
12/07/2025
জুলাই -২০২৪ এর রক্তাক্ত অভ্যুথানের একবছর পেরুতে না পেরেুতেই কেন নতুন স্বাধীন দেশে আবার এই পৈচাঁশিক, নৃসংশ হত্যাকান্ড? প্রকাশ্য দিবালোকে এই নির্মম বর্বরতা ধিক্কার জানাই।
কোথায় আমাদের সভ্যতা?
চাঁদা না দেয়ায় ভাংগারী ব্যবসায়ী মো: সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে নগ্ন করে তাকে নৃশংস হত্যার পর তার দেহ নিয়ে উল্লাসে মেতে উঠেছিল দুর্বৃত্তরা যা অবর্ণনীয়। এই নির্মম হত্যাকান্ডের ভিডিওটি যেকোন দুর্বল চিত্তের মানুষ দেখলে সহ্যকরতে পারবে না। আমিও পারিনি, বিশ্বাস করুন যখনই ভিডিওটি সাহস করে দেখতে গিয়েছি একবারও শেষ করতে পারিনি। তাহলে ভাবুন নিহতের পরিবার কিভাবে সহ্য করবে?
তাই আমি চাই কোনরকম সময় নষ্ট না করে অনতিবিলম্বে দুর্বৃত্তদের শাস্তি হোক।