দেবিদ্বারের বিখ্যাত কিছু ছবি

দেবিদ্বারের বিখ্যাত কিছু ছবি দেবিদ্বারের সকল খবর আপডেট পেতে সবার আগে আমাদের পেইজটি Follow করে পাসে থাকুন ধন্যবাদ।

সমাবেশ বিজ্ঞপ্তি১৪ নং সুলতানপুর ইউনিয়নের উদ্যোগেজাতীয় সংসদ নির্বাচনী প্রচার উপলক্ষে ইউনিয়নভিত্তিক সমাবেশপ্রধান অতিথিসেলি...
26/11/2025

সমাবেশ বিজ্ঞপ্তি

১৪ নং সুলতানপুর ইউনিয়নের উদ্যোগে
জাতীয় সংসদ নির্বাচনী প্রচার উপলক্ষে ইউনিয়নভিত্তিক সমাবেশ

প্রধান অতিথি

সেলিনা রহমান
কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপি
সাবেক মন্ত্রী

উদ্বোধক

অধ্যাপক সেলিম ভূইয়া
কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপি

বিশেষ অতিথিবৃন্দ

ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহ্সান মুন্সী
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি
সাবেক চারবারের সংসদ সদস্য

সাইদুর রহমান লিটন
বেলজিয়াম বিএনপির সভাপতি
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য

আশিকুর রহমান মোহাম্মদ ওয়াসিম
সদস্য সচিব, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

উদবাতুল বারী আবু
সভাপতি, কুমিল্লা মহানগর বিএনপি

আক্তারুজ্জামান সরকার
আহবায়ক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি

এ এফ এম তারেক মুন্সী
সদস্য সচিব, কুমিল্লা উত্তর জেলা বিএনপি

ব্যারিস্টার Rezviul Ahsan Munshi
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
কুমিল্লা উত্তর জেলা বিএনপি

Adv. Touhid Babu
সাবেক সাধারণ সম্পাদক
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল

সভাপতিত্ব করবেন

জনাব এনামুল হক এনাম
সাবেক সভাপতি, ১৪ নং সুলতানপুর ইউনিয়ন বিএনপি

সময় ও স্থান

📅 ২৮ নভেম্বর ২০২৫ (শুক্রবার)
🕒 বিকাল ৩টা
📍 কুরছাব উচ্চ বিদ্যালয় মাঠ

25/11/2025
24/11/2025

#দেবিদ্বার কুমিল্লা।

দেবিদ্বা‌রের অ‌বিসংবা‌দিত নেতা। যা‌কে ছাড়া দে‌বিদ্বা‌রের ই‌তিহাস লেখা অপুর্ন তিনি হ‌লেন অপরা‌জিত চার বা‌রের সা‌বেক সংসদ ...
24/11/2025

দেবিদ্বা‌রের অ‌বিসংবা‌দিত নেতা। যা‌কে ছাড়া দে‌বিদ্বা‌রের ই‌তিহাস লেখা অপুর্ন তিনি হ‌লেন অপরা‌জিত চার বা‌রের সা‌বেক সংসদ সদ‌স‌্য ই‌ঞ্জি‌নিয়ার Manjurul Ahsan Munshi
ফরম তু‌লেই ব‌লে দে‌বিদ্বা‌রের এম‌পি, অহংকারটা কে করল। আর চার বা‌রের এম‌পি অহংকার করবে না, কে অহংকার কর‌বে।
যু‌দ্বের ময়দা‌নে নে‌বে কথায় যু‌দ্বে হে‌রে গে‌লে‌তো ভোট পর্যন্ত লড়‌বেন কিভা‌বে।
রিক্সা ড্রাইভার বেগম খা‌লেদা জিয়া‌কে নি‌য়ে যে বেফাস মন্তব‌্য করল, সারা‌দিন এন‌সি‌পি জামাত নেতারা বিএন‌পি নেতা‌দের নি‌য়ে বেফাস কথা বল‌তেই থা‌কে তখন কই তথাক‌থিত চুশীল নেতারা কথা ব‌লেনা।
আপনারা দেখ‌বেন আর আমরা ব‌সে থাকব, আমরা ও আ‌ছি নেতার জন‌্য, যে ‌নেতা কিনা দে‌বিদ্বা‌রের উন্নয়‌নের প‌রিক্ষীত নেতা। যার হাতে দে‌বিদ্বা‌রের উন্নয়‌নের সুচনা,তার হা‌তেই থাক‌বে দে‌বিদ্বা‌রের দা‌য়িত্ব ইনশাহআল্লাহ।

