মারাখাসের বিখ্যাত লাল দেওয়ালের একটি অংশ ধসে পড়েছে।


চলতি মাসেই আন্দোলনের গতি বাড়াতে চায় বিএনপিসরকার পতনসহ একদফা দাবিতে চলতি সেপ্টেম্বর মাসের শেষদিকে রাজপথে আন্দোলনের গতি বা...
09/09/2023

চলতি মাসেই আন্দোলনের গতি বাড়াতে চায় বিএনপি

সরকার পতনসহ একদফা দাবিতে চলতি সেপ্টেম্বর মাসের শেষদিকে রাজপথে আন্দোলনের গতি বাড়াতে চায় বিএনপি। এর আগে নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা ও গায়েবি’ মামলায় ‘বিচার ও সাজা’ দেওয়ার প্রতিবাদে আইনজীবীদের ব্যানারে আদালত চত্বরে শান্তিপূর্ণ অবস্থানসহ নানা কর্মসূচি পালন করবে। বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার ঢাকায় গণমিছিল করবে বিএনপিসহ সমমনা দলগুলো। রাজধানীর একাধিক স্পট থেকে এ গণমিছিল বের করবে বিএনপি ছাড়াও ৪২টি রাজনৈতিক দল। এ কর্মসূচি সফল করতে দলগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

গত ১২ জুলাই সরকারের পতন চেয়ে একদফা আন্দোলন শুরু হয়। আজকের গণমছিল সেই আন্দোলনের ষষ্ঠ কর্মসূচি। আন্দোলনের লিয়াজোঁ কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আমাদের সময়কে বলেন, আমাদের লক্ষ্য গণঅভ্যুত্থান সৃষ্টির মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের ঘোষণা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আজ দুটি গণমিছিল হবে; দুটোই দুপুর আড়াইটায় এবং দুটোই একই গন্তব্যে গিয়ে শেষ হবে। উত্তর বিএনপির গণমিছিল রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল-মালিবাগ রেলগেট-মৌচাক-মালিবাগ মোড়-শান্তিনগর-কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছবে। অন্যদিকে দক্ষিণের গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার-আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আসবে। এরপর দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বিএনপি নেতারা জানান, গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি প্রত্যাশা অনুযায়ী হয়নি। এ কারণে আগস্ট থেকে প্রতিটি কর্মসূচির বিষয়ে বাড়তি নজর রাখে দলের শীর্ষ নেতৃত্ব। আন্দোলনের গতি এমন অবস্থায় নিয়ে যেতে চান শীর্ষ নেতৃত্ব, মোক্ষম সময় পেলে যেন চলমান আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে যাওয়া যায়। নেতারা বলেন, এ জন্য রাজধানীকে গুরুত্ব দিয়ে ঢাকা এবং আশপাশের জেলা ও মহানগরের সাংগঠনিক কার্যক্রমের প্রতি বাড়তি নজর দেওয়া হয়েছে। ঢাকার বাইরে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের কমিটি গঠনে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা বলেন, সব ঠিক থাকলে চলতি মাসের শেষদিকে আন্দোলনের গতি বাড়ানো হবে। ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেন, আমাদের হারানোর কিছু নেই। এখন আমাদের অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের নেতাকর্মীরা ঘরে থাকলেও মামলা-হামলা-গ্রেপ্তার আর গুম-খুনের শিকার হন। কবরে গিয়েও গায়েবি মামলা থেকে রেহাই পান না। এ অবস্থার পরিবর্তনের জন্য তারা যে কোনো আন্দোলনে, যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুতি আছেন।

এ ছাড়া যুগপৎ আন্দোলনের শরিক অন্যান্য জোট ও দলগুলোও আজ শনিবার ঢাকায় নিজ নিজ অবস্থান থেকে গণমিছিলের কর্মসূচি পালন করবে। ‘গণতন্ত্র মঞ্চ’ বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত, ‘১২ দলীয় জোট’ একই সময় বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে শান্তিনগর মোড়, ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ বিকাল ৪টায় পুরানা পল্টন মোড়সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে ফকিরাপুল মোড় এবং ‘গণতান্ত্রিক বাম ঐক্য’ সকাল ১০টায় সেগুনবাগিচা হাইস্কুলের সামনে থেকে পল্টন মোড় পর্যন্ত গণমিছিল করবে। এ ছাড়া এলডিপি বেলা ৩টায় কারওয়ানবাজারের এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে, ‘গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)’ যৌথভাবে বিকাল ৪টায় মতিঝিলের নটর ডেম কলেজের উল্টোদিকে গণফোরাম চত্বর থেকে, গণঅধিকার পরিষদ (নুর) বিকাল ৪টায় পুরানা পল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) একই সময় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে, লেবার পার্টি সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) বেলা ১১টায় বিজয়নগর বিজয়-৭১ চত্বরে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে। এনডিএম দুপুর সাড়ে ১২টায় পুরানা পল্টনস্থ ফটোসাংবাদিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে।

গত ১২ জুলাই একদফা আন্দোলনের ঘোষণার পর বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা গণমিছিলের কর্মসূচি পালন করে। সর্বশেষ গত ২৪ ও ২৫ আগস্ট ঢাকাসহ সারাদেশে কালো পতাকা গণমিছিল করেছে তারা।

