20/10/2025
ইসলাম কোনো কল্পিত বা তথাকথিত ধর্ম নয়; বরং এটি আল্লাহ প্রদত্ত এবং মুহাম্মাদ সা. প্রদর্শিত এক পরিপূর্ণ জীবনব্যবস্থা। এটি কতিপয় ধর্মীয় আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্ভেজাল দিকনির্দেশনা প্রদান করে।
মহান আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, এবং ইসলামকে তোমাদের জন্য জীবনব্যবস্থা হিসেবে মনোনীত করলাম [সূরা আল-মায়িদা-৫:৩]
মুহাম্মাদ সা. বলেছেন, আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি, তোমরা যদি তা দৃঢ়ভাবে ধারণ কর, তবে কখনো পথভ্রষ্ট হবে না; আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ [মুয়াত্তা মালিক-১৬০৯]
অতএব, ইসলাম এমন এক পূর্ণাঙ্গ দীন যা মানুষকে শুধু ইবাদতের শিক্ষা দেয় না, বরং আল্লাহর সন্তুষ্টির পথে চলার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রেই ভারসাম্য, ন্যায় ও কল্যাণের দিকনির্দেশনা দেয়। এই দীনই বান্দাকে দুনিয়া ও আখিরাতে প্রকৃত সাফল্য এনে দেয়।