
19/09/2024
মেধা দিয়ে যদি ক্ষুধার্তকে না চিনে ,তাহলে কিসের মেধাবী তারা? সুস্থ্য ও উন্মাদের মধ্যে পার্থক্য বুঝতে না পারো ছেড়ে দাও ঐ প্রাচ্যের অক্সফোর্ড।
ভাত খাওয়ানোরর সময় তোফাজ্জলকে জিজ্ঞেস করা হয়, খাবার কেমন হয়েছে? তোফাজ্জল মাথা নেড়ে বলেন, ভালো। তারপর নিরীহ মানুষটাকে তোমরা,,,,, আমি বাকরুদ্ধ!
আমরা কবে মানুষ হবো???