Farhana Jahan

Farhana Jahan Digital Content creator Guideline

জুলাই -২০২৪ এর  রক্তাক্ত অভ্যুথানের একবছর পেরুতে না পেরেুতেই কেন  নতুন স্বাধীন দেশে আবার এই পৈচাঁশিক, নৃসংশ  হত্যাকান্ড?...
12/07/2025

জুলাই -২০২৪ এর রক্তাক্ত অভ্যুথানের একবছর পেরুতে না পেরেুতেই কেন নতুন স্বাধীন দেশে আবার এই পৈচাঁশিক, নৃসংশ হত্যাকান্ড? প্রকাশ্য দিবালোকে এই নির্মম বর্বরতা ধিক্কার জানাই।
কোথায় আমাদের সভ্যতা?
চাঁদা না দেয়ায় ভাংগারী ব্যবসায়ী মো: সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে নগ্ন করে তাকে নৃশংস হত্যার পর তার দেহ নিয়ে উল্লাসে মেতে উঠেছিল দুর্বৃত্তরা যা অবর্ণনীয়। এই নির্মম হত্যাকান্ডের ভিডিওটি যেকোন দুর্বল চিত্তের মানুষ দেখলে সহ্যকরতে পারবে না। আমিও পারিনি, বিশ্বাস করুন যখনই ভিডিওটি সাহস করে দেখতে গিয়েছি একবারও শেষ করতে পারিনি। তাহলে ভাবুন নিহতের পরিবার কিভাবে সহ্য করবে?
তাই আমি চাই কোনরকম সময় নষ্ট না করে অনতিবিলম্বে দুর্বৃত্তদের শাস্তি হোক।

প্রথমত শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাকে  সুস্থ সফলভাবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সুস্থ রেখে...
11/07/2025

প্রথমত শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাকে সুস্থ সফলভাবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ তার বান্দাকে দুঃখ কষ্ট দেন তার কারণ হলো বান্দা যেন তাদের রবকে ভুলে না যায়।
আমরা আসলে অল্পতেই হতাশ হয়ে যাই। আমরা যদি আমাদের থেকে যারা আরও খারাপ অবস্থানে আছে তাদের কথা চিন্তা করি তাহলে নিজেদের দুঃখগুলোকে এবং না পাওয়াগুলোকে আর বড় মনে হবেনা।
অদম্য ইচ্ছা শক্তি যে মানুষকে সঠিক পথে পরিচালিত করে তার জলজ্যান্ত প্রমান হলো লিতুন জিরা।
অভিনন্দন জানাই হাত পা ছাড়া জন্ম নেওয়া সেই লিতুন জিরাকে যে কিনা এস. এস. সি পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
আল্লাহর অশেষ মেহেরবানী এবং তার অদম্য ইচ্ছা শক্তি ও দৃঢ় মনোবলই তাকে সফলতার শীর্ষে এনে দাড় করিয়ছে।
তাই আমরা লিতুন জিরার কাছ থেকে শিক্ষা নিতে পারি যে অল্পতেই হতাশ হওয়া যাবে না আর যেকোন পরিস্থিতিতে ধৈর্য ও মনোবলের সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ।

একনজরে দেবিদ্বারের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এস.এস.সি পরীক্ষার ফলাফল - ২০২৫
10/07/2025

একনজরে দেবিদ্বারের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এস.এস.সি পরীক্ষার ফলাফল - ২০২৫

সকল বোর্ডের পাশের হার
10/07/2025

সকল বোর্ডের পাশের হার

এস. এস.সি পরীক্ষায় উত্তীর্ণ সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন!
10/07/2025

এস. এস.সি পরীক্ষায় উত্তীর্ণ সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন!

সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ------------সুপ্রভাত।
10/07/2025

সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ------------সুপ্রভাত।

এখনই ৩ বার পাঠ করুন:-  "আল্লাহুমা ইন্নী আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কুফরি ওয়া আউযুবিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনত...
09/07/2025

এখনই ৩ বার পাঠ করুন:-
"আল্লাহুমা ইন্নী আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কুফরি ওয়া আউযুবিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা।"
অর্থ হে আল্লাহ! আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দারিদ্র্য ও কুফরি থেকে এবং আপনার আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে। আপনি ছাড়া আর কোন ইলাহ নেই।”
এই দোয়ার মূল অংশ হলো, বান্দা আল্লাহ্‌র কাছে দারিদ্র্য, কুফরি এবং কবরের আযাব থেকে মুক্তি চাচ্ছে। এর মাধ্যমে আল্লাহর একত্ববাদের স্বীকৃতিও দেয়া হচ্ছে।

Shout out to my newest followers! Excited to have you onboard! Farzana Yesmin, Tandra Chatterjee, Md Jakir Molla, Md Sha...
09/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Farzana Yesmin, Tandra Chatterjee, Md Jakir Molla, Md Shamimrana, Sabina Sanaul, Saiful Islam

আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঘড়িতে তখন বাজে ৫.২০ আমার বড় ছেলে নামাজ ও কোরআন তিলাওয়াত শেষে এসে বলতেছে আম্মু মিষ্টি জাতীয় ক...
09/07/2025

আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঘড়িতে তখন বাজে ৫.২০ আমার বড় ছেলে নামাজ ও কোরআন তিলাওয়াত শেষে এসে বলতেছে আম্মু মিষ্টি জাতীয় কোন খাবার খাওয়া যাবে? আমার নিরবতা দেখে ধরে নিয়েছে হয়তো এখন কিছু পাওয়া যাবে না। আসলে আমার মাথায় কিছু আসছিল না এত সকালে এবং অল্প সময়ে কি তৈরি করা যায় তখনই আমার দৃষ্টি পড়লো কুলসন সেমাইয়ের প্যাকেটের উপর। তাই হাতের কাছে থাকা কুলসন সেমাই দিয়ে ঝটপট (মাত্র ২০ মিনিটে) তৈরি করে ফেললাম ঝরঝরে শুকনো ভাজা সেমাই। আমার ছেলেতো তার পছন্দের খাবার এত তাড়াতাড়ি পেয়ে খুবই খুশি হলো।
প্রিয় জনের আবদার রাখার আনন্দটা আসলে অন্যরকম।
(আমার বড় ছেলের মাদ্রাসায় প্রাক্ নির্বাচনী পরীক্ষা চলতেছে সবাই দোয়া করবেন।)

এইতো কিছু দিন আগে বিজ্ঞান জেনেছে যে, " চাঁদের নিজস্ব কোন আলো নেই। " কিন্তু সূরা ফুরক্বানের-৬১নং আয়াতে কোরআনে এই কথা বলা ...
08/07/2025

এইতো কিছু দিন আগে বিজ্ঞান জেনেছে যে, " চাঁদের নিজস্ব কোন আলো নেই। " কিন্তু সূরা ফুরক্বানের-৬১নং আয়াতে কোরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।------সুবহানআল্লাহ।
★★★★ শুভ রাত্রি ★★★★

শুভ বিকাল। আলহামদুলিল্লাহ।
08/07/2025

শুভ বিকাল। আলহামদুলিল্লাহ।

Address

Debidwar

Telephone

+8801922194565

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farhana Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farhana Jahan:

Share