#কুমিল্লা_৪

15/11/2025

ওনি কি মানুষ নাকি যন্ত্রু

দেবীদ্বার••••••••পিতার হত্যাকান্ডে দুই পুত্র নয়, স্ত্রী-ভাই ও ভাইয়ের শ্যালকের দায় স্বীকার*******************************...
21/09/2025

দেবীদ্বার
••••••••
পিতার হত্যাকান্ডে দুই পুত্র নয়,
স্ত্রী-ভাই ও ভাইয়ের শ্যালকের দায় স্বীকার
***********************************
নিখোঁজ নাটক সাজিয়ে স্বামীকে হত্যা,
আদালতে জবানবন্দী
=======================
এবিএম আতিকুর রহমান বাশার/

কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজ নাটক সাজিয়ে গৃহকর্তা করিম ভূঁইয়া (৪৫)-কে হত্যা করার দায় আদালতে স্বীকার করেছেন তার স্ত্রী মোসাঃ তাসলিমা বেগম (৪০), শ্যালক মোজাম্মেল হক (৫০), মো. ইসরাফিল (৩৮) এবং মোজাম্মেলের শ্যালক গোলাম হাক্কানী (৩২)। তবে নিহতের দুই পুত্র তানজিদ ভূঁইয়া (১৯) ও তৌহিদ ভূঁইয়া (২১) এ ঘটনায় কোনো সংশ্লিষ্টতা নেই বলে প্রমাণিত হয়েছে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

১৬৪ ধারার জবানবন্দীতে তাসলিমা বেগম জানান, তার স্বামী করিম ভূঁইয়া প্রায়ই মাদকাসক্ত হয়ে স্ত্রী-সন্তানদের শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বিষয়টি ভাইদের জানালে তারা ১৩ আগস্ট করিম ভূঁইয়াকে ডেকে নেন। একপর্যায়ে বাড়ির টিউবওয়েলের পাশে কথা কাটাকাটির সময় মোজাম্মেল হক লাঠি দিয়ে করিম ভূঁইয়ার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরে প্রথমে লাশ খালে ফেলে দেওয়া হয়। পরদিন হাত-পা বেঁধে মোজাম্মেলের বাড়ির সেফটি ট্যাঙ্কিতে লুকিয়ে রাখা হয়। দীর্ঘ ৩৫ দিন পর ১৭ সেপ্টেম্বর হাত-পা বাঁধা গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত মোজাম্মেল, ইসরাফিল ও হাক্কানীকে আদালত এক দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে তারা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান আসামি তাসলিমা বেগম জবানবন্দী দিয়ে হত্যার বিস্তারিত বর্ণনা দেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই আমির হোসেন ভূঁইয়া বাদী হয়ে স্ত্রী তাসলিমা, ভাই মোজাম্মেল, ইসরাফিল, শ্যালক হাক্কানীসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং-১৩, তারিখ: ১৯/০৯/২০২৫)।

নিহত করিম ভূঁইয়া উপজেলার বড়শালঘর গ্রামের আবুল কাশেম ভূঁইয়া ও রোকেয়া বেগমের পুত্র। তিনি গত ১৩ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার ভাই থানায় নিখোঁজ ডায়েরি করেন (নং-৮৩৪, তারিখ: ১৬/০৮/২০২৫)।
২১/০৯/২০২৫ইং।

কোম্পানীগঞ্জ জিয়া মার্কেট জননী টেলিকম ৩০/০৭/২০২৫ইং তারিখ রাত ৮.০০ দিকে দুইটি ফোন চুরি করে নিয়ে যায় ,  1. Samsung Galaxy...
31/07/2025

কোম্পানীগঞ্জ জিয়া মার্কেট জননী টেলিকম ৩০/০৭/২০২৫ইং তারিখ রাত ৮.০০ দিকে দুইটি ফোন চুরি করে নিয়ে যায় ,
1. Samsung Galaxy S23 Ultra
2. iPhone 13 Pro Max

যদি কেউ চোরকে চিনে থাকেন বা কোনো তথ্য জানেন, তাহলে দয়া করে দ্রুত আমাদের জানাবেন।

❤️❤️😥😥
06/06/2025

❤️❤️😥😥

নতুন ১ হাজার টাকা নোট কেমন লাগলো দেখে ❤️
04/06/2025

নতুন ১ হাজার টাকা নোট কেমন লাগলো দেখে ❤️

ভালো কাজ
25/05/2025

ভালো কাজ

দেবিদ্বার থানা গেইট কেন্দ্রীয় জামে মসজিদ
21/05/2025

দেবিদ্বার থানা গেইট কেন্দ্রীয় জামে মসজিদ

Address

Debidwar

Alerts

Be the first to know and let us send you an email when দেবিদ্বারের বিখ্যাত কিছু ছবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেবিদ্বারের বিখ্যাত কিছু ছবি:

Share

Category