Mufti Muhibbullah Al-mahdi

Mufti Muhibbullah Al-mahdi يا داخل الدار صلِي على النبي المختار
(1)

আমি মিরপুর-১০ থেকেআর আপনি?
21/08/2025

আমি মিরপুর-১০ থেকে
আর আপনি?

আপনাকে অনেক বেশি ভালোবাসি আব্বা
31/07/2025

আপনাকে অনেক বেশি ভালোবাসি আব্বা

ছারছীনা দরবার শরীফ সবার জন্য উন্মুক্তদোয়া নিতে সবাই আসে ও আসবে।তবে একদল দোয়ার প্রয়োজনে আসলেওপ্রয়োজন সেরে গেলে তারাই দরবা...
30/07/2025

ছারছীনা দরবার শরীফ সবার জন্য উন্মুক্ত
দোয়া নিতে সবাই আসে ও আসবে।

তবে একদল দোয়ার প্রয়োজনে আসলেও
প্রয়োজন সেরে গেলে তারাই দরবার নিয়ে বিষোদগার করে।
____Muhib Al-mahdi

25/07/2025

উত্তরায় বিমান দু*র্ঘট*নায় আ*হত নি*হ*ত সকলের জন্য দোয়া করতে সম্মানিত ইমাম ও খতিবদের প্রতি অনুরোধ করা হলো।

23/07/2025

স্কুলের ঘণ্টা বেজেছে।
সব বাচ্চারা জান্নাতের নতুন ক্লাসরুমে দৌড়ে যাচ্ছে।
মেঘের মতো নরম মাটিতে পা ফেলে সবাই হেঁটে আসছে হাসতে হাসতে।
কেউ বই আনেনি, কেউ খাতা আনেনি। এখানে ওসব কিছুই লাগেনা।

ম্যাম মেহরিন এসে গেছেন।
সাদা পোশাকে, মুখে মৃদু হাসি।
তিনি ডাকছেন - মিরসাদ! সায়মা! হানিফ! রাইশা!
সবাই উপস্থিত। কেউই অনুপস্থিত না আজ।

একটা ছোট নোটিশ এসেছে—
"আজ ক্লাস শেষে ফুলবাগানে পিকনিক হবে।"
সবাই ব্যাগ গুছাচ্ছে।
তারা ব্যাগে রাখছে খুশি, হাসি আর ছোট্ট ছোট্ট দোয়া।

ম্যাম দরজার সামনে দাঁড়িয়ে।
এক এক করে সবাই বের হচ্ছে হাত ধরে।
মিরসাদ বের হলো, সায়মা বের হলো, তাসনিমও।
তাদের মুখে কুসুম রোদ ঝরে ঝরে পড়ছে।

ফুলবাগানে তারা দৌড়াচ্ছে।
ফুলগুলো মানুষের মতো হেসে হেসে বাচ্চাদের দিকে ঝুঁকে পড়ছে।
তাদের গায়ে ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ।

আকাশে রংধনু লটকে আছে।
তার নিচে ঝুলছে একটা সাদা বোর্ড।
সেখানে লেখা "আজকে পৃথিবীতে আগুনে পুড়ে যারা আসছে, তারা জান্নাতের ভিআইপি গেস্ট।"

আল্লাহ নিজে এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন।
বলছেন—
"তোমরা কষ্ট পাওনি, আমি জানি। এখন শুধু খুশি হও, বাচ্চারা।"

সন্ধ্যা ঘনিয়ে এলো।
সব বাচ্চারা ক্লান্ত হয়ে মেঘের বিছানায় ঘুমিয়ে গেলো।
তাদের কেউ আর জাগাবে না ক্লাসের জন্য।
আর কোনো বেল বাজবে না, আর কোনো আগুন আসবে না।

একটা পায়রা এসে তাদের মাথার পাশে বসে বললো—
"ঘুম পারানি মাসি পিসি মোদের বাড়ি এসো......"

ম্যাম স্কুলের ওই দরজায় দাঁড়িয়ে বাচ্চাদের ঘুম দেখছেন। কেমন মিটিমিটি হাসছেন।

কোন ভয় নেই তবুও তিনি দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন -
সব বাচ্চার নিরাপত্তার জন্য।

20/07/2025

এই মানিক কাকা🤣
কেমন আছো? 🤣

আলহামদুলিল্লাহ অবশেষে ভাইপো কাম সেরে ফেলেছে।😆মুসলিম হলে আমিন না লিখে যাবেননা।🐸
20/07/2025

আলহামদুলিল্লাহ অবশেষে ভাইপো কাম সেরে ফেলেছে।😆
মুসলিম হলে আমিন না লিখে যাবেননা।🐸

18/07/2025

আমার মাগো
আমার মাগো
আমার মাগো

জুমুআ মুবারক ❤️
18/07/2025

জুমুআ মুবারক ❤️

13/07/2025

ছাত্র ভাইদের দেশ ইমারাতে ইসলামিয়ার সেনা প্রধান
মোল্লা ক্বারী ফাসিহ উদ্দীন হাফিজাহুল্লাহ।

ওনাদেরও ঈমান আর আমাদেরও ঈমান আকাশ-পাতাল ব্যবধান।🥺

Address

Daudkandi
3516

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Muhibbullah Al-mahdi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mufti Muhibbullah Al-mahdi:

Share