
27/07/2023
#বাবার_প্রতি_ভালোবাসা
কয়লার খনিতে কাজ করা একজন শ্রমিক। আপনি আমি যখন ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাসফাস করছি তখনও সে কাজ করে যাচ্ছে। সে জানে বিকেল না হলে তার মজুরি মিলবেনা, পরিবারের সদস্যদের মুখে খাবারও উঠবেনা।
এসব ভাবলে নিজের জীবনকে অনেক বিলাসবহুল মনে হয়,আজকের যেই কাজটি অনেক কঠিন মনে হচ্ছে, তা অতি সহজতর লাগে।
এ জীবনে কোনো কাজই সহজ নয়, তেমনি কঠিন ও নয়, তাই যা আছে তা নিয়ে অভিযোগ করা নিছক বোকামি।
#সংগৃহীত