
20/06/2025
আসসালামু আলাইকুম ,১ নং বড় শালঘর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ছোট শালঘর গ্রামের অন্তর্ভুক্ত এই রাস্তাটি। এই রাস্তাটি গত ৫ মাস আগে কাজ নিয়ে ঠিকাদার পালিয়ে যান। ৩১/৫/২০২৫ দেবিদ্দার বার্তা একটি মিডিয়ার মাধ্যমে ভিডিও এবং নিউজ প্রকাশ করার পর । তখন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসারের নজরে পড়েন। তারপর তিনি জরুরীভাবে কাজটি করতে আগ্রহ দেখান এবং শুরু করেন। তখন অনেকেই দাবি করেছিলেন অমুক ভাই তমুক ভাই কাজটি করতে নির্বাহী অফিসারের সাথে কথা বলেন। এই রাস্তাটি বর্তমান যে বেহাল অবস্থা আপনারা কি এখনো কি খোঁজ খবর নিয়েছেন। এখন আপনারা কোথায় এখনো তো রাস্তার কাজটি অসম্পূর্ণ রয়ে গেল । দয়া করে অতি শীঘ্রই কাজটি সম্পন্ন করার অনুরোধ রইলো। ছোট শাল গ্রামবাসীর পক্ষ থেকে সবাই প্রাণের দাবি।
C