23/12/2025
ধামতী দরবার শরীফ কেন্দ্রীয় বাইতুল আজিম জামে মসজিদ
ধামতীর বুকে জ্বলে যে নূরের প্রদীপ,
বাইতুল আজিম—ইমানের এক দীপ্ত দীপ।
আজানের ধ্বনিতে কাঁপে হৃদয়-প্রাণ,
সিজদায় নত হয় শত সহস্র ঈমান।
এই পবিত্র প্রাঙ্গণে যাঁর ছিল অবদান,
মরহুম আব্দুল হালিম সাহেব (রহ.)—মহান।
নিঃস্বার্থ সেবায় গড়েছেন দ্বীনের ঘর,
তার আদর্শ আজও জাগ্রত অন্তরপর।
আর যিনি দেখান হেদায়েতের পথ,
বাহাউদ্দীন আহমাদ পীর সাহেব—আলোকিত পথ
তাসাউফের বাণীতে, আদব ও ইখলাসে,
মানুষকে ডেকেছেন রবের ভালোবাসে।
দরবার শরীফ—শান্তির এক আশ্রয়,
ভাঙা হৃদয় পায় এখানে নির্ভয়।
দোয়ার হাত তুলে মোনাজাতে ভিজে যায়,
রহমতের ছায়ায় ক্লান্ত মন ঠাঁই পায়।
হে রব, কবুল কর এই পবিত্র স্থান,
রাখো হেফাজতে দ্বীন ও ঈমান।
মরহুমদের দাও জান্নাতুল ফেরদৌসের বাস,
ধামতী দরবার থাকুক হক পথে চিরস্থায়ী আলোক-প্রকাশ।
সৈয়দ শামসুল আলম
কুমিল্লা চান্দিনা
খাদেম ধামতী দরবার শরীফ