Delduar TV

Delduar TV সৃষ্টি নিকেতন

🎬 Musafir Lifestyle – অনুভবের পথে বিনোদনের ছোঁয়া 🌟

Musafir Lifestyle এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি পাবেন বিনোদনের পাশাপাশি চিন্তা করার খোরাক। আমাদের কাজগুলো কেবল মজার জন্য নয়—সেগুলো মন ছুঁয়ে যাওয়ার মতো, ভাবনার জগতে দোলা দেওয়ার মতো।

🔹 🎵 গান – হৃদয় ছোঁয়া সুর আর কথায় জীবনের গল্প বলা হয় এখানে।
🔹 📝 কবিতা – ভালোবাসা, বিচ্ছেদ, আশা, দর্শন—সব কিছুকে আমরা সাজাই ছন্দে।
🔹 🎭 নাটক – হাসির ছলে জীবনে

র গভীর বাস্তবতা তুলে ধরি, কখনো ভাবনায়, কখনো আবেগে।
🔹 📽️ শর্ট ফিল্ম/ভিডিও – ছোট ছোট গল্পে তুলে ধরি বড় বড় বার্তা।

আমরা চাই—মানুষ কিছু সময়ের জন্য মন খুশি করুক, আবার মাঝে মাঝে ভাবুক—এই জীবনটা কীভাবে একটু সুন্দর করা যায়।

📌 নিয়মিত কনটেন্ট পেতে ফলো করুন Musafir Lifestyle – বিনোদনের ভেতরেও একটুকরো আলাদা জীবন।

20/10/2025

ইসলাম কোনো কল্পিত বা তথাকথিত ধর্ম নয়; বরং এটি আল্লাহ প্রদত্ত এবং মুহাম্মাদ সা. প্রদর্শিত এক পরিপূর্ণ জীবনব্যবস্থা। এটি কতিপয় ধর্মীয় আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্ভেজাল দিকনির্দেশনা প্রদান করে।

মহান আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, এবং ইসলামকে তোমাদের জন্য জীবনব্যবস্থা হিসেবে মনোনীত করলাম [সূরা আল-মায়িদা-৫:৩]

মুহাম্মাদ সা. বলেছেন, আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি, তোমরা যদি তা দৃঢ়ভাবে ধারণ কর, তবে কখনো পথভ্রষ্ট হবে না; আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ [মুয়াত্তা মালিক-১৬০৯]

অতএব, ইসলাম এমন এক পূর্ণাঙ্গ দীন যা মানুষকে শুধু ইবাদতের শিক্ষা দেয় না, বরং আল্লাহর সন্তুষ্টির পথে চলার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রেই ভারসাম্য, ন্যায় ও কল্যাণের দিকনির্দেশনা দেয়। এই দীনই বান্দাকে দুনিয়া ও আখিরাতে প্রকৃত সাফল্য এনে দেয়।

10/09/2025

তাগুতকে বর্জন করো, আল্লাহকে গ্রহণ করো!
যদি কোনো শাসক বা নেতা ইসলামী বিধানকে অস্বীকার করে,
মানবরচিত আইনকে ইসলামের চেয়ে উত্তম বা সমান বলে দাবি করে, এবং যুক্তি দিয়ে সেটাকে সমর্থন করে, তাহলে ইসলামী আকীদাহর দিক থেকে এটি সরাসরি কুফর।

কারণ সে আল্লাহর হাকিমিয়াত (সর্বোচ্চ শাসনাধিকার) কে অস্বীকার করছে। কুরআনে আল্লাহ বলেন:
أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ ۚ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ
“তারা কি জাহিলিয়াতের বিধানই চায়? যারা দৃঢ় বিশ্বাসী, তাদের জন্য আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কার?” (সূরা মায়িদাহ 5:50)

এবং আল্লাহ আরও বলেন:
وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ
“যারা আল্লাহ যা নাযিল করেছেন, তা দিয়ে বিচার করে না, তারাই কাফির।” (সূরা মায়িদাহ 5:44)

তাহলে এখানে বিষয়টা স্পষ্ট:
যদি কেউ দুর্বলতা বা ভয় বা রাজনৈতিক চাপের কারণে আল্লাহর বিধান পুরোপুরি বাস্তবায়ন করতে না পারে, সেটা বড় যুলুম বা ফিস্ক।

কিন্তু যে ব্যক্তি স্পষ্টভাবে ইসলামের বিধানকে খারিজ করে দেয়, আর মানুষের বানানো আইনকে উত্তম বলে প্রচার করে, সে কুরআনের আয়াত অনুযায়ী কাফির ও তাগুত বলে গণ্য হবে।

#রাজনীতি Sheikh Musafir Delduar TV

শুধুমাত্র লিজেন্ডরাই বলতে পারবে, এই জায়গাটির নাম কী?
30/05/2025

শুধুমাত্র লিজেন্ডরাই বলতে পারবে, এই জায়গাটির নাম কী?

27/05/2025

আরশের মেহমান | ইসলামিক সংগীত | Sheikh Musafir | Musafir LifeStyle

07/05/2025

Gen-Z | তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ | Sheikh Musafir

17/04/2025

ফিলিস্তিনের অধিকার রক্ষায় শান্তিপূর্ণ মিছিল | গাজাবাসীর অবস্থা | Sheikh Musafir | Musafir Lifestyle

Address

Delduar, Tangail
Delduar
1910

Alerts

Be the first to know and let us send you an email when Delduar TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share