াংলা

দেশে-বিদেশে ড. মোশাররফের অঢেল অর্থ সম্পদের সন্ধান
07/09/2023

দেশে-বিদেশে ড. মোশাররফের অঢেল অর্থ সম্পদের সন্ধান

মক্কায় কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি ফয়সালসৌদি আরবের পবিত্র মক্কায় ৪৩তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল ক...
07/09/2023

মক্কায় কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি ফয়সাল

সৌদি আরবের পবিত্র মক্কায় ৪৩তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন ও তাফসির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দুই বাংলাদেশি হাফেজ নিজ নিজ গ্রুপে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছেন। প্রতিযোগিতায় ১১৭টি দেশের ১৬৬ জন হাফেজ অংশ নেয়।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে মসজিদে হারামের নতুন সম্প্রসারিত অংশে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে পুরস্কারের অর্থ ও সম্মাননা সনদ তুলে দেন মক্কা মোকাররমার গভর্নর শায়খ বান্দার বিন সুলতান বিন আবদুল আজিজ ও সৌদি আরবের ধর্ম মন্ত্রী শায়খ ড. আব্দুল লতীফ।

প্রতিযোগিতায় তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন হাফেজ ফয়সাল আহমদ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৫২ লাখ টাকা), সম্মাননা সনদ ও ক্রেস্ট।

প্রতিযোগিতায় তাজবিদসহ ১৫ পারা হিফজ গ্রুপে অংশ নেওয়া অপর প্রতিযোগী হাফেজ মো. মুশফিকুর রহমান চতুর্থ স্থান লাভ করেছেন। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ২০ হাজার সৌদি রিয়াল (৩৪ লাখ ৬০ হাজার টাকা) সম্মাননা সনদ ও ক্রেস্ট।

হাফেজ ফয়সাল আহমদ রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। ইতোমধ্যে তিনি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে মেধার স্বাক্ষর রেখেছে। সর্বশেষ চলতি বছরের মার্চ মাসে লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে সে।

গত ২৫ আগস্ট সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মক্কায় ৪৩তম আন্তর্জাতিক এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার পাঁচ ক্যাটাগরিতে বিজয়ীরা পাবেন সর্বমোট ৪০ লাখ সৌদি রিয়াল পুরস্কার।

গত বছর (২০২২) এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে হাফেজ সালেহ আহমদ তাকরীম অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন। বিজয়ী হিসেবে তিনি এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট লাভ করেন। এর আগে এই প্রতিযোগিতায় ২০১৩ সালে ৭০টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন হাফেজ নাজমুস সাকিব। ২০১৭ সালে ৭৩টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন হাফেজ আবদুল্লাহ আল মামুন।

#মুর্শিদাবাদ #মসজিদে_হারামে

জমি বিক্রি করে হয়রানির শিকারদাউদকান্দিতে জমি বিক্রির সব টাকা পরিশোধ না করেই চেক ও স্ট্যাম্প উদ্ধারের নামে মিথ্যা মামলা ...
07/09/2023

জমি বিক্রি করে হয়রানির শিকার

দাউদকান্দিতে জমি বিক্রির সব টাকা পরিশোধ না করেই চেক ও স্ট্যাম্প উদ্ধারের নামে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হানিফ সরকার নামে এক ভুক্তভোগী।

বুধবার দুপুরে উপজেলার গৌরীপুরের আঙ্গাউড়ায় হানিফের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী হানিফ সরকার বলেন, আমি গৌরীপুর নিবাসী ইকরাম হোসেনের কাছে ২ বছর আগে বিক্রিত জমি ইকরাম হোসেনের নামে রেজিস্ট্রারি করে দিয়েছি। এরমধ্যে ইকরাম আমাকে ২ কোটি ১৫ লাখ টাকা নগদ পরিশোধ করে এবং বাকি ১ কোটি ৬৫ লাখ টাকার লিখিত স্ট্যাম্প এবং (২২/১২/২০১৭ইং) তারিখের একটি চেক প্রদান করে। কিন্তু এখন ইকরাম হোসেন উদ্দেশ্যমূলকভাবে চেক ও স্ট্যাম্প ফেরতের দাবিতে বিভিন্নভাবে আমাকে চাপ প্রয়োগ করছে।

একপর্যায়ে চেক ও স্ট্যাম্প উদ্ধারের নামে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে ইকরাম হোসেন।

হানিফ সরকার তার অভিযোগে আরও বলেন, ইকরাম চেক ও স্ট্যাম্পের জন্য হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। ইকরামের ভয়ে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান হানিফ সরকার। তিনি বিষয়টি প্রতিকারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

দৈনিক জনকন্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদ ৷
শামীম রায়হান, দৈনিক জনকন্ঠ, দাউদকান্দি।

মমতাজের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি #মমতাজ  #ভারত  #মামলা  #কলকাতা  #হাইকোর্ট  #মুর্শিদাবাদ  #আদালত
07/09/2023

মমতাজের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি
#মমতাজ #ভারত #মামলা #কলকাতা #হাইকোর্ট #মুর্শিদাবাদ #আদালত

Address

Daudkandi
3516

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Daudkandi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Daudkandi:

Share