24/02/2025
কবিরুল ইসলাম জয়, বাসা ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে। আন্দোলনে অংশগ্রহণ করে চোখে গুলি লাগছিলো ৪ অগাস্ট। দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিল ঢাকায়। ঢাকা হতে চিকিৎসা নিয়ে আসার সময় আজকে সকাল ৫:৩০ মিনিটে বাস থেকে ঠাকুরগাঁও এর ভুল্লিতে নামা মাত্রই চার থেকে পাচ টা মোটরসাইকেল এ ছাত্রলীগ ও যুবলীগের কিছু সন্ত্রাসী এসে দা দিয়ে কুপিয়ে আহত করে। এখন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছে।
যারা স্বৈরাচারকে ডিফেন্ড করেন,তাদের মাফ করে দেওয়ার কথা বলেন....কিছু টের পাচ্ছেন?