
08/09/2025
গুগল আমাদের মতো সাধারণ মানুষদের জন্য একটা জাদুর কাঠি নিয়ে এসেছে। সেটার নাম Google Vids.
ব্যাপারটা একদম সহজ ভাষায় বলি...
ধরুন, আপনার একটা শপ আছে। আপনি শুধু মগের কয়েকটা ছবি তুলে রেখেছেন। এখন Vids-কে শুধু ছবিগুলো দিয়ে বলবেন, "একটা সুন্দর ৮ সেকেন্ডের ভিডিও বানিয়ে দাও তো!" ব্যস! AI নিজে থেকেই ছবিগুলোকে নাড়াচাড়া করে, মিউজিক দিয়ে একটা চমৎকার ভিডিও ক্লিপ বানিয়ে দেবে। কোনো কষ্টই করতে হলো না!
আবার ধরুন, আপনি একটা ট্রেনিং ভিডিও রেকর্ড করেছেন কিন্তু কথার মাঝে অনেকবার "উমমম," "আআআ" করেছেন বা অনেকক্ষণ থেমে ছিলেন। Vids নিজে থেকেই এই অপ্রয়োজনীয় শব্দ আর লম্বা পজগুলো কেটে ফেলে আপনার কথাকে একদম ঝরঝরে আর কনফিডেন্ট বানিয়ে দেবে। ভাবা যায়?
আসল কথা হলো, গুগল বুঝতে পেরেছে যে আমাদের সবার হাতে দামি সফটওয়্যার শেখার সময় বা টাকা নেই।আমাদের দরকার এমন কিছু যা দিয়ে খুব সহজে, কোনো ঝামেলা ছাড়াই কাজটা সেরে ফেলা যায়।
লিঙ্ক - https://workspace.google.com/products/vids/
এখন সবাই-ই Google Vids এর বেসিক ভার্সনটা ব্যবহার করতে পারবেন।
এতে রেডিমেড টেমপ্লেট, স্টক ভিডিও, ছবি এসব তো থাকছেই।
যদিও ওদের সবচেয়ে পাওয়ারফুল AI ফিচারগুলো, যেমন আপনার হয়ে কথা বলার জন্য AI অ্যাভাটার তৈরি করা, সেটা আপাতত ফ্রি ভার্সনে নেই, কিন্তু যা আছে, সেটাই আমাদের মতো মানুষের জীবন সহজ করার জন্য যথেষ্ট।
এখন থেকে ছোটখাটো প্রোডাক্ট ডেমো, বা কোনো সাপোর্টের ভিডিও কিংবা নিজের শখের জন্য ভিডিও বানাতে আর মাথার চুল ছিঁড়তে হবে না।
শেষ পর্যন্ত টেকনোলজি আমাদের জীবনকে কঠিন করার জন্য নয়, সহজ করার জন্য আসছে...
এটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয়।