Masum's Reaction

Masum's Reaction মানুষ কি বলবে? এই নিয়া আমি ভাবিনা

10/06/2025

I got over 500 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

রিয়েকশন ভিডিও কেমন লাগে?
09/06/2025

রিয়েকশন ভিডিও কেমন লাগে?

প্রবাসীদের ঈদ—এই শব্দগুলোতেই এক অন্যরকম অনুভূতি জড়িয়ে আছে। বিদেশে কর্মরত লাখো বাংলাদেশি ঈদ পালন করেন পরিবার-পরিজন থেকে দ...
06/06/2025

প্রবাসীদের ঈদ—এই শব্দগুলোতেই এক অন্যরকম অনুভূতি জড়িয়ে আছে। বিদেশে কর্মরত লাখো বাংলাদেশি ঈদ পালন করেন পরিবার-পরিজন থেকে দূরে, অচেনা এক পরিবেশে। এই অনুভূতির সঙ্গে আছে হাসি-কান্না, স্মৃতির টানাপোড়েন, আর স্বপ্নপূরণের লড়াই।

🕌 প্রবাসীদের ঈদ কেমন হয়?

১. নতুন পরিবেশে ঈদের সকাল:
প্রবাসে ঈদের দিনটা শুরু হয় কর্মব্যস্ত সকাল দিয়ে—অনেক সময় ছুটিও মেলে না। যারা ছুটি পান, তারা চেষ্টা করেন স্থানীয় মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করতে। কিছু এলাকায় প্রবাসীরা একত্র হয়ে নিজ উদ্যোগে ঈদের জামাতের আয়োজন করেন।

2. পরিবারের অভাব:
সবচেয়ে কষ্টের জায়গাটা হলো—পরিবারকে মিস করা। মায়ের হাতের সেমাই, বাবার হাসিমাখা মুখ, ভাই-বোনের আনন্দ—সব কিছু স্মৃতিতে ভাসে। ফোনে বা ভিডিও কলে কিছুটা হলেও সেই শূন্যতা পূরণ করার চেষ্টা করেন প্রবাসীরা।

3. বন্ধু-ভাইয়েরা হয়ে ওঠে পরিবার:
একই দেশের বা একই গ্রামের প্রবাসীরা একসাথে মিলেমিশে ছোট্ট পরিসরে আয়োজন করেন খাওয়া-দাওয়া, আড্ডা আর দোয়ার মাহফিল। প্রবাসের ভাইরাই তখন হয়ে ওঠে নতুন পরিবার।

4. কাজের চাপেও আনন্দের চেষ্টা:
অনেকে ঈদের দিনও কাজ করেন, কারণ ছুটি পাওয়া কঠিন। তবুও কাজের ফাঁকে একটুখানি মিষ্টি, একটু সেমাই বা একে অপরকে ঈদের শুভেচ্ছা দিয়ে আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেন।

5. মনের মধ্যে একটা স্বপ্ন:
ঈদে সবাই চায় ঘরে ফিরতে। কিন্তু দায়িত্ব, অর্থনৈতিক চাপ—সব কিছু মিলিয়ে অনেকের সে সুযোগ হয় না। তাই প্রবাসের ঈদ মানেই—ত্যাগ, ধৈর্য আর ভবিষ্যতের আশায় বেঁচে থাকা।

✨ শেষ কথা:

প্রবাসীদের ঈদ হয়তো দেশে থাকা আপনজনের ঈদের মতো নয়, কিন্তু এই ঈদের মধ্যেই লুকিয়ে থাকে এক নিঃস্বার্থ ভালোবাসা—পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজেকে উৎসর্গ করার আনন্দ।

আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, তাহলে ঈদ মোবারক! আপনি একা নন—আপনার মতো লাখো মানুষ একই অনুভূতি নিয়ে আজকের দিনটা পার করছেন। আল্লাহ আপনার কষ্টের পুরস্কার অবশ্যই দিবেন।

03/06/2025

জরুরী একটা বার্তা,মেয়েদের জন্য

02/06/2025

I got over 6,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

লে  সান্ডা...  #সান্ডা
19/05/2025

লে সান্ডা...
#সান্ডা

কফিলের ছেলের জন্য আমিও একটা সান্ডা দিব
17/05/2025

কফিলের ছেলের জন্য আমিও একটা সান্ডা দিব

11/05/2025

ফেসবুকের নতুন টপিক [[মামুন-লায়লা]]

06/05/2025

Life is so beautiful..

30/04/2025

শুধুই সুন্দর...

"রাতের নিস্তব্ধতায় হারিয়ে যাক সব ক্লান্তি, আসুক শান্তিময় ঘুম। নতুন ভোরে জেগে উঠুক নতুন আশা নিয়ে। শুভ রাত্রি!"
21/04/2025

"রাতের নিস্তব্ধতায় হারিয়ে যাক সব ক্লান্তি, আসুক শান্তিময় ঘুম। নতুন ভোরে জেগে উঠুক নতুন আশা নিয়ে। শুভ রাত্রি!"

ডাবের উপকারিতা:শরীরকে হাইড্রেট করে:ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ, যা শরীরের পানিশূন্যতা দূর করে।জ্বর বা অসুস্...
21/04/2025

ডাবের উপকারিতা:

শরীরকে হাইড্রেট করে:
ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ, যা শরীরের পানিশূন্যতা দূর করে।

জ্বর বা অসুস্থতায় উপকারী:
শরীর দুর্বল হলে ডাবের পানি শক্তি ফিরিয়ে আনে এবং বমি বা ডায়রিয়াতেও উপকারী।

কিডনির যত্নে:
নিয়মিত ডাবের পানি খেলে কিডনি পরিষ্কার থাকে এবং পাথর হওয়ার সম্ভাবনা কমে।

ত্বক ভালো রাখে:
ভিতর থেকে ত্বক হাইড্রেটেড রাখে, ব্রণ বা র‍্যাশ কমাতে সাহায্য করে।

ওজন কমাতে সহায়ক:
এতে ক্যালরি কম, কিন্তু পুষ্টি বেশি—ওজন কমাতে চাইলে আদর্শ পানীয়।

হজমে সহায়তা করে:
পেট ঠান্ডা রাখে, অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক কমায়।

এক কথায়, ডাব হলো প্রকৃতির তরল সোনা—যা সুস্থ থাকার জন্য এক চমৎকার উপহার!

Address

Debidwar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masum's Reaction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category