
04/08/2025
🛣️ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক: মৃত্যুর ফাঁদে প্রতিদিন!
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক এখন আর সাধারণ একটা রাস্তা নয়, এটি যেন প্রতিনিয়ত মৃত্যুর ফাঁদে রূপ নিয়েছে। প্রতিদিন এই সড়কে ছোট-বড় দুর্ঘটনায় কত স্বপ্ন, কত পরিবার তছনছ হয়ে যাচ্ছে — তার কোন সঠিক হিসাব নেই।
🚧 কারণগুলো কী?
বেহাল সড়ক অবস্থা
যানজট ও বেপরোয়া গতির যানবাহন
ওভারটেকের প্রতিযোগিতা
ট্রাক-বাস, সিএনজি চালকদের অসাবধানতা
রাস্তার পাশে বাজার ও অবৈধ স্ট্যান্ড
পথচারীদের অসতর্কতা
😢 ফলাফল? একটি দুর্ঘটনা মানেই একাধিক প্রাণহানি, একটি পরিবারের সব হাসি থেমে যাওয়া, স্বপ্নভঙ্গ আর স্থায়ী কান্নার গল্প।
📣 সমাধান কী? ✅ রাস্তা সংস্কার ও সম্প্রসারণ
✅ ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ
✅ চালকদের ট্রেনিং ও লাইসেন্স যাচাই
✅ রাস্তার পাশে বাজার উচ্ছেদ
✅ স্পিডব্রেকার ও জেব্রাক্রসিং স্থাপন
✅ জনসচেতনতা বৃদ্ধি
🙏 আমরা চাই না আর কোনো মা তার সন্তানের লাশ ধরুক। আমরা চাই না কোনো শিশু তার বাবার লাশের পাশে দাঁড়িয়ে কান্না করুক।
👉 আসুন সবাই সচেতন হই, অন্যকে সচেতন করি, আর কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই — এই মৃত্যুর ফাঁদকে নিরাপদ মহাসড়কে রূপান্তরিত করতে হবে এখনই!
#সড়কদুর্ঘটনা #কুমিল্লা_সিলেট_মহাসড়ক #সচেতনতা